ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি: মঙ্গল গ্রহের প্রথম অডিয়ো প্রকাশ করল নাসা । মার্কিন মহাকাশ সংস্থার পাঠানো রোভার পারসিভিয়ারেন্স লাল গ্রহের হাওয়ার অডিয়ো রেকর্ড করে পাঠিয়েছে । শুধু তাই নয়, মঙ্গলে রোভারের অবতরণের প্রথম ভিডিয়োও প্রকাশ করেছে নাসা ।
মঙ্গলে অবতরণের পরই কাজ করা শুরু করেছে রোভারের মাইক্রোফোন । নাসার ইঞ্জিনিয়াররা একটি ছোট রেকর্ডিং করেছেন । পারসিভিয়ারেন্সের ক্য়ামেরা ও মাইক্রোফোনের শীর্ষ ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল জানিয়েছেন, ''ওই 10 সেকেন্ডে যেটা শুনলেন, সেটা আসলে মাইক্রোফোনে রেকর্ড করা মঙ্গলের পৃষ্ঠের সঙ্গে হাওয়ার ধাক্কার আওয়াজ । সেটা পৃথিবীতে আমাদের কাছে পাঠানো হয়েছে ।''
-
Your front-row seat to my Mars landing is here. Watch how we did it.#CountdownToMars pic.twitter.com/Avv13dSVmQ
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Your front-row seat to my Mars landing is here. Watch how we did it.#CountdownToMars pic.twitter.com/Avv13dSVmQ
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021Your front-row seat to my Mars landing is here. Watch how we did it.#CountdownToMars pic.twitter.com/Avv13dSVmQ
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021
এ ছাড়াও 3 মিনিট 25 সেকেন্ডের হাই-রেজ়োলিউশনের ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে তাপনিরোধক শিল্ড রোভারকে সুরক্ষা দিচ্ছে আর বিরাট লাল-সাদা প্যারাশুট রাখা আছে । ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে রোভারের মঙ্গলের মাটি ছোঁয়ার দৃশ্যও দেখা গিয়েছে ভিডিয়োতে ।
-
Now that you’ve seen Mars, hear it. Grab some headphones and listen to the first sounds captured by one of my microphones. 🎧https://t.co/JswvAWC2IP#CountdownToMars
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Now that you’ve seen Mars, hear it. Grab some headphones and listen to the first sounds captured by one of my microphones. 🎧https://t.co/JswvAWC2IP#CountdownToMars
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021Now that you’ve seen Mars, hear it. Grab some headphones and listen to the first sounds captured by one of my microphones. 🎧https://t.co/JswvAWC2IP#CountdownToMars
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) February 22, 2021
নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির অধিকর্তা মাইকেল ওয়াটকিংস জানিয়েছেন, ''মঙ্গলে অবতরণের ছবি এই প্রথমবার আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি ।'' রোভারটি প্রত্যাশামতোই কাজ করছে বলে জানিয়েছেন পারসিভিয়ারেন্সের সারফেস মিশন ম্যানেজার জেসিকা স্যামুয়েলস । তিনি বলেছেন, ''আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পারসিভিয়ারেন্সের স্বাস্থ্য ভালো আছে এবং আমরা যেমনটা পরিকল্পনা করেছিলাম, সেভাবেই সেটি কাজ করছে ।''
আরও পড়ুন: আতঙ্ক কাটিয়ে মঙ্গলের মাটিতে নাসার পার্সি, পাঠাল প্রথম ছবি
গত 19 ফেব্রুয়ারি মঙ্গলের মাটিতে পা রাখে নাসার রোভার পার্সিভিয়ারেন্স । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মার্টিয়ান আকাশের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে লালগ্রহে ঐতিহাসিক অবতরণ করে এই মঙ্গলযান । খবরটি ঘোষণা করে এই প্রক্রিয়াকে সাংঘাতিক বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা । ফলে মঙ্গলের পাথর নিয়ে আসা ও প্রাণের অস্তিত্ব খোঁজার প্রচেষ্টায় আরও এক ধাপ অগ্রগতি হল ।
টেকঅফের প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসার পার্সিভিয়ারেন্স । এই নিয়ে নাসার পাঁচটি রোভার মঙ্গলগ্রহের মাটি ছুঁল । এর আগে মঙ্গলে পা রেখেছে সোজার্নার, যজম রোভার স্পিরিট ও অপরচুনিটি এবং কিউরিয়োসিটি ।