ETV Bharat / international

জইশ কাপুরুষোচিত আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত, রাষ্ট্রসংঘের বিবৃতিতে সই চিনের - China

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্বাক্ষর চিনের

রাষ্ট্রসংঘ
author img

By

Published : Feb 23, 2019, 10:02 AM IST

Updated : Feb 23, 2019, 11:00 AM IST

দিল্লি ও নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্বাক্ষর করল চিন। পাশাপাশি চিনের বক্তব্য, জইশ-ই-মহম্মদ ঘৃণ্য ও কাপুরুষোচিত আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত।

২০০২ সালে জইশ-ই-মহম্মদকে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকায় ঢোকানো হয়। দীর্ঘদিন ধরে জইশের মাথা মাসুদ আজ়হারকে তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু, প্রতিবারই চিনের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামা হামলার পরও নিজেদের অবস্থানে অনড় থাকে চিন। শহিদ জওয়ানদের প্রতি সমবেদনা জানালেও মাসুদ আজ়হারকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার বিরোধিতা করে তারা। চিনের বাধায় সেই প্রক্রিয়া এখনও থমকে রয়েছে।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পেশ করে ফ্রান্স। তা সমর্থন করে অ্যামেরিকা, ব্রিটেন, রাশিয়া। কিন্তু, ফের সেই প্রস্তাবে সায় দেয়নি চিন।

দিল্লি ও নিউইয়র্ক, ২৩ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে স্বাক্ষর করল চিন। পাশাপাশি চিনের বক্তব্য, জইশ-ই-মহম্মদ ঘৃণ্য ও কাপুরুষোচিত আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত।

২০০২ সালে জইশ-ই-মহম্মদকে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকায় ঢোকানো হয়। দীর্ঘদিন ধরে জইশের মাথা মাসুদ আজ়হারকে তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। কিন্তু, প্রতিবারই চিনের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। পুলওয়ামা হামলার পরও নিজেদের অবস্থানে অনড় থাকে চিন। শহিদ জওয়ানদের প্রতি সমবেদনা জানালেও মাসুদ আজ়হারকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার বিরোধিতা করে তারা। চিনের বাধায় সেই প্রক্রিয়া এখনও থমকে রয়েছে।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব পেশ করে ফ্রান্স। তা সমর্থন করে অ্যামেরিকা, ব্রিটেন, রাশিয়া। কিন্তু, ফের সেই প্রস্তাবে সায় দেয়নি চিন।

RESTRICTION SUMMARY:  AP CLIENTS ONLY
SHOTLIST:
UNTV - AP CLIENTS ONLY
New York - 22 February 2019
1. Jorge Arreaza, Venezuelan Foreign Minister standing at podium during a news conference at the United Nations
2. SOUNDBITE (Spanish) Jorge Arreaza, Venezuelan Foreign Minister:
(++BEGINS ON SHOT OF REPORTERS++)
"We have a permanent dialogue (with the United States). There should be a meeting soon with the envoy Elliott Abrams and that is where the future of the relationship will be discussed."
3. Arreaza at the podium
4. SOUNDBITE (Spanish) Jorge Arreaza, Venezuelan Foreign Minister:
"The probable agreement for which we are in discussions, and hopefully we will be able to make during these days that we are in New York, there is a meeting pending as suggested by Mr. Elliott Abrams to meet and work out, flesh out (an agreement) in answer to your question. At any event it will depend on initiatives on both sides, and the respect that we have for each other. Sometimes it's difficult to negotiate with the United States when they are sticking their nose every day into our affairs."
5. Arreaza ending news conference and walking away
STORYLINE:
Venezuela's foreign minister says the Maduro government is still in discussions with the United States on extending an agreement for U.S. diplomats to stay in Caracas.
Jorge Arreaza told a press conference at U.N. headquarters in New York late Friday that there is a meeting pending with the U.S. envoy for Venezuela Elliott Abrams to "work out, flesh out" an agreement.
He denied reports that an agreement has been reached.
After the Trump administration recognized parliament chief Juan Guaido as the country's legitimate leader last month, President Nicolas Maduro severed diplomatic relations with the U.S., ordered the expulsion of all American diplomats, and recalled Venezuelan diplomats from the United States.
The U.S. reduced its staff at the Caracas embassy to a bare minimum but said it had no plans to close the mission.
An interim arrangement allowing the U.S. diplomats to remain in Venezuela is due to expire on Monday.
Arreaza said two preliminary meetings on the issue of the U.S. diplomats were held in New York, "and there may be a third one soon," which he hopes will take place while he's still in the city.
"At any event it will depend on initiatives on both sides, and the respect that we have for each other," Arreaza said. "Sometimes it's difficult to negotiate with the United States when they are sticking their nose every day into our affairs."
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Feb 23, 2019, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.