ওয়াশিংটন, 8 জুন : অ্যামেরিকার মিনিয়াপলিসের পুলিশবিভাগকে ভেঙে পুনর্গঠন করা হবে ৷ গতকাল রাতে মিনেপলিসের কাউন্সিলর বলেন, পুলিশি হেপাজতে থাকা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের খুনের পর বিশ্বব্যাপী বর্ণবিদ্বেষ নিয়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৷ সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
গতকাল কাউন্সিল প্রেসিডেন্ট লিসা বেন্ডার সংবাদমাধ্যমে জানান, " আমরা মিনেপলিসের পুলিশবিভাগকে ভেঙে নতুনভাবে তৈরি করব ৷ জনসাধারণের সুরক্ষায় পুলিশের নতুন মডেল তৈরি করছি ৷ আমাদের সামাজিক সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ "
কাউন্সিল সদস্য অ্যালন্ড্রা ক্যানো পুলিশবিভাগ ভাঙার এই সিদ্ধান্তটি টুইট করেন ৷ তিনি লেখেন, " MPLS সিটি কাউন্সিলের ভেটো-প্রুফ সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ " MPLS সিটি কাউন্সিল এই সিদ্ধান্তে একমত হয় যে, মিনেপলিস পুলিশবিভাগ " সংস্কারযোগ্য নয় ও আমরা বর্তমান পুলিশ সিস্টেমটি পুরোপুরি বদলে ফেলা হবে। "
গত 25 মে মিনেপলিসের এক শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে রাস্তায় ফেলে হত্যা করে ৷ জর্জ বারবার কাকুতি-মিনতি করলেও তাঁকে প্রায় 9 মিনিট ধরে হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরে রাখে শৌভিন নামের অফিসার ৷ এরপর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় জর্জের ৷ এই ঘটনার পর বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষ ৷ বিক্ষোভ চলে অ্যামেরিকা থেকে পশ্চিমবঙ্গের ছোটো জেলাশহর পর্যন্ত ৷
লিসা বেন্ডার আরও জানান, তিনি পুলিশ তহবিল কমিউনিটি-ভিত্তিক কৌশলে স্থানান্তর করবেন ৷ কীভাবে বর্তমান পুলিশ বিভাগকে প্রতিস্থাপন করা যাবে সেবিষয়ে বৈঠক করবে সিটি কাউন্সিল ৷ পুলিশবিভাগ না থাকার বিষয়টি স্বল্পমেয়াদি নয় ৷ সম্প্রতি, গতবছর নিরস্ত্র অস্ট্রেলীয় মহিলাকে গুলি করে মারার অপরাধে এক কৃষ্ণাঙ্গ পুলিশের 12 বছর 6 মাসের কারাদণ্ড হয় ৷