নাসা, 28 মে : নজরে 2020 । মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল NASA । এ বার লালগ্রহে যাওয়ার টিকিট বিলি শুরু করল তারা । মার্স 2020 রোভার নামের নভোযানে ‘চড়ে’ মঙ্গলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অ্যামেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থা । আর সে জন্য কাটতে হবে টিকিট । যদিও টিকিটের জন্য পকেটের একটি কড়িও খরচ করতে হবে না, পুরোপুরি বিনা পয়সায় পাওয়া যাচ্ছে এই টিকিট ।
মঙ্গল-যাত্রার টিকিট কাটতে নাম নথিভুক্ত করতে হবে NASA সাইটে । সেটি হল, mars.nasa.gov/participate/send-your-name/mars2020 । নাম নথিভুক্ত খুবই সহজ প্রক্রিয়া । সাইটে গিয়ে নির্ধারিত জায়গায় নামের প্রথম অংশ, নামের শেষাংশ, দেশের নাম, ডাকঘর ও ইমেল দিতে হবে। এরপর ‘সেন্ড মাই নেইম টু মার্স’ (মঙ্গলে আমার নাম পাঠাও) ঘরে ক্লিক করতে হবে।
তা হলেই ‘মঙ্গলবাসী’ হয়ে যাবেন আপনি । মহাকাশ অভিযানকে আরও জনপ্রিয় করতে এবং মহাশূন্য বিষয়ে সাধারণ মানুষকে কৌতূহলী করে তুলতে NASA-এ ধরনের উদ্যোগ নিয়ে থাকে।