ETV Bharat / international

Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের - America

সেনা প্রত্যাহারের পর দেশবাসীকে জানালেন তাঁর মনের কথা ৷ সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের দায় নিজের কাঁধেই নিলেন বাইডেন ৷

জো বাইডেন
জো বাইডেন
author img

By

Published : Sep 1, 2021, 8:06 AM IST

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : 20 বছরের দীর্ঘ যুদ্ধের অবসান ৷ নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন সেনা ৷ এরপরেই গতকাল আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জানিয়ে দিলেন, তিনি বিশ্বাস করেন সেনা প্রত্যাহার একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আফগানিস্তানে যুদ্ধ শেষ ৷ তিনি আর পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে চান না বলেও উল্লেখ করেন ৷

আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, "আমার সতীর্থ আমেরিকাবাসীরা, আফগানিস্তানে যুদ্ধ এবার শেষ হল ৷ এটা একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আমি চতুর্থ প্রেসিডেন্ট যাকে এই বিষয়ে মুখোমুখি হতে হয়েছে ৷ কীভাবে যুদ্ধ শেষ হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ আমি আমেরিকাবাসীকে এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ আমি সেই প্রতিশ্রুতিকে সম্মান দিয়েছি ৷" সেইসঙ্গে জানিয়ে দিলেন নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আর যুদ্ধে পাঠাতে চান না তিনি ৷

সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের দায়ভার নিয়েছেন বাইডেন ৷ তিনি বলেন, "সিদ্ধান্তের দায়িত্ব আমি নিচ্ছি । কেউ কেউ বলছেন, আমাদের এটা আগে শুরু করা উচিত ছিল । আমি সম্মানের সঙ্গে অসম্মতি জানাই ৷ এটা যদি আগে করা হত তাহলে তাড়াহুড়ো হয়ে যেত ৷ বা বিষয়টি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেত ৷"

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানকে ভারত-বিরোধী কাজে ব্যবহার নয়, তালিবানকে স্পষ্ট বার্তা

তিনি জোর দিয়ে বলেন, "আমাদের নাগরিকদের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের কথা ভেবে আমি এই যুদ্ধ চালিয়ে যেতে রাজি নই ৷ 8 লাখ আমেরিকাবাসী আফগানিস্তানে ছিল ৷ 20 লাখ 744 জন পুরুষ ও মহিলা আহত হয়েছেন ৷ 2 হাজার 461 জন সেনা মারা গিয়েছেন ৷ এর মধ্যে শুধুমাত্র এক সপ্তাহে 13 জনের মৃত্যু হয়েছে ৷ আফগানিস্তানে আরেকটা দশক যুদ্ধের হোক ৷ এতে আমি আর রাজি নই ৷"

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী 2 ট্রিলিয়ন ডলারেরও (2 লক্ষ কোটি ডলার) বেশি টাকা আফগানিস্তানের জন্য খরচ করা হয়েছে ৷ অর্থাৎ একদিনে 300 মিলিয়ন ডলারেরও (30 কোটি ডলার) বেশি অর্থ দু'দশক ধরে ব্যয় করে এসেছে আমেরিকা ৷ জানালেন প্রেসিডেন্ট ৷

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : 20 বছরের দীর্ঘ যুদ্ধের অবসান ৷ নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন সেনা ৷ এরপরেই গতকাল আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জানিয়ে দিলেন, তিনি বিশ্বাস করেন সেনা প্রত্যাহার একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আফগানিস্তানে যুদ্ধ শেষ ৷ তিনি আর পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে চান না বলেও উল্লেখ করেন ৷

আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, "আমার সতীর্থ আমেরিকাবাসীরা, আফগানিস্তানে যুদ্ধ এবার শেষ হল ৷ এটা একেবারে সঠিক ও সেরা সিদ্ধান্ত ৷ আমি চতুর্থ প্রেসিডেন্ট যাকে এই বিষয়ে মুখোমুখি হতে হয়েছে ৷ কীভাবে যুদ্ধ শেষ হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ আমি আমেরিকাবাসীকে এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম ৷ আমি সেই প্রতিশ্রুতিকে সম্মান দিয়েছি ৷" সেইসঙ্গে জানিয়ে দিলেন নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আর যুদ্ধে পাঠাতে চান না তিনি ৷

সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের দায়ভার নিয়েছেন বাইডেন ৷ তিনি বলেন, "সিদ্ধান্তের দায়িত্ব আমি নিচ্ছি । কেউ কেউ বলছেন, আমাদের এটা আগে শুরু করা উচিত ছিল । আমি সম্মানের সঙ্গে অসম্মতি জানাই ৷ এটা যদি আগে করা হত তাহলে তাড়াহুড়ো হয়ে যেত ৷ বা বিষয়টি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেত ৷"

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানকে ভারত-বিরোধী কাজে ব্যবহার নয়, তালিবানকে স্পষ্ট বার্তা

তিনি জোর দিয়ে বলেন, "আমাদের নাগরিকদের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের কথা ভেবে আমি এই যুদ্ধ চালিয়ে যেতে রাজি নই ৷ 8 লাখ আমেরিকাবাসী আফগানিস্তানে ছিল ৷ 20 লাখ 744 জন পুরুষ ও মহিলা আহত হয়েছেন ৷ 2 হাজার 461 জন সেনা মারা গিয়েছেন ৷ এর মধ্যে শুধুমাত্র এক সপ্তাহে 13 জনের মৃত্যু হয়েছে ৷ আফগানিস্তানে আরেকটা দশক যুদ্ধের হোক ৷ এতে আমি আর রাজি নই ৷"

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী 2 ট্রিলিয়ন ডলারেরও (2 লক্ষ কোটি ডলার) বেশি টাকা আফগানিস্তানের জন্য খরচ করা হয়েছে ৷ অর্থাৎ একদিনে 300 মিলিয়ন ডলারেরও (30 কোটি ডলার) বেশি অর্থ দু'দশক ধরে ব্যয় করে এসেছে আমেরিকা ৷ জানালেন প্রেসিডেন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.