ওয়াশিংটন, 19 ফেব্রুয়ারি: মঙ্গলের মাটিতে পা রাখল নাসার রোভার পার্সিভিয়ারেন্স । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মার্টিয়ান আকাশের মধ্যে গিয়ে এগিয়ে গিয়ে লালগ্রহে ঐতিহাসিক অবতরণ করে এই মঙ্গলযান । খবরটি ঘোষণা করে এই প্রক্রিয়াকে সাংঘাতিক বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। ফলে মঙ্গলের পাথর নিয়ে আসা ও প্রাণের অস্তিত্ব খোঁজার প্রচেষ্টায় আরও এক ধাপ অগ্রগতি হল ।
টেকঅফের প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসার পার্সিভিয়ারেন্স । এই নিয়ে নাসার পাঁচটি রোভার মঙ্গলগ্রহের মাটি ছুঁল । এর আগে মঙ্গলে পা রেখেছে সোজার্নার, যজম রোভার স্পিরিট ও অপরচুনিটি এবং কিউরিয়োসিটি ।
ফ্লাইট কন্ট্রোলার স্বাতী মোহন এ দিন ঘোষণা করেন, ''মাটি ছোঁয়ার খবর নিশ্চিত! পার্সিভিয়ারেন্স নিরাপদেই মঙ্গলের মাটিতে নেমেছে ।'' পারসিভিয়ারেন্স মঙ্গলে অবতরণের পর নাসার পক্ষ থেকে জানানো হয়, ''ঐতিহাসিক অভিযানে আগামী কয়েক বছরে মঙ্গলের প্রাচীন মাইক্রোবিয়াল জীবনের চিহ্ন খুঁজে বেড়াবে পারসিভিয়ারেন্স । মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে যাতে মানব পরিদর্শকের যাওয়ার পথ প্রশস্ত হয় ।''
1965 সালের পর থেকে অ্যামেরিকার 20টি মঙ্গল অভিযানের মধ্য়ে পারসিভিয়ারেন্স সবচেয়ে বেশি আশা জাগাচ্ছে বলেও জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা ।
-
Behold! @NASAPersevere's first image after completing her #CountdownToMars: pic.twitter.com/pBFNk62zfi
— NASA (@NASA) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Behold! @NASAPersevere's first image after completing her #CountdownToMars: pic.twitter.com/pBFNk62zfi
— NASA (@NASA) February 18, 2021Behold! @NASAPersevere's first image after completing her #CountdownToMars: pic.twitter.com/pBFNk62zfi
— NASA (@NASA) February 18, 2021
আরও পড়ুন: বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ দিল NASA
পারসিভিয়ারেন্সের অবতরণের পরই আনন্দে ফেটে পড়েন নাসার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা । ''সাত মিনিটের আতঙ্ক'' কাটিয়ে স্বস্তির শ্বাস ফেলেন তাঁরা । গত এক সপ্তাহের মধ্য়ে এই নিয়ে তৃতীয় পরিদর্শনের সাক্ষী লাল গ্রহ। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ও চিনের বিমান দুটি সফলভাবে মঙ্গলের অক্ষে ঢুকে পড়েছে ।
পারসিভিয়ারেন্সে রয়েছে 25টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন । মঙ্গলে পৌঁছেই প্রথম ছবি পাঠিয়েছে এই রোভার । পার্সি নামের এই রোভার তার 7 ফিট লম্বা হাত প্রসারিত করে মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করবে।