ETV Bharat / international

Parag Agarwal becomes Twitter CEO : টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

author img

By

Published : Nov 29, 2021, 10:54 PM IST

Updated : Nov 30, 2021, 10:03 AM IST

সিইও পদ ছাড়লেও সোশ্যাল মাধ্যমটির বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকছেন জ্যাক ডর্সি (Twitter CEO Jack Dorsey resigned) ৷ 2022 তাঁর মেয়াদকাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

Parag Agarwal becomes Twitter CEO
টুইটারের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

সান ফ্রান্সিসকো, 29 নভেম্বর : সরলেন জ্যাক ডর্সি (Jack Dorsey) ৷ টুইটারের নয়া সিইও পদে আসীন হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agarwal becomes New Twitter CEO) ৷ নিজে থেকেই পরাগের জন্য টুইটারের সিইও পদ ছাড়লেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ডর্সি ৷ এর আগে কোম্পানির চিফ টেকনোলজি অফিসার পদে ছিলেন পরাগ (2017 Parag became CTO of Twitter) ৷

সিইও পদ ছাড়লেও সোশ্যাল মাধ্যমটির বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকছেন জ্যাক ডর্সি ৷ 2022 সালে তাঁর মেয়াদকাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷ এক বিবৃতিতে টুইটারের সদ্য-প্রাক্তন সিইও বলেছেন, "আমি পদ ছাড়লাম কারণ প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে এই পদের জন্য অন্য কাউকে আমার যোগ্য মনে হয়েছে ৷"

আরও পড়ুন : Twitter India: টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরলেন মণীশ মাহেশ্বরী

একইসঙ্গে পরাগকে এই পদে বেছে নেওয়ার জন্য তাঁর বিগত দশ বছরের পারফরম্যান্সের উল্লেখ করেছেন ডর্সি ৷ ডর্সি বলেছেন, "আমি ওঁর দক্ষতার ভীষণ অনুরাগী ৷ এবার ওঁর সময় হয়েছে নেতৃত্ব দেওয়ার ৷"

টুইটারের দায়িত্ব নেওয়া ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল-কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো ব্যক্তিত্বদের সঙ্গে একসারিতে রাখছেন। বম্বে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা পরাগ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন( Parag holds a PhD in Computer Science from Stanford University ) ৷ পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রেও পরাগের উত্থান চোখে পড়ার মতো।

এটি অ্যান্ড টি, ইয়াহু এবং মাইক্রোসফ্টে বেশ কিছুটা সময় কাজ করার পর পরাগ ২০১১ সালে টুইটারে যোগ দেন (Parag Agrawal joined Twitter in 2011)। ২০১৮ সালে, তিনি টুইটারের সিটিও পদে বসেন।

সান ফ্রান্সিসকো, 29 নভেম্বর : সরলেন জ্যাক ডর্সি (Jack Dorsey) ৷ টুইটারের নয়া সিইও পদে আসীন হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agarwal becomes New Twitter CEO) ৷ নিজে থেকেই পরাগের জন্য টুইটারের সিইও পদ ছাড়লেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ডর্সি ৷ এর আগে কোম্পানির চিফ টেকনোলজি অফিসার পদে ছিলেন পরাগ (2017 Parag became CTO of Twitter) ৷

সিইও পদ ছাড়লেও সোশ্যাল মাধ্যমটির বোর্ড অফ ডিরেক্টরস পদে থাকছেন জ্যাক ডর্সি ৷ 2022 সালে তাঁর মেয়াদকাল পর্যন্ত এই পদে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷ এক বিবৃতিতে টুইটারের সদ্য-প্রাক্তন সিইও বলেছেন, "আমি পদ ছাড়লাম কারণ প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে এই পদের জন্য অন্য কাউকে আমার যোগ্য মনে হয়েছে ৷"

আরও পড়ুন : Twitter India: টুইটার ইন্ডিয়ার দায়িত্ব থেকে সরলেন মণীশ মাহেশ্বরী

একইসঙ্গে পরাগকে এই পদে বেছে নেওয়ার জন্য তাঁর বিগত দশ বছরের পারফরম্যান্সের উল্লেখ করেছেন ডর্সি ৷ ডর্সি বলেছেন, "আমি ওঁর দক্ষতার ভীষণ অনুরাগী ৷ এবার ওঁর সময় হয়েছে নেতৃত্ব দেওয়ার ৷"

টুইটারের দায়িত্ব নেওয়া ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল-কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো ব্যক্তিত্বদের সঙ্গে একসারিতে রাখছেন। বম্বে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা পরাগ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন( Parag holds a PhD in Computer Science from Stanford University ) ৷ পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রেও পরাগের উত্থান চোখে পড়ার মতো।

এটি অ্যান্ড টি, ইয়াহু এবং মাইক্রোসফ্টে বেশ কিছুটা সময় কাজ করার পর পরাগ ২০১১ সালে টুইটারে যোগ দেন (Parag Agrawal joined Twitter in 2011)। ২০১৮ সালে, তিনি টুইটারের সিটিও পদে বসেন।

Last Updated : Nov 30, 2021, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.