ETV Bharat / international

খতম লাদেন-পুত্র হামজ়া - Al-Qaeda

গতকাল অ্যামেরিকার তরফে জানানো হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজ়া বিন লাদেনকে খতম করা হয়েছে ৷ ওসামা বিন লাদেনের 20 জন সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷ ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 1, 2019, 8:52 AM IST

Updated : Aug 1, 2019, 10:14 AM IST

ওয়াশিংটন, 1 অগাস্ট : খতম ওসামা বিন লাদেনের পুত্র হামজ়া বিন লাদেন ৷ গতকাল অ্যামেরিকার তরফে একথা জানানো হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত মৃত্যুর সময় ও জায়গা সম্পর্কিত কোনও তথ্য তারা জানানো হয়নি ৷

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অ্যামেরিকার তিনজন প্রশাসনিক আধিকারিক হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ তবে জায়গা ও সময় সম্পর্কিত কোনও তথ্য তাঁরা দেননি ৷ যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না ৷"

ওসামা বিন লাদেনের 20 জন সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ ধীরে ধীরে আল কায়দার নেতা হয়ে উঠছিল ৷ একটি ভিডিয়োতেও হামজ়াকে অ্যামেরিকা ও অন্যান্য দেশের উপর আক্রমণের কথা বলতে দেখা যায় ৷ সেই ভিডিয়োতে 2011 সালে পাকিস্তানে তার বাবার মৃত্যুর বদলার কথা বলেছিল ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷

অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেখানেই প্রশিক্ষণ চলছিল হামজ়ার ৷ এছাড়া ইরানে আল কায়দার একজন বর্ষীয়ান সদস্যের মেয়ের সঙ্গে তার বিয়ের ভিডিয়ো খুঁজে পায় অ্যামেরিকার সেনা ৷ প্রাথমিক সূত্রে খবর আসে, ইরানে গৃহবন্দী ছিল হামজ়া ৷ পরে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাকিস্তান,আফগানিস্তান ও সিরিয়ায় তার অবাধ বিচরণ ছিল ৷ 9/11-এর হামলার আগে আফগানিস্তানে বাবার পাশে থেকেই অস্ত্র পরিচালনা শিখেছিল হামজ়া ৷ সেইসময় প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে অ্যামেরিকা, ইহুদি, ক্রুসেডার-দের বিরুদ্ধে একাধিক ভিডিয়ো বার্তা দেওয়া শুরু করে ৷

2016 সালে আল কায়দা একটি ভিডিয়ো বার্তা দেয় ৷ যেখানে দেখা যায়, হামজ়া ISIS ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ৷ বলে, গোটা বিশ্ব এখন মুসলিম বিরোধিতায় সরব হয়েছে ৷ তাই সবাই এখন একত্রিত হও ৷"এছাড়াও একাধিক ভিডিয়োতে সৌদি আরবের যুবকদের রাজশাসন উৎখাত করে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আল কায়দায় নাম লেখানোর বার্তা দেয় হামজ়া ৷

ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল ৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷ এর জেরে 2017 সালে তাকে কালো তালিকাভুক্ত করে অ্যামেরিকা ৷

ওয়াশিংটন, 1 অগাস্ট : খতম ওসামা বিন লাদেনের পুত্র হামজ়া বিন লাদেন ৷ গতকাল অ্যামেরিকার তরফে একথা জানানো হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত মৃত্যুর সময় ও জায়গা সম্পর্কিত কোনও তথ্য তারা জানানো হয়নি ৷

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল অ্যামেরিকার তিনজন প্রশাসনিক আধিকারিক হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ তবে জায়গা ও সময় সম্পর্কিত কোনও তথ্য তাঁরা দেননি ৷ যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না ৷"

ওসামা বিন লাদেনের 20 জন সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ ধীরে ধীরে আল কায়দার নেতা হয়ে উঠছিল ৷ একটি ভিডিয়োতেও হামজ়াকে অ্যামেরিকা ও অন্যান্য দেশের উপর আক্রমণের কথা বলতে দেখা যায় ৷ সেই ভিডিয়োতে 2011 সালে পাকিস্তানে তার বাবার মৃত্যুর বদলার কথা বলেছিল ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷

অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেখানেই প্রশিক্ষণ চলছিল হামজ়ার ৷ এছাড়া ইরানে আল কায়দার একজন বর্ষীয়ান সদস্যের মেয়ের সঙ্গে তার বিয়ের ভিডিয়ো খুঁজে পায় অ্যামেরিকার সেনা ৷ প্রাথমিক সূত্রে খবর আসে, ইরানে গৃহবন্দী ছিল হামজ়া ৷ পরে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাকিস্তান,আফগানিস্তান ও সিরিয়ায় তার অবাধ বিচরণ ছিল ৷ 9/11-এর হামলার আগে আফগানিস্তানে বাবার পাশে থেকেই অস্ত্র পরিচালনা শিখেছিল হামজ়া ৷ সেইসময় প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে অ্যামেরিকা, ইহুদি, ক্রুসেডার-দের বিরুদ্ধে একাধিক ভিডিয়ো বার্তা দেওয়া শুরু করে ৷

2016 সালে আল কায়দা একটি ভিডিয়ো বার্তা দেয় ৷ যেখানে দেখা যায়, হামজ়া ISIS ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ৷ বলে, গোটা বিশ্ব এখন মুসলিম বিরোধিতায় সরব হয়েছে ৷ তাই সবাই এখন একত্রিত হও ৷"এছাড়াও একাধিক ভিডিয়োতে সৌদি আরবের যুবকদের রাজশাসন উৎখাত করে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আল কায়দায় নাম লেখানোর বার্তা দেয় হামজ়া ৷

ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল ৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷ এর জেরে 2017 সালে তাকে কালো তালিকাভুক্ত করে অ্যামেরিকা ৷


Lucknow (Uttar Pradesh), July 31 (ANI): While speaking to ANI on Unnao rape case victim's accident, former chief minister of Uttar Pradesh and Samajwadi Party (SP) Chief Akhilesh Yadav said, "Yesterday, I met the family (Unnao rape survivor's family) and they are in immense pain. They do not believe the administration anymore because they have struggled since day one and now they want justice. We are hopeful that government will give them justice.
Last Updated : Aug 1, 2019, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.