ETV Bharat / international

কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার পাকিস্তান ও চিনের চেষ্টা বিফলে - india

370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই দাবি অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠক হয় গতকাল সন্ধ্যায় ৷ তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয়
author img

By

Published : Aug 17, 2019, 4:16 PM IST

নিউ ইয়র্ক, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই দাবি অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠক হয় গতকাল সন্ধ্যায় ৷ তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

বৈঠকের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ এরকম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সংশ্লিষ্ট প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের কমপক্ষে 9টি সদস্য রাষ্ট্রের দ্বারা গৃহীত হতে হয় ৷ এক্ষেত্রে চিন পাশে দাঁড়ালেও নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সমর্থন টানতে ব্যর্থ হয় পাকিস্তান ৷ এরপর জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের বিষয়ে "রুদ্ধদ্বার আলোচনা"-র জন্য গতকাল নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন ৷

সূত্রের খবর, রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন জানায় গ্রেট ব্রিটেন । অবশ্য নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় ।

এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । পোল্যান্ডের বিদেশ মন্ত্রী বলেন, "কীভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে পোল্যান্ড ৷ এক্ষেত্রে উভয় দেশের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখা হবে ৷ উভয় দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়েই তার সমাধান সম্ভব ৷" পোল্যান্ডের এই বিবৃতি পাকিস্তানের কাছে বড় ধাক্কা ছিল ।

5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । এর পর থেকেই এই বিষয়টি হজম না করতে পেরে পাকিস্তান ও চিন বিভিন্ন পদক্ষেপ করছে ।

নিউ ইয়র্ক, 17 অগাস্ট : 370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই দাবি অনুযায়ী রুদ্ধদ্বার বৈঠক হয় গতকাল সন্ধ্যায় ৷ তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় ।

বৈঠকের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদে চিঠি দেয় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ এরকম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সংশ্লিষ্ট প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের কমপক্ষে 9টি সদস্য রাষ্ট্রের দ্বারা গৃহীত হতে হয় ৷ এক্ষেত্রে চিন পাশে দাঁড়ালেও নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের সমর্থন টানতে ব্যর্থ হয় পাকিস্তান ৷ এরপর জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের বিষয়ে "রুদ্ধদ্বার আলোচনা"-র জন্য গতকাল নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন ৷

সূত্রের খবর, রুদ্ধদ্বার আলোচনায় পাকিস্তান ও চিনের জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দাবি সমর্থন জানায় গ্রেট ব্রিটেন । অবশ্য নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ কাশ্মীর ইশুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইশু বলে জানায় । আর এর জেরে জম্মু ও কাশ্মীর ইশুকে আন্তর্জাতিক করার চেষ্টা বিফল হয় ।

এর আগে 370 ধারা নিয়ে ভারতকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দেশ পোল্যান্ডের কাছে ধাক্কা খায় পাকিস্তান । পোল্যান্ডের বিদেশ মন্ত্রী বলেন, "কীভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে পোল্যান্ড ৷ এক্ষেত্রে উভয় দেশের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখা হবে ৷ উভয় দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়েই তার সমাধান সম্ভব ৷" পোল্যান্ডের এই বিবৃতি পাকিস্তানের কাছে বড় ধাক্কা ছিল ।

5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । এর পর থেকেই এই বিষয়টি হজম না করতে পেরে পাকিস্তান ও চিন বিভিন্ন পদক্ষেপ করছে ।

Sikar (Rajasthan), Aug 17 (ANI): The state of Rajasthan has been receiving heavy rainfall since many days. The incessant rains have badly affected life of locals. It has lead to waterlogging situation in the district. Flood-situation has continuing following heavy rainfall in the region. The Indian Meteorological Department has warned of cloudy sky with thunderstorms and moderate to heavy rainfall in several parts of the state.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.