ETV Bharat / international

'আই কান্ট ব্রিদ' স্লোগানে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ মিছিল বিশ্বজুড়ে - অ্যামেরিকায় পুলিশের নৃশংসতার প্রতিবাদে মানুষ

জর্জ ফ্লয়েডের মৃত্য়ুর পর 'আই কান্ট ব্রিদ' স্লোগানে প্রতিবাদ মিছিল চলছে বিশ্বজুড়ে ৷ সোশাল মিডিয়াতেও উঠেছে প্রতিবাদের ঝড় ৷ তবে, এই স্লোগান এবার প্রথম নয় ৷ 2014 সালেও এই স্লোগান মিছিল চলেছিল অ্য়ামেরিকায় ৷

আই কান্ট ব্রিদ
আই কান্ট ব্রিদ
author img

By

Published : Jun 3, 2020, 12:52 PM IST

নিউ ইয়র্ক, 3 জুন : বিশ্বের বিভিন্ন দেশজুড়ে চলছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিক্ষোভ ৷ সকলের মুখে একটাই স্লোগান 'আমি নিশ্বাস নিতে পারছি না ৷' তবে, বর্ণবিদ্বেষের জেরে আক্রমণ এই প্রথম নয় ৷ বহু দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের বিভিন্ন কারণে আক্রমণের শিকার হতে হয়েছে ৷ ভারতে দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, এই অভিযোগও উঠেছে একাধিকবার ৷ পুরুষতান্ত্রিক সমাজে আক্রমণের শিকার নারীরাও ৷ বিগত কয়েক বছর ধরে সমকামী সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণের ছবিও বার বার উঠে এসেছে শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড় ৷

কোনও ঘটনার পর কিছুদিন সোশাল মিডিয়ায় ও বিশ্বের রাস্তায় রাস্তায় চলে মিছিল, বিক্ষোভ ৷ তারপরই সব ভুলে যায় মানুষ ৷ আবার সাধারণ ছন্দে ফিরতে থাকে সব কিছু ৷ তারপরই জর্জ ফ্লয়েডের মতো মানুষের মৃত্যু মনে করিয়ে দেয় আসলে কিছুই ঠিক হয়নি এখনও ৷ সব রয়েছে আগের মতোই ৷ ক্ষমতার জোরে এখনও পিষে মারা হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষকে ৷ ফের তা-ই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন জর্জ ফ্লয়েড ৷

জর্জ ফ্লয়েডের মৃত্যুর কয়েক দিন পর পুলিশ অফিসার ডেরেক শভিন ও আরও তিন অফিসারকে বরখাস্ত করা হয় ৷ এই ঘটনা শুধুমাত্র মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেনি, মিনেপলিসের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ এছাড়া কৃষ্ণাঙ্গ অ্যামেরিকানদের উপর বর্ণবিদ্বেষের জেরে আক্রমণের উপরও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷

'আমি নিশ্বাস নিতে পারছি না' স্লোগান এই নতুন নয় ৷ 2014 সালে এরিক গার্নার নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পরও দেওয়া হয়েছিল এই স্লোগান ৷ জর্জ ফ্লয়েড ও এরিক গার্নার দু'জনের মৃত্যুই হয়েছে পুলিশের হাতে ৷ ঘটনাগুলির ফলে হওয়া বিক্ষোভ বুঝিয়ে দেয় আসলে অ্যামেরিকায় কতটা নৃশংস পুলিশ ৷

ঘটনার প্রতিবাদে মৃত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের পুরোনো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁর স্ত্রী ভেনেসা ব্রায়ান্ট ৷ যেখানে দেখা যাচ্ছে, কোবে 'আই কান্ট ব্রিদ' লেখা টি-শার্ট পরে রয়েছেন ৷

2020 সালের মে মাসে মিনেপলিস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেরেক শভিন প্রায় আট মিনিট 46 সেকেন্ড ধরে জর্জ ফ্লয়েডের গলায় পা দিয়ে চেপে ধরে থাকেন ৷ ঘটনায় মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল ৷

নিউ ইয়র্ক, 3 জুন : বিশ্বের বিভিন্ন দেশজুড়ে চলছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' বিক্ষোভ ৷ সকলের মুখে একটাই স্লোগান 'আমি নিশ্বাস নিতে পারছি না ৷' তবে, বর্ণবিদ্বেষের জেরে আক্রমণ এই প্রথম নয় ৷ বহু দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের বিভিন্ন কারণে আক্রমণের শিকার হতে হয়েছে ৷ ভারতে দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, এই অভিযোগও উঠেছে একাধিকবার ৷ পুরুষতান্ত্রিক সমাজে আক্রমণের শিকার নারীরাও ৷ বিগত কয়েক বছর ধরে সমকামী সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণের ছবিও বার বার উঠে এসেছে শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড় ৷

কোনও ঘটনার পর কিছুদিন সোশাল মিডিয়ায় ও বিশ্বের রাস্তায় রাস্তায় চলে মিছিল, বিক্ষোভ ৷ তারপরই সব ভুলে যায় মানুষ ৷ আবার সাধারণ ছন্দে ফিরতে থাকে সব কিছু ৷ তারপরই জর্জ ফ্লয়েডের মতো মানুষের মৃত্যু মনে করিয়ে দেয় আসলে কিছুই ঠিক হয়নি এখনও ৷ সব রয়েছে আগের মতোই ৷ ক্ষমতার জোরে এখনও পিষে মারা হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষকে ৷ ফের তা-ই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন জর্জ ফ্লয়েড ৷

জর্জ ফ্লয়েডের মৃত্যুর কয়েক দিন পর পুলিশ অফিসার ডেরেক শভিন ও আরও তিন অফিসারকে বরখাস্ত করা হয় ৷ এই ঘটনা শুধুমাত্র মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেনি, মিনেপলিসের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ এছাড়া কৃষ্ণাঙ্গ অ্যামেরিকানদের উপর বর্ণবিদ্বেষের জেরে আক্রমণের উপরও প্রশ্ন তুলতে শুরু করেছে ৷

'আমি নিশ্বাস নিতে পারছি না' স্লোগান এই নতুন নয় ৷ 2014 সালে এরিক গার্নার নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পরও দেওয়া হয়েছিল এই স্লোগান ৷ জর্জ ফ্লয়েড ও এরিক গার্নার দু'জনের মৃত্যুই হয়েছে পুলিশের হাতে ৷ ঘটনাগুলির ফলে হওয়া বিক্ষোভ বুঝিয়ে দেয় আসলে অ্যামেরিকায় কতটা নৃশংস পুলিশ ৷

ঘটনার প্রতিবাদে মৃত বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্টের পুরোনো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁর স্ত্রী ভেনেসা ব্রায়ান্ট ৷ যেখানে দেখা যাচ্ছে, কোবে 'আই কান্ট ব্রিদ' লেখা টি-শার্ট পরে রয়েছেন ৷

2020 সালের মে মাসে মিনেপলিস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেরেক শভিন প্রায় আট মিনিট 46 সেকেন্ড ধরে জর্জ ফ্লয়েডের গলায় পা দিয়ে চেপে ধরে থাকেন ৷ ঘটনায় মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.