ETV Bharat / international

মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়াল নাসা - হেলিকপ্টার

মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়ালেন নাসার বিজ্ঞানীরা ৷ 1 কিলো 800 গ্রাম ওজনের এই প্রতীকী হেলিকপ্টারটির নাম ‘ইনজেনিউইটি’ ৷ এই অভিযানে নাসার খরচ হয়েছে 8 কোটি 50 লাখ মার্কিন ডলার ৷

NASA Mars helicopter takes flight, 1st for another planet
মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়াল নাসা
author img

By

Published : Apr 19, 2021, 6:55 PM IST

কেপ ক্য়ানাভেরাল (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 এপ্রিল : মঙ্গলের আকাশে নয়া সাফল্যের নজির গড়ল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা ৷ লাল গ্রহের লাল মাটিতে ধুলো উড়িয়ে ভেসে উঠল তাদের তৈরি খুদে হেলিকপ্টার ৷ এই প্রথম পৃথিবীর বাইরে কোনও গ্রহে সফলভাবে হেলিকপ্টার চালাতে সক্ষম হল মানুষ ৷

মানুষ যখন প্রথমবার উড়ান শুরু করেছিল, তার থেকে কম রোমাঞ্চকর ছিল না নাসার এই অভিযান ৷ তবে মঙ্গলে যে হেলিকপ্টারটি উড়িয়েছেন নাসার বিজ্ঞানীরা, সেটিকে দেখতে আমাদের চেনা হেলিকপ্টারের মতো নয় মোটেই ৷ আকারেও অতটা বড় নয় সেটি ৷ বরং মঙ্গলের জন্য তৈরি এই হেলিকপ্টার দেখতে অনেকটা ড্রোনের মতো ৷ ওজন মাত্র 1 কিলো 800 গ্রাম ৷ যার পোশাকি নাম ‘ইনজেনুইটি’ ৷

আরও পড়ুন : মঙ্গলগ্রহে প্রথমবার হেলিকপ্টার ওড়ানোর পরিকল্পনা পিছিয়ে দিল নাসা

স্বাভাবিকভাবেই মঙ্গলের আকাশে উড়ে বেড়ানো এই হেলিকপ্টারের চালক ছিলেন না ৷ পাইলট বসেছিলেন এই পৃথিবীতেই ৷ চিফ পাইলট হাভার্ড গ্রিপ জানিয়েছেন, ‘‘উচ্চতা সংক্রান্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, তা থেকেই এটা স্পষ্ট যে ইনজেনুইটি তার প্রথম উড়ান সফলভাবেই সেরেছে ৷ এই প্রথম পৃথিবীর বাইরে কোনও গ্রহে মানুষ এভাবে হেলিকপ্টার চালাল ৷’’

প্রসঙ্গত, আকারে ছোট হলেও ইনজেনুইটিকে মঙ্গলের আকাশে ওড়াতে কম রেস্ত খরচ হয়নি নাসার ৷ খসাতে হয়েছে 8 কোটি 50 লাখ মার্কিন ডলার ৷

কেপ ক্য়ানাভেরাল (মার্কিন যুক্তরাষ্ট্র), 19 এপ্রিল : মঙ্গলের আকাশে নয়া সাফল্যের নজির গড়ল মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা ৷ লাল গ্রহের লাল মাটিতে ধুলো উড়িয়ে ভেসে উঠল তাদের তৈরি খুদে হেলিকপ্টার ৷ এই প্রথম পৃথিবীর বাইরে কোনও গ্রহে সফলভাবে হেলিকপ্টার চালাতে সক্ষম হল মানুষ ৷

মানুষ যখন প্রথমবার উড়ান শুরু করেছিল, তার থেকে কম রোমাঞ্চকর ছিল না নাসার এই অভিযান ৷ তবে মঙ্গলে যে হেলিকপ্টারটি উড়িয়েছেন নাসার বিজ্ঞানীরা, সেটিকে দেখতে আমাদের চেনা হেলিকপ্টারের মতো নয় মোটেই ৷ আকারেও অতটা বড় নয় সেটি ৷ বরং মঙ্গলের জন্য তৈরি এই হেলিকপ্টার দেখতে অনেকটা ড্রোনের মতো ৷ ওজন মাত্র 1 কিলো 800 গ্রাম ৷ যার পোশাকি নাম ‘ইনজেনুইটি’ ৷

আরও পড়ুন : মঙ্গলগ্রহে প্রথমবার হেলিকপ্টার ওড়ানোর পরিকল্পনা পিছিয়ে দিল নাসা

স্বাভাবিকভাবেই মঙ্গলের আকাশে উড়ে বেড়ানো এই হেলিকপ্টারের চালক ছিলেন না ৷ পাইলট বসেছিলেন এই পৃথিবীতেই ৷ চিফ পাইলট হাভার্ড গ্রিপ জানিয়েছেন, ‘‘উচ্চতা সংক্রান্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, তা থেকেই এটা স্পষ্ট যে ইনজেনুইটি তার প্রথম উড়ান সফলভাবেই সেরেছে ৷ এই প্রথম পৃথিবীর বাইরে কোনও গ্রহে মানুষ এভাবে হেলিকপ্টার চালাল ৷’’

প্রসঙ্গত, আকারে ছোট হলেও ইনজেনুইটিকে মঙ্গলের আকাশে ওড়াতে কম রেস্ত খরচ হয়নি নাসার ৷ খসাতে হয়েছে 8 কোটি 50 লাখ মার্কিন ডলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.