ETV Bharat / international

Hurricane Ida: হ্যারিকেন ইডা ও বন্যায় অসংখ্য মানুষের মৃত্যু আমেরিকার পূর্ব উপকূলে

মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ইডার প্রভাবে পূর্ব উপকলবর্তী শহর এবং শহরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ৷ ঝড়ের প্রভাবে প্রায় 46 জনের মৃত্যু হয়েছে মেরিল্যান্ডে ৷ সেই সঙ্গে নিউইর্য়ক, ওয়েস্টচেস্টার, পেনসিলভেনিয়া-সহ আমেরিকার বহু রাজ্যে অংসখ্য মানুষ ঝড়ে এবং বন্যায় মারা গিয়েছেন ৷

more-than-45-dead-after-idas-remnants-blindside-us-northeast
হ্যারিকেন ইডা ও বন্যায় অসংখ্য মানুষের মৃত্যু আমেরিকার পূর্ব উপকূলে
author img

By

Published : Sep 3, 2021, 3:40 PM IST

নিউইর্য়ক, 3 সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ বুধবার ওই অঞ্চলে হ্যারিকেন ইডা আছড়ে পড়ার পর নদীগুলির জল উপচে লোকলয়ে ঢুকেছে ৷ সেই সঙ্গে স্থানীয়ভাবে টর্নেডোও অনেক জায়গায় আছড়ে পড়েছে ৷ দুইয়ে মিলে কার্যত লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ৷ এমনকি এর জেরে ওই অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ৷ 40 জনের বেশি মানুষ তাঁদের গাড়িতে থাকাকালীন, এমনকি বাড়িতেও ডুবে গিয়েছেন ৷ অন্যদিকে, ঝড়ের কারণে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে মেরিল্যান্ডে ৷ যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

নিউ জার্সিতে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে ৷ ডেমোক্র্যাটিক সরকারের প্রতিনিধি ফিল মারফি জানিয়েছেন, নিউইয়র্ক শহরে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 11 জন আবাসনের বেসমেন্টে মারা গিয়েছেন ৷ শহরতলী ওয়েস্টচেস্টার কাউন্টিতে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পেনসিলভেনিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে একজন ঝড়ের সময় গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন ৷ আরেকজন ব্যক্তি গাড়ির মধ্যে ডুবে গিয়ে মারা গিয়েছেন ৷ তিনি তাঁর স্ত্রীকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

সোফি লিউ নামে এক মহিলা জানিয়েছেন, তিনি টাওয়েল এবং নোরাং ফেলার ব্যাগ দিয়ে তাঁর আবাসনের একতলায় জল ঢোকা আটকানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু, মাত্র আধ ঘণ্টার মধ্যে জল বুক সমান হয়ে যায় বলে জানিয়েছেন তিনি ৷ ওই মহিলা জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে ঘুম থেকে তুলে লাইফ জ্যাকেট পরিয়ে ভাসমান টিউবে ঢুকিয়ে দেন ৷ যাতে ভেসে থাকতে পারেন ৷ কিন্তু, জল জমে যাওয়ায় বাড়ির দরজা লক হয়ে যায় ৷ তিনি তাঁর দুই বন্ধুকে সেই সময় সাহায্যের জন্য ডেকেছিলেন ৷ সোফি লিউ বলেন, ‘‘আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ কিন্তু, আমার ছেলের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল ৷ আমাকেই তাকে শান্ত করতে হয়েছে ৷’’ অন্যদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীরা সোফি লিউয়ের বাড়ির নিচ থেকে তিনটি দেহ উদ্ধার করেছে ৷

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

কুইন্সল্যান্ডের প্রায় সর্বত্র দোতলা বাড়ির সমান জল ঢুকে গিয়েছে ৷ হ্যারিকেন ইডা’র প্রভাবে আন্তঃরাজ্য যোগাযোগের 95টি করিডর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ হ্যারিকেন এবং তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত নিয়ে মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এবং অত্যধিক গরম হাওয়ার কারণে বেশি বৃষ্টি হয়েছে ৷ আর শহর অঞ্চলে মাটির তলার সংরক্ষিত জল বৃষ্টির জলের সঙ্গে মিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করেছে ৷ তবে, জাতীয় হ্যারিকেন সেন্টারের তরফে গত মঙ্গলবার থেকে সতর্কতা জারি করা হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, হ্যারিকেন ইডা’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং বন্যাও হতে পারে ৷ যার জেরে জীবনহানি হওয়ার সম্ভাবনার কথাও বলেছিলেন জাতীয় হ্যারিকেন সেন্টারের আধিকারিকরা ৷

