নিউ ইয়র্ক, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে পরিবেশ রক্ষায় ভারতের মনোভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2022 সালের মধ্যে দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মযজ্ঞ চলছে বলেও জানান তিনি ৷
গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একাধিক ইশুতে বক্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ সন্ত্রাসবাদ দমনের উপর মূলত জোর দিলেও পরিবেশ রক্ষায় ভারতের উদ্যোগকে বিশ্বমঞ্চের সামনে তুলে ধরেন তিনি ৷ বলেন, "আমি যখন এখানে আসছিলাম, রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ে পড়লাম - আর সিঙ্গল-ইউজ় প্লাস্টিক নয় ৷ " আর রাষ্ট্রসংঘের এই উদ্যোগ নিয়ে ভারতে ইতিমধ্যেই কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদিও আমি এখানে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, ভারতকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি শুরু হচ্ছে ৷ "
এই সংক্রান্ত আরও খবর : বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় : মোদি
চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর 29 অগাস্ট কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার ৷ লক্ষ্য পূরণের জন্য জরিমানার পথেও হাঁটার কথা জানিয়েছিল কেন্দ্র ৷
এই সংক্রান্ত আরও খবর : গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক
একইভাবে গতকাল বিশ্ব উষ্ণায়ন রোধে ভারতের ভূমিকাও তুলে ধরেন মোদি ৷ দিনকয়েক আগেই মোদি বলেছিলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷ জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেছিলেন মোদি ৷ আর এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে বলে গতকাল দাবি করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদি ইতিহাস ও মাথাপিছু (গ্রিনহাউস গ্যাস) নির্গমন দেখি আমরা, তাহলে দেখতে পাবেন বিশ্ব উষ্ণায়নে ভারতের ভূমিকা অত্যন্ত কম ৷ কিন্তু, এই সংকট সমাধানের জন্য পদক্ষেপ করা দেশগুলির মধ্যে অন্যতম আমরা ৷"
এই সংক্রান্ত আরও খবর : যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি