নিউইয়র্ক, 28 জুলাই: mRNA-1273 ভ্যাকসিন কোরোনা সংক্রমণ রুখতে সক্ষম কি না, তা পরীক্ষা করতে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল মডার্না নামক একটি মার্কিন ফার্মেসিউটিক্যাল কম্পানি।
অ্যামেরিকায় আয়োজিত এই ট্রায়ালে অংশ নেবে 30 হাজার মানুষ, যারা কোরোনা ভাইরাসে সংক্রমিত হননি। এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশিয়াস ডিজিজ (NIAID) -র আধিকারিক অ্যান্থনি এস ফসি বলেন, " প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে গবেষণামূলক mRNA-1273 ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। এই কারণেই বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে পরীক্ষা করে দেখা হবে এই ভ্যাকসিন আদৌ কোরোনা ভাইরাস রুখতে সক্ষম কি না এবং কতদিন পর্যন্ত এটি মানব দেহে সুরক্ষা দিতে পারে। "
mRNA-1273 ভ্যাকসিনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা কোরোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের একটি অংশে অ্যান্টিবডি তৈরি করে। এই স্পাইক প্রোটিনের মাধ্যমেই ভাইরাস মানব দেহের কোষে প্রবেশ করে।
মডার্নার এই ভ্যাকসিনটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের NIAID-র সহযোগিতায় তৈরি করা হয়েছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, mRNA-1273 ভ্যাকসিনটি অ্যামেরিকার 89 টি ক্লিনিক্যাল রিসার্চ সাইটে গবেষণায় অংশগ্রহণকারীদের উপর প্রয়োগ করা হবে। এরমধ্যে 24 টি সাইট NIH-র কোরোনা ভাইরাস প্রিভেনশন নেটওয়ার্কের অন্তর্গত। গবেষকরা জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ব্যবহার করে ' হট জোন'গুলিকে চিহ্নিত করবে এবং আশেপাশের এলাকাগুলিতে ট্রায়াল চালানোর উপর বিশেষ গুরুত্ব দেবে।
তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে mRNA-1273 ভ্যাকসিনের সুরক্ষা এবং দুটি ডোজ প্রয়োগের পর উপসর্গ যুক্ত কোরোনা আক্রান্তদের নিরাময় হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের 28 দিনের ব্যবধানে 100 মাইক্রো গ্রামের mRNA-1273-র দুটি ইন্টরা মাসকুলার ইঞ্জেকশন দেওয়া হবে। গবেষকেরা রক্তের নমুনা সংগ্রহ করে SARS-CoV-2-র বিরুদ্ধে দেহের প্রতিক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করবে।
অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য গবেষকেরা তাদের অত্যন্ত কাছ থেকে পরীক্ষা করবেন এবং প্রতিটি ভ্যাকসিন প্রয়োগের পর অংশগ্রহণকারীদের ডেকে তাদের উপসর্গ সম্পর্কে জানতে চাইবেন। ভ্যাকসিন প্রয়োগের পর উপসর্গ ও দেহের তাপমাত্রার পরিসংখ্যান রাখার জন্য অংশগ্রহণকারীদের ডাইরি ও থার্মোমিটার দেওয়া হবে।
এই ট্রায়ালে এটিও পরীক্ষা করে দেখা হবে যে ভ্যাকসিনের প্রয়োগে কোরোনা সংক্রমণের কারণে মৃত্যু রোখা সম্ভব কিনা এবং কেবলমাত্র একটি ডোজেই কোরোনা সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব কিনা।
ইতিমধ্যেই মর্ডানা অ্যামেরিকান সরকারের বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (BARDA)-র তরফ থেকে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য 472 মিলিয়ন ডলার অনুদান পেয়েছে।