নয়াদিল্লি, 1 মার্চ: মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা (Microsoft CEO Satya Nadella's son died) ও তাঁর স্ত্রী অনুর সন্তান জেইন প্রয়াত (Satya Nadella's Son Dies) ৷ সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 26 বছরের জেইনের সেলিব্রাল পলসি ছিল ৷ আজ আচমকাই তাঁর অকাল প্রয়াণের খবর জানায় মাইক্রোসফট কর্পোরেশন ৷
সফটওয়্যার নির্মাতা সংস্থা ই-মেইলের মাধ্যমে তাঁর এক্সিকিউটিভ স্টাফদের জানায়, জেইনের (Zain Nadella dies) জীবনাবসান হয়েছে ৷ নাদেলার পরিবার যাতে এই কঠিন সময়ে নিজেদের মতো করে প্রার্থনা সারতে পারেন, সে জন্য তাঁদের গোপনীয়তা রক্ষা করার আহ্বান জানানো হয় ৷
আরও পড়ুন: মাইক্রোসফ্ট সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সত্য নাদেলা
2014 সালে সিইও পদে আসার পর থেকেই বিশেষ ভাবে সক্ষমদের জন্য আরও ভাল পরিষেবা প্রদানকারী দ্রব্য তৈরির উপর জোর দিয়েছে এই কোম্পানি ৷ যে শিশু হাসপাতালে জেইনের অধিকাংশ চিকিৎসা হয়েছে, গত বছর তারা যুক্ত হয় নাদেলাদের সঙ্গে ৷ তাদের লক্ষ্য ছিল পিডিয়াট্রিক নিওরোসায়ান্সে জেইন নাদেলা এনডাওড চেয়ারের প্রতিষ্ঠা করা ৷ হাসপাতালের সিইও জেফ স্পেরিং বলেছেন, "তাঁর সঙ্গীতের প্রতি অনুরাগ, তাঁর সূর্যের মতো উজ্জ্বল হাসি এবং পরিবার-পরিজনের থেকে পাওয়া ভালোবাসায় তাঁর অফুরন্ত আনন্দের জন্য জেইন চিরস্মরণীয় হয়ে থাকবে ৷"
আরও পড়ুন: "যা ঘটছে, তা দুঃখজনক-খারাপ", CAA নিয়ে সত্য নাদেলা