ETV Bharat / international

যেতে চান মঙ্গলে? টিকিট দিচ্ছে NASA - MARS

মঙ্গল-যাত্রার টিকিট কাটতে নাম নথিভুক্ত করতে হবে NASA-র সাইটে

মঙ্গলে যাওয়ার টিকিট দিচ্ছে নাসা
author img

By

Published : May 28, 2019, 9:37 AM IST

Updated : May 28, 2019, 11:02 AM IST

নাসা, 28 মে : নজরে 2020 । মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল NASA । এ বার লালগ্রহে যাওয়ার টিকিট বিলি শুরু করল তারা । মার্স 2020 রোভার নামের নভোযানে ‘চড়ে’ মঙ্গলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অ্যামেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থা । আর সে জন্য কাটতে হবে টিকিট । যদিও টিকিটের জন্য পকেটের একটি কড়িও খরচ করতে হবে না, পুরোপুরি বিনা পয়সায় পাওয়া যাচ্ছে এই টিকিট ।

মঙ্গল-যাত্রার টিকিট কাটতে নাম নথিভুক্ত করতে হবে NASA সাইটে । সেটি হল, mars.nasa.gov/participate/send-your-name/mars2020 । নাম নথিভুক্ত খুবই সহজ প্রক্রিয়া । সাইটে গিয়ে নির্ধারিত জায়গায় নামের প্রথম অংশ, নামের শেষাংশ, দেশের নাম, ডাকঘর ও ইমেল দিতে হবে। এরপর ‘সেন্ড মাই নেইম টু মার্স’ (মঙ্গলে আমার নাম পাঠাও) ঘরে ক্লিক করতে হবে।

তা হলেই ‘মঙ্গলবাসী’ হয়ে যাবেন আপনি । মহাকাশ অভিযানকে আরও জনপ্রিয় করতে এবং মহাশূন্য বিষয়ে সাধারণ মানুষকে কৌতূহলী করে তুলতে NASA-এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।

নাসা, 28 মে : নজরে 2020 । মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল NASA । এ বার লালগ্রহে যাওয়ার টিকিট বিলি শুরু করল তারা । মার্স 2020 রোভার নামের নভোযানে ‘চড়ে’ মঙ্গলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অ্যামেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থা । আর সে জন্য কাটতে হবে টিকিট । যদিও টিকিটের জন্য পকেটের একটি কড়িও খরচ করতে হবে না, পুরোপুরি বিনা পয়সায় পাওয়া যাচ্ছে এই টিকিট ।

মঙ্গল-যাত্রার টিকিট কাটতে নাম নথিভুক্ত করতে হবে NASA সাইটে । সেটি হল, mars.nasa.gov/participate/send-your-name/mars2020 । নাম নথিভুক্ত খুবই সহজ প্রক্রিয়া । সাইটে গিয়ে নির্ধারিত জায়গায় নামের প্রথম অংশ, নামের শেষাংশ, দেশের নাম, ডাকঘর ও ইমেল দিতে হবে। এরপর ‘সেন্ড মাই নেইম টু মার্স’ (মঙ্গলে আমার নাম পাঠাও) ঘরে ক্লিক করতে হবে।

তা হলেই ‘মঙ্গলবাসী’ হয়ে যাবেন আপনি । মহাকাশ অভিযানকে আরও জনপ্রিয় করতে এবং মহাশূন্য বিষয়ে সাধারণ মানুষকে কৌতূহলী করে তুলতে NASA-এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।


Kedarnath (Uttarakhand), May 18 (ANI): Prime Minister Narendra Modi reviewed redevelopment projects in Kedarnath today. PM Modi is on a two-day visit to Uttarakhand. PM Modi reviewed projects after offering prayers at Kedarnath shrine. The Himalayan shrine, dedicated to Lord Shiva, has been visited multiple times by PM Modi during his ongoing term in the office. In November 2018, PM Modi had visited the Kedarnath shrine during Diwali. PM Modi's visit to the holy shrine comes a day ahead of last phase of LS polls for 59 parliamentary constituencies, including Varanasi, This year, the portals of the Kedarnath temple in the Garhwal Himalayan range of Uttarakhand's Rudraprayag district were thrown open to pilgrims on May 9 after a six-month-long winter break.
Last Updated : May 28, 2019, 11:02 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.