ETV Bharat / international

হাউডির আগে "টাইগার" মোদিতে মজে প্রবাসী ভারতীয়রা - "টাইগার" মোদি

অ্যামেরিকায় পৌঁছে সেদেশের শিখ ও কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মোদি ।

হাউডির আগে "টাইগার" মোদিতে মজে প্রবাসী ভারতীয়রা
author img

By

Published : Sep 22, 2019, 1:09 PM IST

হিউস্টন, 22 সেপ্টেম্বর : আজ "হাউডি মোদি"-তে বক্তৃতা রাখার আগেই সেদেশে বসবাসরত ভারতীয়দের মন জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অ্যামেরিকায় পৌঁছে সেদেশের শিখ ও কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মোদি ।

আজকে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা কারতারপুর করিডরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁকে "টাইগার" হিসাবে আখ্যা দেন । পাশাপাশি 1984 সালের শিখ দাঙ্গা, আনন্দ ম্যারেজ অ্যাক্ট, ভিসা, পাসপোর্ট পুনর্নবীকরণ-সহ একাধিক বিষয়কে তাঁর ভাষণে রাখার আবেদন জানিয়ে একটি স্মারক দিয়েছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ৷ একই সঙ্গে দিল্লি বিমানবন্দরের নাম গুরু নানক দেব-এর নামে রাখারও অনুরোধ জানিয়েছেন তাঁরা৷

এদিকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দেখা করে মোদি বলেন, "আপনারা অনেক কষ্ট পেয়েছেন । কিন্তু বিশ্ব বদলাচ্ছে । আমাদের এগিয়ে যেতে হবে । নতুন ভাবে কাশ্মীরকে গড়ে তুলতে হবে ।" পরে এই সাক্ষাতের কথা টুইট করেও জানান মোদি । সাক্ষাতের সময় প্রতিনিধিদের একজন মোদির হাতে চুম্বন করে বলেন, "সাত লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে আপনাকে আমি ধন্যবাদজ্ঞাপন করছি । "

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদের মধ্যে থেকে সুরিন্দর কউল সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত (জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার) নিয়েছেন, তার জন্য আমরা আজ তাঁকে 7 লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে ধন্যবাদ জানালাম । আমরা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি যে ভবিষ্যতে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমরা কাশ্মীরের উন্নতির জন্য কাজ করব । "

হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

হিউস্টন, 22 সেপ্টেম্বর : আজ "হাউডি মোদি"-তে বক্তৃতা রাখার আগেই সেদেশে বসবাসরত ভারতীয়দের মন জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অ্যামেরিকায় পৌঁছে সেদেশের শিখ ও কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মোদি ।

আজকে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা কারতারপুর করিডরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁকে "টাইগার" হিসাবে আখ্যা দেন । পাশাপাশি 1984 সালের শিখ দাঙ্গা, আনন্দ ম্যারেজ অ্যাক্ট, ভিসা, পাসপোর্ট পুনর্নবীকরণ-সহ একাধিক বিষয়কে তাঁর ভাষণে রাখার আবেদন জানিয়ে একটি স্মারক দিয়েছেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ৷ একই সঙ্গে দিল্লি বিমানবন্দরের নাম গুরু নানক দেব-এর নামে রাখারও অনুরোধ জানিয়েছেন তাঁরা৷

এদিকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দেখা করে মোদি বলেন, "আপনারা অনেক কষ্ট পেয়েছেন । কিন্তু বিশ্ব বদলাচ্ছে । আমাদের এগিয়ে যেতে হবে । নতুন ভাবে কাশ্মীরকে গড়ে তুলতে হবে ।" পরে এই সাক্ষাতের কথা টুইট করেও জানান মোদি । সাক্ষাতের সময় প্রতিনিধিদের একজন মোদির হাতে চুম্বন করে বলেন, "সাত লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে আপনাকে আমি ধন্যবাদজ্ঞাপন করছি । "

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদের মধ্যে থেকে সুরিন্দর কউল সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত (জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার) নিয়েছেন, তার জন্য আমরা আজ তাঁকে 7 লাখ কাশ্মীরি পণ্ডিতের হয়ে ধন্যবাদ জানালাম । আমরা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছি যে ভবিষ্যতে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমরা কাশ্মীরের উন্নতির জন্য কাজ করব । "

হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

Texas (USA), Sep 22 (ANI): Prime Minister Narendra Modi held round table meeting with CEOs from energy sector in Houston on September 22. India and USA are looking to diversify their cooperation in energy sector. Texas is the epicenter of the US oil industry. While speaking to ANI on PM Narendra Modi's round table meeting with oil sector CEOs, President of the Emerson Electric Company Mike Train said, "It was a real pleasure and an honour to be a part of the meeting. He shared the outlook and the enthusiasm. He wants to have a balanced approach, bringing energy in a sustainable way to India." "We are very active in the Indian market. I highlighted the work we have done with 'Invest India'. We have a big investment we will be finishing next year near Pune-a large manufacturing facility," Train added. PM is scheduled to address the mega 'Howdy, Modi!' event on September 22 at the NRG Stadium which will also be attended by US President Donald Trump.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.