ETV Bharat / international

ভারতকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মযজ্ঞ চলছে, রাষ্ট্রসংঘে বললেন মোদি - রাষ্ট্রসংঘে বললেন মোদি

ভারতকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মযজ্ঞ চলছে ৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন একথা বললেন নরেন্দ্র মোদি ৷

মোদি
author img

By

Published : Sep 28, 2019, 5:28 AM IST

নিউ ইয়র্ক, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে পরিবেশ রক্ষায় ভারতের মনোভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2022 সালের মধ্যে দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মযজ্ঞ চলছে বলেও জানান তিনি ৷

গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একাধিক ইশুতে বক্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ সন্ত্রাসবাদ দমনের উপর মূলত জোর দিলেও পরিবেশ রক্ষায় ভারতের উদ্যোগকে বিশ্বমঞ্চের সামনে তুলে ধরেন তিনি ৷ বলেন, "আমি যখন এখানে আসছিলাম, রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ে পড়লাম - আর সিঙ্গল-ইউজ় প্লাস্টিক নয় ৷ " আর রাষ্ট্রসংঘের এই উদ্যোগ নিয়ে ভারতে ইতিমধ্যেই কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদিও আমি এখানে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, ভারতকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি শুরু হচ্ছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় : মোদি

চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর 29 অগাস্ট কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার ৷ লক্ষ্য পূরণের জন্য জরিমানার পথেও হাঁটার কথা জানিয়েছিল কেন্দ্র ৷

এই সংক্রান্ত আরও খবর : গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক

একইভাবে গতকাল বিশ্ব উষ্ণায়ন রোধে ভারতের ভূমিকাও তুলে ধরেন মোদি ৷ দিনকয়েক আগেই মোদি বলেছিলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷ জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেছিলেন মোদি ৷ আর এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে বলে গতকাল দাবি করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদি ইতিহাস ও মাথাপিছু (গ্রিনহাউস গ্যাস) নির্গমন দেখি আমরা, তাহলে দেখতে পাবেন বিশ্ব উষ্ণায়নে ভারতের ভূমিকা অত্যন্ত কম ৷ কিন্তু, এই সংকট সমাধানের জন্য পদক্ষেপ করা দেশগুলির মধ্যে অন্যতম আমরা ৷"

এই সংক্রান্ত আরও খবর : যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি

নিউ ইয়র্ক, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে পরিবেশ রক্ষায় ভারতের মনোভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2022 সালের মধ্যে দেশকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মযজ্ঞ চলছে বলেও জানান তিনি ৷

গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একাধিক ইশুতে বক্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ সন্ত্রাসবাদ দমনের উপর মূলত জোর দিলেও পরিবেশ রক্ষায় ভারতের উদ্যোগকে বিশ্বমঞ্চের সামনে তুলে ধরেন তিনি ৷ বলেন, "আমি যখন এখানে আসছিলাম, রাষ্ট্রসংঘের বিল্ডিংয়ে পড়লাম - আর সিঙ্গল-ইউজ় প্লাস্টিক নয় ৷ " আর রাষ্ট্রসংঘের এই উদ্যোগ নিয়ে ভারতে ইতিমধ্যেই কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদিও আমি এখানে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, ভারতকে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক মুক্ত করার কর্মসূচি শুরু হচ্ছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বকে বুদ্ধ দিয়েছি, যুদ্ধ নয় : মোদি

চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এরপর 29 অগাস্ট কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার ৷ লক্ষ্য পূরণের জন্য জরিমানার পথেও হাঁটার কথা জানিয়েছিল কেন্দ্র ৷

এই সংক্রান্ত আরও খবর : গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক

একইভাবে গতকাল বিশ্ব উষ্ণায়ন রোধে ভারতের ভূমিকাও তুলে ধরেন মোদি ৷ দিনকয়েক আগেই মোদি বলেছিলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷ জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেছিলেন মোদি ৷ আর এক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে বলে গতকাল দাবি করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যদি ইতিহাস ও মাথাপিছু (গ্রিনহাউস গ্যাস) নির্গমন দেখি আমরা, তাহলে দেখতে পাবেন বিশ্ব উষ্ণায়নে ভারতের ভূমিকা অত্যন্ত কম ৷ কিন্তু, এই সংকট সমাধানের জন্য পদক্ষেপ করা দেশগুলির মধ্যে অন্যতম আমরা ৷"

এই সংক্রান্ত আরও খবর : যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি

RESTRICTIONS:
SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Max use 2 minutes per day. Clients in Japan must use within 24 hours after either the conclusion of the broadcast by TBS, or 24 hours after the conclusion of the last Event session on such competition day, whichever is earlier. For all other territories, no use until after the conclusion of the last Event session. No archive. No commercial messages, logos or links should be attributed to the opening, playing or closing of the News material page on the Official website. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
BROADCAST: Scheduled news bulletins only. No use in magazine shows.
DIGITAL: Standalone clips allowed on digital and social channels providing territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies.
SHOTLIST: Khalifa International Stadium, Doha, Qatar. 27th September 2019.
1. 00:00 Braima Suncar Dabo (GBS) drags fellow competitor Jonathan Busby (ARU) over the finish line in Heat 1 of the Men's 5000 metres
SOURCE: AMS
DURATION: 00:44
STORYLINE:
Guinea-Bissau's Braima Suncar Dabo dragged exhausted fellow competitor Jonathan Busby of Aruba over the finish line in the first heat of the men's 5000 metres at the IAAF World Athletics Championships in Doha on Friday.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.