ETV Bharat / international

Pfizer covid pill effective on omicron : পিল ব্যবহার করলেই কাবু ওমিক্রন, দাবি মার্কিন সংস্থা ফাইজারের - Covid New Omicron Variant

করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন (Covid New Omicron Variant) আতঙ্ক ছড়াচ্ছে দেশজুড়ে ৷ এই পরিস্থিতিতে ওমিক্রন নিয়ে আশার আলো দেখাল মার্কিন সংস্থা ফাইজার ৷ তাদের দাবি, তাদের তৈরি ওষুধ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী হবে (Pfizer covid pill effective on omicron) ৷

pfizer confirms their covid pill appears effective against omicron variant
Pfizer covid pill efficacy on omicron : ওমিক্রনে কার্যকরী হবে ফাইজারের ওষুধ, দাবি ওই মার্কিন সংস্থার
author img

By

Published : Dec 15, 2021, 3:13 PM IST

ওয়াশিংটন, 15 ডিসেম্বর : করোনার ওমিক্রন ভ্যারিয়্য়ান্ট নিয়ে আশার কথা শোনাল মার্কিন সংস্থা ফাইজার ৷ তাদের দাবি, করোনার চিকিৎসার জন্য পরীক্ষামূলক ভাবে তারা যে ওষুধ তৈরি করেছে, তা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী হবে (pfizer confirms their covid pill appears effective against omicron variant) ৷

ওই সংস্থার দাবি, তারা ওই ওষুধ 2250 জনের মধ্যে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে করোনার বিরুদ্ধে দ্রুত কাজ শুরু করছে এই ওষুধ ৷ তাছাড়া হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি প্রায় 89 শতাংশ কমিয়ে দিচ্ছে ৷

ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকরী, তা নিয়েও পরীক্ষা করেছে ফাইজার (Pfizer covid pill efficacy on omicron) ৷ যে প্রোটিন ব্যবহার করে ওমিক্রন সংখ্যায় বাড়ছে, সেই প্রোটিন তৈরি করে তার উপর ওই ওষুধ প্রয়োগ করা হয় ৷ সেখানেই দেখা গিয়েছে যে ওই ওষুধ কার্যকরী ভূমিকা নিচ্ছে ৷

করোনার ওষুধ হিসেবে ফাইজারের তৈরি এই পিল ব্যবহার করা হবে ৷ এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে ৷ তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে এটাই হবে করোনার প্রথম ওষুধ, যা যে কোনও ওষুধ দোকান থেকে মার্কিনীরা কিনতে পারবেন ৷

আরও পড়ুন : Pfizer COVID Pill: মৃত্যুর ঝুঁকি কমায় 90 শতাংশ, কোভিডের ওষুধ নিয়ে হাজির ফাইজার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফাইজারের এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মঙ্গলবারই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মার্কিন প্রশাসনও ফাইজারের কাছ থেকে এই ওষুধ কিনতে সম্মত হয়েছে ৷

ওয়াশিংটন, 15 ডিসেম্বর : করোনার ওমিক্রন ভ্যারিয়্য়ান্ট নিয়ে আশার কথা শোনাল মার্কিন সংস্থা ফাইজার ৷ তাদের দাবি, করোনার চিকিৎসার জন্য পরীক্ষামূলক ভাবে তারা যে ওষুধ তৈরি করেছে, তা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী হবে (pfizer confirms their covid pill appears effective against omicron variant) ৷

ওই সংস্থার দাবি, তারা ওই ওষুধ 2250 জনের মধ্যে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করেছে ৷ তাতে দেখা যাচ্ছে যে করোনার বিরুদ্ধে দ্রুত কাজ শুরু করছে এই ওষুধ ৷ তাছাড়া হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি প্রায় 89 শতাংশ কমিয়ে দিচ্ছে ৷

ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকরী, তা নিয়েও পরীক্ষা করেছে ফাইজার (Pfizer covid pill efficacy on omicron) ৷ যে প্রোটিন ব্যবহার করে ওমিক্রন সংখ্যায় বাড়ছে, সেই প্রোটিন তৈরি করে তার উপর ওই ওষুধ প্রয়োগ করা হয় ৷ সেখানেই দেখা গিয়েছে যে ওই ওষুধ কার্যকরী ভূমিকা নিচ্ছে ৷

করোনার ওষুধ হিসেবে ফাইজারের তৈরি এই পিল ব্যবহার করা হবে ৷ এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে ৷ তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে এটাই হবে করোনার প্রথম ওষুধ, যা যে কোনও ওষুধ দোকান থেকে মার্কিনীরা কিনতে পারবেন ৷

আরও পড়ুন : Pfizer COVID Pill: মৃত্যুর ঝুঁকি কমায় 90 শতাংশ, কোভিডের ওষুধ নিয়ে হাজির ফাইজার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফাইজারের এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে মঙ্গলবারই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মার্কিন প্রশাসনও ফাইজারের কাছ থেকে এই ওষুধ কিনতে সম্মত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.