ETV Bharat / international

প্রধানমন্ত্রীর সফরেই অ্যামেরিকান সংস্থার সঙ্গে 250 কোটি ডলারের MoU স্বাক্ষর

author img

By

Published : Sep 22, 2019, 5:52 PM IST

Updated : Sep 22, 2019, 7:54 PM IST

অ্যামেরিকান সংস্থা টেলিউরিয়ানের সঙ্গে MoU স্বাক্ষর পেট্রোনেটের ৷ ফলে বছরে 5 মিলিয়ন টন LNG আমদানি করতে পারবে ভারতীয় সংস্থাগুলি ৷

মোদি

হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকান সংস্থা টেলিউরিয়ানে 250 কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিল ভারতের LNG(লিকুয়িফাইড ন্যাচরাল গ্যাস) আমদানিকারী সংস্থা পেট্রোনেট ৷ এর ফলে বছরে 5 মিলিয়ন টন LNG আমদানি করতে পারবে ভারত ৷

অ্যামেরিকা সফরে গিয়ে দেশে বিনিয়োগ টানতে 17টি শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির CEO-দের সঙ্গে গতকাল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে ভারতের আর্থিক নীতি ও সংস্কারের প্রশংসা করেন সংস্থাগুলির প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই MoU স্বাক্ষর করে টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ লুজ়িয়ানাতে টেলিউরিয়ানের প্রস্তাবিত ড্রিফটউড প্রোজেক্টে এই বিনিয়োগ করেছে পেট্রোনেট ৷ এরপর টেলিউরিয়ানের CEO ও প্রেসিডেন্ট মেগ জেন্টল বলেন, "প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ার ফলে ভারতের আর্থিক বৃদ্ধির হারে গতি আসবে ৷ স্বচ্ছ পরিবেশের পাশাপাশি মোদির 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণও হবে ৷ "

  • It is impossible to come to Houston and not talk energy!

    Had a wonderful interaction with leading energy sector CEOs. We discussed methods to harness opportunities in the energy sector.

    Also witnessed the signing of MoU between Tellurian and Petronet LNG. pic.twitter.com/COEGYupCEt

    — Narendra Modi (@narendramodi) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : "ছোটো জিনিসেও নজর", নেটিজ়েনদের মন জিতলেন মোদি

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে MoU স্বাক্ষর করেছিল টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ তার রেশ ধরেই গতকাল বিনিয়োগের সিদ্ধান্ত নেয় পেট্রোনেট ৷ তবে এখনও পর্যন্ত চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়নি ৷ MoU নিয়ে দুই তরফের মধ্যে আলোচনা চলবে ৷ তারপর আগামী বছর 31 মার্চের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে ৷ মোদির সফরের শুরুতে এই ঘোষণার গুরুত্বের উপর জোর দিয়েছেন দুই সংস্থার আধিকারিকরাই ৷ যা অ্যামেরিকান কম্পানিগুলির কাছে বিশ্বের অন্যতম বড় শক্তি আমদানিকারী হিসেবে ভারতের নম্বর বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের ৷ সরকারি আধিকারিকদের দাবি, বিনিয়োগের ফলে অ্যামেরিকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 50 হাজার কর্মসংস্থান তৈরি হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : হাউডির আগে "টাইগার" মোদিতে মজে প্রবাসী ভারতীয়রা

হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকান সংস্থা টেলিউরিয়ানে 250 কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিল ভারতের LNG(লিকুয়িফাইড ন্যাচরাল গ্যাস) আমদানিকারী সংস্থা পেট্রোনেট ৷ এর ফলে বছরে 5 মিলিয়ন টন LNG আমদানি করতে পারবে ভারত ৷

অ্যামেরিকা সফরে গিয়ে দেশে বিনিয়োগ টানতে 17টি শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির CEO-দের সঙ্গে গতকাল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠকে ভারতের আর্থিক নীতি ও সংস্কারের প্রশংসা করেন সংস্থাগুলির প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই MoU স্বাক্ষর করে টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ লুজ়িয়ানাতে টেলিউরিয়ানের প্রস্তাবিত ড্রিফটউড প্রোজেক্টে এই বিনিয়োগ করেছে পেট্রোনেট ৷ এরপর টেলিউরিয়ানের CEO ও প্রেসিডেন্ট মেগ জেন্টল বলেন, "প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ার ফলে ভারতের আর্থিক বৃদ্ধির হারে গতি আসবে ৷ স্বচ্ছ পরিবেশের পাশাপাশি মোদির 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণও হবে ৷ "

  • It is impossible to come to Houston and not talk energy!

    Had a wonderful interaction with leading energy sector CEOs. We discussed methods to harness opportunities in the energy sector.

    Also witnessed the signing of MoU between Tellurian and Petronet LNG. pic.twitter.com/COEGYupCEt

    — Narendra Modi (@narendramodi) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : "ছোটো জিনিসেও নজর", নেটিজ়েনদের মন জিতলেন মোদি

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে MoU স্বাক্ষর করেছিল টেলিউরিয়ান ও পেট্রোনেট ৷ তার রেশ ধরেই গতকাল বিনিয়োগের সিদ্ধান্ত নেয় পেট্রোনেট ৷ তবে এখনও পর্যন্ত চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হয়নি ৷ MoU নিয়ে দুই তরফের মধ্যে আলোচনা চলবে ৷ তারপর আগামী বছর 31 মার্চের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে ৷ মোদির সফরের শুরুতে এই ঘোষণার গুরুত্বের উপর জোর দিয়েছেন দুই সংস্থার আধিকারিকরাই ৷ যা অ্যামেরিকান কম্পানিগুলির কাছে বিশ্বের অন্যতম বড় শক্তি আমদানিকারী হিসেবে ভারতের নম্বর বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের ৷ সরকারি আধিকারিকদের দাবি, বিনিয়োগের ফলে অ্যামেরিকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 50 হাজার কর্মসংস্থান তৈরি হবে ৷

এই সংক্রান্ত আরও খবর : হাউডির আগে "টাইগার" মোদিতে মজে প্রবাসী ভারতীয়রা

Mumbai, Sep 22 (ANI): Union Home Minister Amit Shah addressed seminar in Mumbai on abrogation of Article 370 in JandK on September 22. While addressing the seminar, he said, "I congratulate Prime Minsiter Modi's bravery and grit. He removed Article 370 and 35A in the very first session of the Parliament as soon as we formed the government for the second time with 305 seats." "Rahul Gandhi says Article 370 is a political issue. Rahul Baba you have come into politics now, but 3 generations of BJP have given their life for Kashmir, for abrogation of Article 370. It's not a political matter for us, its part of our goal to keep Bharat Maa undivided," he added.
Last Updated : Sep 22, 2019, 7:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.