ETV Bharat / international

ইরাকে সেনা সরানো নিয়ে সিদ্ধান্ত হয়নি, অবস্থান স্পষ্ট অ্যামেরিকার প্রতিরক্ষা সচিবের

এসপার বলেন,''ইরাক থেকে সেনা সরানোর কোনওরকম সিদ্ধান্তই হয়নি ৷ ''

ইরাকে সেনা সরানো নিয়ে সিদ্ধান্ত হয়নি, অবস্থান স্পষ্ট অ্যামেরিকার প্রতিরক্ষা সচিবের
ইরাকে সেনা সরানো নিয়ে সিদ্ধান্ত হয়নি, অবস্থান স্পষ্ট অ্যামেরিকার প্রতিরক্ষা সচিবের
author img

By

Published : Jan 7, 2020, 8:20 AM IST

ওয়াশিংটন, 7 জানুয়ারি : ইরাক থেকে সেনা সরানোর প্রশ্নই নেই ৷ এই নিয়ে অ্যামেরিকা কোনওরকম সিদ্ধান্ত নেয়নি ৷ অ্যামেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার স্পষ্ট জানালেন এমনই ৷

এসপার বলেন,''ইরাক থেকে সেনা সরানোর কোনওরকম সিদ্ধান্তই হয়নি ৷ '' বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমে অ্যামেরিকার সেনা সরানোর খবর ছড়িয়ে পড়েছিল৷ বলা হয়েছিল অ্যামেরিকার কমান্ডারের তরফে চিঠিও দেওয়া হয়েছে ৷ গ্রিন জ়োনে কপ্টার চক্কর দিচ্ছে ৷ কপ্টারের সংখ্যা বেড়েছে চিঠিতে এমনও লেখা রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল ৷ সেই প্রসঙ্গেই সরব হন এসপার ৷

ইরানের কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যুর পর থেকে অ্যামেরিকার দূতাবাস ও সম্পত্তি নষ্ট করার কথা বলছে ইরান ৷ এদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হবে সেদেশকে ৷ ইরাকের সংসদে অ্যামেরিকা সহ অন্য দেশের বাহিনীকে সরিয়ে নেওয়া সংক্রান্ত একটি রেজ়োলিউশনও পাশ হয়েছে ৷

যদিও ইরানকে গুরুত্ব দিতে নারাজ অ্যামেরিকা ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি টুইটে স্পষ্ট করেছেন ইরান কখনওই পারমাণবিক অস্ত্রধর হতে পারবে না ৷ 2015 সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং অ্যামেরিকা । সেই চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ,অ্যামেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশ ।

এই চুক্তির ফলে এক দিকে হাঁফ ছেড়ে বাঁচে অ্যামেরিকা-সহ পশ্চিমি দুনিয়া, তেমনই দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পায় ইরানও । যদিও ওবামার পদক্ষেপ ভুল বলে চুক্তি থেকে পরবর্তীতে সরে আসে ট্রাম্প প্রশাসন ৷ এই প্রেক্ষিতে ইরাকের সংসদ থেকে এ দেশ থেকে অ্যামেরিকার সেনাবাহিনীকে বহিষ্কার করার আহ্বান জানানো হয় ৷ কিন্তু সেনা সরানোর প্রশ্নে অ্যামেরিকার অবস্থান আবারও স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ৷

ওয়াশিংটন, 7 জানুয়ারি : ইরাক থেকে সেনা সরানোর প্রশ্নই নেই ৷ এই নিয়ে অ্যামেরিকা কোনওরকম সিদ্ধান্ত নেয়নি ৷ অ্যামেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এসপার স্পষ্ট জানালেন এমনই ৷

এসপার বলেন,''ইরাক থেকে সেনা সরানোর কোনওরকম সিদ্ধান্তই হয়নি ৷ '' বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমে অ্যামেরিকার সেনা সরানোর খবর ছড়িয়ে পড়েছিল৷ বলা হয়েছিল অ্যামেরিকার কমান্ডারের তরফে চিঠিও দেওয়া হয়েছে ৷ গ্রিন জ়োনে কপ্টার চক্কর দিচ্ছে ৷ কপ্টারের সংখ্যা বেড়েছে চিঠিতে এমনও লেখা রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল ৷ সেই প্রসঙ্গেই সরব হন এসপার ৷

ইরানের কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যুর পর থেকে অ্যামেরিকার দূতাবাস ও সম্পত্তি নষ্ট করার কথা বলছে ইরান ৷ এদিকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরান যদি অ্যামেরিকার কোনও দপ্তর বা কোনও আধিকারিকের উপর হামলা করে তাহলে চরম সংকটে পড়তে হবে সেদেশকে ৷ ইরাকের সংসদে অ্যামেরিকা সহ অন্য দেশের বাহিনীকে সরিয়ে নেওয়া সংক্রান্ত একটি রেজ়োলিউশনও পাশ হয়েছে ৷

যদিও ইরানকে গুরুত্ব দিতে নারাজ অ্যামেরিকা ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি টুইটে স্পষ্ট করেছেন ইরান কখনওই পারমাণবিক অস্ত্রধর হতে পারবে না ৷ 2015 সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং অ্যামেরিকা । সেই চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ,অ্যামেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশ ।

এই চুক্তির ফলে এক দিকে হাঁফ ছেড়ে বাঁচে অ্যামেরিকা-সহ পশ্চিমি দুনিয়া, তেমনই দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পায় ইরানও । যদিও ওবামার পদক্ষেপ ভুল বলে চুক্তি থেকে পরবর্তীতে সরে আসে ট্রাম্প প্রশাসন ৷ এই প্রেক্ষিতে ইরাকের সংসদ থেকে এ দেশ থেকে অ্যামেরিকার সেনাবাহিনীকে বহিষ্কার করার আহ্বান জানানো হয় ৷ কিন্তু সেনা সরানোর প্রশ্নে অ্যামেরিকার অবস্থান আবারও স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার ৷

Mumbai, Jan 07 (ANI): Bollywood movie director Anurag Kashyap joined students' protest against the Jawaharlal Nehru University (JNU) violence. While interacting with mediapersons lambasted at Centre and said, "This government is controlling the police, it has only one ambition that is to win elections, it is working of itself not for citizens. He also asserted that the incidents which are taking place in Delhi are just because of upcoming assembly elections there.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.