ETV Bharat / international

NRC-CAA প্রভাব ফেলতে পারে ভারতের সংখ্যালঘুদের উপর, বলছে অ্যামেরিকার রিপোর্ট - NRC ও CAA

18 ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, স্বাধীন ভারতে ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে মানদণ্ড করা হচ্ছে ৷

inage
মার্কিন কংগ্রেস
author img

By

Published : Dec 27, 2019, 2:31 PM IST

দিল্লি, 27 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জি (NRC)-র প্রভাব পড়তে পারে ভারতে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ৷ এমনটাই মনে করছে মার্কিন কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক ৷ কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর ৷

18 ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, স্বাধীন ভারতে ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে মানদণ্ড করা হয়েছে ৷

11 ডিসেম্বর পার্লামেন্টে নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 পাশ হয় ৷ এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ছয়টি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করে ৷ তবে তাদের ছয় বছর ভারতে বসবাস করার প্রমাণপত্র দেখাতে হবে । অর্থাৎ তাঁদের 31 ডিসেম্বর, 2014-র আগে থেকে ভারতে বসবাস করতে হবে ।

CRS একটি সাময়িক রিপোর্ট তৈরি করেছে ৷ যদিও এটি কোনও ভাবেই মার্কিন কংগ্রেসের অফিশিয়াল রিপোর্ট বলে গণ্য করা হচ্ছে না ৷

দিল্লি, 27 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জি (NRC)-র প্রভাব পড়তে পারে ভারতে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ৷ এমনটাই মনে করছে মার্কিন কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক ৷ কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর ৷

18 ডিসেম্বর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, স্বাধীন ভারতে ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় পরিচয়কে মানদণ্ড করা হয়েছে ৷

11 ডিসেম্বর পার্লামেন্টে নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019 পাশ হয় ৷ এই আইনের ফলে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ছয়টি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করে ৷ তবে তাদের ছয় বছর ভারতে বসবাস করার প্রমাণপত্র দেখাতে হবে । অর্থাৎ তাঁদের 31 ডিসেম্বর, 2014-র আগে থেকে ভারতে বসবাস করতে হবে ।

CRS একটি সাময়িক রিপোর্ট তৈরি করেছে ৷ যদিও এটি কোনও ভাবেই মার্কিন কংগ্রেসের অফিশিয়াল রিপোর্ট বলে গণ্য করা হচ্ছে না ৷

Mumbai, Dec 27 (ANI): Bollyood actor Varun Dhawan was seen at airport in Mumbai on December 26. He was spotted along with his girlfriend Natasha Dalal. Actresses Kiara Advani and Parineeti Chopra were also caught by cameras at the airport. Kiara Advani was seen clicking selfies with fans. Parineeti Chopra was looking graceful in black denims paired with beige long overcoat. Kiara was seen wearing white denims with brown boots.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.