আরও পড়ুন : United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্বে একাধিক প্রস্তাব পাশ

নিউইর্য়ক, 3 সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ বুধবার ওই অঞ্চলে হ্যারিকেন ইডা আছড়ে পড়ার পর নদীগুলির জল উপচে লোকলয়ে ঢুকেছে ৷ সেই সঙ্গে স্থানীয়ভাবে টর্নেডোও অনেক জায়গায় আছড়ে পড়েছে ৷ দুইয়ে মিলে কার্যত লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ৷ এমনকি এর জেরে ওই অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ৷ 40 জনের বেশি মানুষ তাঁদের গাড়িতে থাকাকালীন, এমনকি বাড়িতেও ডুবে গিয়েছেন ৷ অন্যদিকে, ঝড়ের কারণে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে মেরিল্যান্ডে ৷ যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

নিউ জার্সিতে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে ৷ ডেমোক্র্যাটিক সরকারের প্রতিনিধি ফিল মারফি জানিয়েছেন, নিউইয়র্ক শহরে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 11 জন আবাসনের বেসমেন্টে মারা গিয়েছেন ৷ শহরতলী ওয়েস্টচেস্টার কাউন্টিতে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পেনসিলভেনিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে একজন ঝড়ের সময় গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন ৷ আরেকজন ব্যক্তি গাড়ির মধ্যে ডুবে গিয়ে মারা গিয়েছেন ৷ তিনি তাঁর স্ত্রীকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : Joe Biden on Afghanistan : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের

সোফি লিউ নামে এক মহিলা জানিয়েছেন, তিনি টাওয়েল এবং নোরাং ফেলার ব্যাগ দিয়ে তাঁর আবাসনের একতলায় জল ঢোকা আটকানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু, মাত্র আধ ঘণ্টার মধ্যে জল বুক সমান হয়ে যায় বলে জানিয়েছেন তিনি ৷ ওই মহিলা জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে ঘুম থেকে তুলে লাইফ জ্যাকেট পরিয়ে ভাসমান টিউবে ঢুকিয়ে দেন ৷ যাতে ভেসে থাকতে পারেন ৷ কিন্তু, জল জমে যাওয়ায় বাড়ির দরজা লক হয়ে যায় ৷ তিনি তাঁর দুই বন্ধুকে সেই সময় সাহায্যের জন্য ডেকেছিলেন ৷ সোফি লিউ বলেন, ‘‘আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ কিন্তু, আমার ছেলের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল ৷ আমাকেই তাকে শান্ত করতে হয়েছে ৷’’ অন্যদিকে, বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীরা সোফি লিউয়ের বাড়ির নিচ থেকে তিনটি দেহ উদ্ধার করেছে ৷

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

কুইন্সল্যান্ডের প্রায় সর্বত্র দোতলা বাড়ির সমান জল ঢুকে গিয়েছে ৷ হ্যারিকেন ইডা’র প্রভাবে আন্তঃরাজ্য যোগাযোগের 95টি করিডর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ হ্যারিকেন এবং তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত নিয়ে মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এবং অত্যধিক গরম হাওয়ার কারণে বেশি বৃষ্টি হয়েছে ৷ আর শহর অঞ্চলে মাটির তলার সংরক্ষিত জল বৃষ্টির জলের সঙ্গে মিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করেছে ৷ তবে, জাতীয় হ্যারিকেন সেন্টারের তরফে গত মঙ্গলবার থেকে সতর্কতা জারি করা হয়েছিল ৷ যেখানে বলা হয়েছিল, হ্যারিকেন ইডা’র প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং বন্যাও হতে পারে ৷ যার জেরে জীবনহানি হওয়ার সম্ভাবনার কথাও বলেছিলেন জাতীয় হ্যারিকেন সেন্টারের আধিকারিকরা ৷

আরও পড়ুন : United Nations : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের একমাসের সভাপতিত্বে একাধিক প্রস্তাব পাশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.