ETV Bharat / international

"হ্যালো বিক্রম": চেষ্টা চালাচ্ছে NASA - bengaluru

বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ময়দানে নামল অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA৷ ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA ৷

ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA
author img

By

Published : Sep 12, 2019, 5:23 PM IST

দিল্লি, 12 সেপ্টেম্বর : এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে । ISRO-র তরফে জানানো হয়েছে, বিক্রমের সঙ্গে তারা সংযোগ স্থাপনের সমস্তরকম চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু এখনও যোগাযোগ করা যায়নি ৷ এ বার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ময়দানে নামল অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA৷

ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA ৷ অস্ট্রেলিয়ার ক্যানবেরা, স্পেনের মাদ্রিদ ও অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যান্টেনার সাহায্যে এই সিগনাল পাঠানো হচ্ছে । NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরি রেডিয়ো ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । NASA জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ৷ ISRO-র সঙ্গে চুক্তির ভিত্তিতে এই চেষ্টা করছে NASA ৷

ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA
ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA

ভারতের চন্দ্রাভিযান নিয়ে NASA প্রথম থেকেই উৎসাহী ৷ NASA-র আশা, চন্দ্রযান-2 এর অরবিটার চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য পাঠাবে ৷ যেহেতু অরবিটারটিতে অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে, তাই তার পক্ষে চাঁদের স্পষ্ট ছবি পাঠানোর সম্ভাবনা বেশি৷ যা পরবর্তীতে NASA-কে তাদের অভিযান ও গবেষণায় সাহায্য করবে ।

দিল্লি, 12 সেপ্টেম্বর : এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে । ISRO-র তরফে জানানো হয়েছে, বিক্রমের সঙ্গে তারা সংযোগ স্থাপনের সমস্তরকম চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু এখনও যোগাযোগ করা যায়নি ৷ এ বার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ময়দানে নামল অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA৷

ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA ৷ অস্ট্রেলিয়ার ক্যানবেরা, স্পেনের মাদ্রিদ ও অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যান্টেনার সাহায্যে এই সিগনাল পাঠানো হচ্ছে । NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরি রেডিয়ো ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে । NASA জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ৷ ISRO-র সঙ্গে চুক্তির ভিত্তিতে এই চেষ্টা করছে NASA ৷

ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA
ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠিয়েছে NASA

ভারতের চন্দ্রাভিযান নিয়ে NASA প্রথম থেকেই উৎসাহী ৷ NASA-র আশা, চন্দ্রযান-2 এর অরবিটার চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য পাঠাবে ৷ যেহেতু অরবিটারটিতে অত্যাধুনিক যন্ত্রাংশ রয়েছে, তাই তার পক্ষে চাঁদের স্পষ্ট ছবি পাঠানোর সম্ভাবনা বেশি৷ যা পরবর্তীতে NASA-কে তাদের অভিযান ও গবেষণায় সাহায্য করবে ।

Mumbai, Sep 12 (ANI): Aarti of Lord Ganesha was performed at Lalbaugcha Raja in Mumbai. Ganpati idols immersion will take place today. Sea of devotees came out on road with the idols of Lord Ganesha for immersion. 10-day long Ganesh Chaturthi festival started on September 02.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.