হিউস্টন, 22 সেপ্টেম্বর : অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে ফের হোয়াইট হাউজ়ে ফিরিয়ে আনার আবেদন জানালেন মোদি ৷ বললেন, "অব কি বার, ট্রাম্প সরকার ৷ "
তিনি আরও বলেন :
-
বিশ্বের কোথাও সবথেকে কম দামে ডেটা যদি কোথাও পাওয়া যায়, তা হল ভারতে ৷ বিশ্বে গড়ে ডেটার দাম 25-30 গুণ বেশি ৷ এটা ডিজিটাল ইন্ডিয়ার প্রচার
-
মানুষের ক্ষমতায়ন হলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হবে
-
পাঁচ বছরে গ্রামীণ এলাকায় 2 লাখ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করেছি
- সাত দশকে গ্রামীণ শৌচালয় 38 শতাংশ ছিল ৷ পাঁচ বছরে আমরা 11 কোটি গ্রামীণ শৌচালয় করেছি ৷ এখন তা 99 শতাংশ
- কিছু বদলাবে না বলে মনে করেন কিছু লোক ৷ তাঁদের সেই ভাবনা বদলের চেষ্টা চলছে
- আগের তুলনায় ভারত আরও দ্রুতগতিতে এগিয়ে যেতে যায়
- আমরা নিজেরাই নিজেদের পরিবর্তন করছি
- ভারতে নিজের সঙ্গে লড়ছে ৷ আমরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ করছি
- ভারতের সবথেকে বড় মন্ত্র - সবকা সাথ সবকা বিকাশ
- ভারতের সবথেকে আলোচিত শব্দ - উন্নয়ন
- দেশের উন্নয়নের জন্য আমরা অধীর আগ্রহে আছি
- ভারতে সব ঠিক আছে
- বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের শক্তি ৷ এটাই আমাদের গণতন্ত্রের শক্তি ৷ আমাদের প্রেরণা
- মোদি একা কিচ্ছু নন ৷ 130 কোটি ভারতীয়র আদেশে কাজ করা এক সাধারণ ব্যক্তি
- ভারতের প্রগতির বিষয়ে অ্যামেরিকান প্রেসিডেন্ট যা বলছেন তাঁরা তা অ্যামেরিকায় বসবাসকারী ভারতের প্রতি সম্মান ৷ 130 কোটি মানুষের প্রতি সম্মান
- এনার্জির এই এনার্জি ভারত ও অ্যামেরিকার মধ্যে ক্রমবর্ধমান সিনার্জির প্রমাণ
- আজ আমরা এখানে নতুন ইতিহাস তৈরি হতে দেখছি ৷ আর একটা রসায়নও
- টেক্সাসের স্পিরিট আজও প্রতিফলিত হচ্ছে
- এই দৃশ্য, এই মহল অকল্পনীয়