ETV Bharat / international

New York Apartment Fire : নিউইয়র্কের আবাসনে বিধ্বংসী আগুন, নয় শিশু সহ মৃত 19 - 19 people including 9 children killed in new york Apartment Fire

রবিবার নিউইয়র্কের ইস্ট 181 স্ট্রিটের একটি 19 তলা উঁচু আবাসনে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷

New York Apartment Fire
নিউ ইয়র্কের আবাসনে আগুন
author img

By

Published : Jan 10, 2022, 6:33 AM IST

Updated : Jan 10, 2022, 8:01 AM IST

নিউইয়র্ক, 10 জানুয়ারি : নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর সাক্ষী থাকল নিউইয়র্ক সিটি ৷ রবিবার নিউইয়র্কের ইস্ট 181 স্ট্রিটের একটি 19 তলা উঁচু আবাসনে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷ নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু ৷ আহতের সংখ্যা প্রায় 60 জন ৷ যার মধ্যে 13 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ সাম্প্রতিক অতীতে নিউইয়র্কে এমন ভয়াবহ ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিটির ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো ৷

নিগ্রো জানিয়েছেন, রবিবারের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে অ্যাপার্টমেন্টগুলি দরজা খোলা দেখতে পান ৷ এতে আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ৷ নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন ৷ অনেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ ফায়ার কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে 200 জন দমকলকর্মী মিলে ব্রোনক্সের টুইন পার্ক অ্যাপার্টমেন্টের আগুন নেভানোর কাজে নামে ৷ প্রায় প্রতিটি ফ্লোরেই মানুষের মৃত্যু হয়েছে ৷

  • We've lost 19 of our neighbors today. It's a tragedy beyond measure. Join me in praying for those we lost, especially the 9 innocent young lives that were cut short. https://t.co/YWQyBLyLK8

    — Mayor Eric Adams (@NYCMayor) January 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে করতে পারছেন না ড্যানিয়েল নিগ্রো ৷ এই ঘটনার ভয়াবহতাকে 1990 সালের হ্যাপি ল্যান্ড সোশ্যাল ক্লাবের আগুনের ঘটনার সঙ্গে তুলনা করেছেন তিনি ৷ প্রাক্তন বান্ধবীর সঙ্গে বচসার জেরে এক ব্যক্তিকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সেই ব্যক্তিই বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয় ৷ 32 বছর আগের সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 87 জনের ৷

আরও পড়ুন : Furnas Lake Accident : ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

শনিবারই ফিলাডেলফিয়ার একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে 12 জনের ৷ মৃতদের মধ্যে 8টি শিশুও রয়েছে ৷ ফিলাডেলফিয়ার ঘটনার একদিন পরই ব্রোনক্সের টুইন পার্ক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ তবে এই আগুন লাগার পিছনে কোনও ষড়যন্ত্র দেখছে না পুলিশ ৷ যদিও ঘটনার তদন্ত চলছে ৷

নিউইয়র্ক, 10 জানুয়ারি : নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর সাক্ষী থাকল নিউইয়র্ক সিটি ৷ রবিবার নিউইয়র্কের ইস্ট 181 স্ট্রিটের একটি 19 তলা উঁচু আবাসনে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 19 জনের ৷ নিহতদের মধ্যে রয়েছে 9 শিশু ৷ আহতের সংখ্যা প্রায় 60 জন ৷ যার মধ্যে 13 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ সাম্প্রতিক অতীতে নিউইয়র্কে এমন ভয়াবহ ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিটির ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো ৷

নিগ্রো জানিয়েছেন, রবিবারের ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে ৷ তবে দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে অ্যাপার্টমেন্টগুলি দরজা খোলা দেখতে পান ৷ এতে আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে ৷ নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন ৷ অনেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ ফায়ার কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে 200 জন দমকলকর্মী মিলে ব্রোনক্সের টুইন পার্ক অ্যাপার্টমেন্টের আগুন নেভানোর কাজে নামে ৷ প্রায় প্রতিটি ফ্লোরেই মানুষের মৃত্যু হয়েছে ৷

  • We've lost 19 of our neighbors today. It's a tragedy beyond measure. Join me in praying for those we lost, especially the 9 innocent young lives that were cut short. https://t.co/YWQyBLyLK8

    — Mayor Eric Adams (@NYCMayor) January 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে করতে পারছেন না ড্যানিয়েল নিগ্রো ৷ এই ঘটনার ভয়াবহতাকে 1990 সালের হ্যাপি ল্যান্ড সোশ্যাল ক্লাবের আগুনের ঘটনার সঙ্গে তুলনা করেছেন তিনি ৷ প্রাক্তন বান্ধবীর সঙ্গে বচসার জেরে এক ব্যক্তিকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল ৷ হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সেই ব্যক্তিই বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেয় ৷ 32 বছর আগের সেই ঘটনায় মৃত্যু হয়েছিল 87 জনের ৷

আরও পড়ুন : Furnas Lake Accident : ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

শনিবারই ফিলাডেলফিয়ার একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে 12 জনের ৷ মৃতদের মধ্যে 8টি শিশুও রয়েছে ৷ ফিলাডেলফিয়ার ঘটনার একদিন পরই ব্রোনক্সের টুইন পার্ক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ তবে এই আগুন লাগার পিছনে কোনও ষড়যন্ত্র দেখছে না পুলিশ ৷ যদিও ঘটনার তদন্ত চলছে ৷

Last Updated : Jan 10, 2022, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.