ETV Bharat / international

9/11 ও 26/11-র মূল চক্রীরা কোথায় থাকে  ? প্রশ্ন মোদির - ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী বলেন, ''আমেরিকার 9/11 হোক, বা মুম্বইয়ের 26/11, এই হামলার চক্রান্তকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধুমাত্র আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কারা ৷'' মোদির এই বক্তব্যের পর হাততালির ঝড় ওঠে টেক্সাসের প্রেক্ষাগৃহজুড়ে ৷

নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ মোদির, সমর্থন ট্রাম্পের
author img

By

Published : Sep 23, 2019, 3:20 AM IST

Updated : Sep 23, 2019, 12:11 PM IST

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যামেরিকা ও ভারতের সম্পর্কে এক অন্য দিশা দেখল আজ হিউস্টন ৷ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করলেন ট্রাম্প । অন্যদিকে নাম না করেও পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিলেন মোদি আন্তর্জাতিক মঞ্চ থেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় 370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গ উঠে এল ফের ৷ এই ধারা রদের মাধ্যমে বৈষম্য ও সন্ত্রাসবাদকে দূর করার পদক্ষেপ করা হয়েছে, তা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মোদি ৷ পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসবাদ নিয়ে পরোক্ষভাবে এদিনের সভা থেকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী বলেন, ''আমেরিকার 9/11 হোক, বা মুম্বইয়ের 26/11, এই হামলার চক্রান্তকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধুমাত্র আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কারা ৷'' মোদির এই বক্তব্যের পর হাততালির ঝড় ওঠে টেক্সাসের প্রেক্ষাগৃহজুড়ে ৷

মোদি আরও বলেন, ''কেউ কেউ ভারতের প্রতি ঘৃণা পুষে রেখেছে, সেটাই তাদের মূল নীতি । তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তারা সন্ত্রাসবাদকে প্রশয় দেয়৷'' এদিকে বক্তব্য পেশের সময় আজ বারবার মৌলবাদ ও ইসলামীয় সন্ত্রাসবাদ রোধ করার বিষয়টি তুলে ধরেন ট্রাম্প নিজেও ৷ সীমান্ত রক্ষার বিষয়টিতেও জোর দেন তিনি ৷ তাঁর বক্তব্যেও উঠে আসে সন্ত্রাসবাদ রোধের প্রসঙ্গ ৷

ট্রাম্প বলেন, ''অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতেই হবে ৷ নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক, আমার দেশের নাগরিক ৷ তাদের নিরাপত্তার দায়িত্ব আমার ৷''

এদিকে, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই যে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বক্তব্য পেশ করলেন, এতে কোনও দ্বিধা রইল না আজ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এল ভোটের স্লোগান, 'অব কি বার ট্রাম্প সরকার ৷'

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : ঐতিহাসিক মুহূর্ত ৷ অ্যামেরিকা ও ভারতের সম্পর্কে এক অন্য দিশা দেখল আজ হিউস্টন ৷ এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা দৃঢ় ভাষায় ঘোষণা করলেন ট্রাম্প । অন্যদিকে নাম না করেও পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিলেন মোদি আন্তর্জাতিক মঞ্চ থেকে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় 370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গ উঠে এল ফের ৷ এই ধারা রদের মাধ্যমে বৈষম্য ও সন্ত্রাসবাদকে দূর করার পদক্ষেপ করা হয়েছে, তা দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন মোদি ৷ পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসবাদ নিয়ে পরোক্ষভাবে এদিনের সভা থেকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী বলেন, ''আমেরিকার 9/11 হোক, বা মুম্বইয়ের 26/11, এই হামলার চক্রান্তকারীদের কোথায় পাওয়া গিয়েছিল? শুধুমাত্র আপনারা নন, সারা বিশ্ব জানে, তারা কারা ৷'' মোদির এই বক্তব্যের পর হাততালির ঝড় ওঠে টেক্সাসের প্রেক্ষাগৃহজুড়ে ৷

মোদি আরও বলেন, ''কেউ কেউ ভারতের প্রতি ঘৃণা পুষে রেখেছে, সেটাই তাদের মূল নীতি । তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তারা সন্ত্রাসবাদকে প্রশয় দেয়৷'' এদিকে বক্তব্য পেশের সময় আজ বারবার মৌলবাদ ও ইসলামীয় সন্ত্রাসবাদ রোধ করার বিষয়টি তুলে ধরেন ট্রাম্প নিজেও ৷ সীমান্ত রক্ষার বিষয়টিতেও জোর দেন তিনি ৷ তাঁর বক্তব্যেও উঠে আসে সন্ত্রাসবাদ রোধের প্রসঙ্গ ৷

ট্রাম্প বলেন, ''অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতেই হবে ৷ নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক, আমার দেশের নাগরিক ৷ তাদের নিরাপত্তার দায়িত্ব আমার ৷''

এদিকে, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই যে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বক্তব্য পেশ করলেন, এতে কোনও দ্বিধা রইল না আজ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এল ভোটের স্লোগান, 'অব কি বার ট্রাম্প সরকার ৷'

Texas (US), Sep 22 (ANI): United States Senator for Texas, John Cornyn said that Prime Minister Narendra Modi and US President Donald Trump have a special bond. He said, "I don't know specifically about what sort of discussions the President and PM are going to have. I won't be surprised if there is some announcement by President Trump today, hopefully we'll be able to sort out trade differences." Prime Minister Modi is arriving soon at the 'Howdy Modi' event in Texas's Houston where he will be joined by US President Trump.
Last Updated : Sep 23, 2019, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.