ETV Bharat / international

পুলিশের হেপাজতে বন্দীর মৃত্যু, প্রতিবাদে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ

পুলিশ হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েডকে থার্ড ডিগ্রি প্রয়োগ করে হত্যার ঘটনার প্রতিবাদে প্রায় শতাধিক মানুষ হোয়াইট হাউজ়ের সামনের একটি পার্কে জমায়েত করে বিক্ষোভ দেখায় ।

ছবি
ছবি
author img

By

Published : May 30, 2020, 3:50 PM IST

Updated : May 30, 2020, 4:23 PM IST

ওয়াশিংটন, 30 মে : জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল প্রচুর মানুষ । গতকাল প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

10 ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ বিক্ষোভ শুরুর প্রাথমিক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদীদের তরফ থেকে জলের বোতল ছোড়া হয় । প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে । এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের তরফ থেকে জনগণের উদ্দেশে দুটি সতর্কবার্তা জারি করা হয় । লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলেও ঘোষণা করা হয় প্রসাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিকরেট সার্ভিসের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল ।

এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্ব । এই ঘটনার প্রতিবাদে হোয়াইট হাউজ়ের কাছে লাফায়েট পার্কে জমায়েত করে বিক্ষোভকারীরা । তঁদের স্লোগান ছিল "ন্যায় বিচার নেই, শাস্তি নেই । আমার দমবন্ধ হয়ে আসছে মিছিলের সঙ্গে সঙ্গে।"

ওয়াশিংটন, 30 মে : জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল প্রচুর মানুষ । গতকাল প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

10 ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ বিক্ষোভ শুরুর প্রাথমিক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদীদের তরফ থেকে জলের বোতল ছোড়া হয় । প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে । এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের তরফ থেকে জনগণের উদ্দেশে দুটি সতর্কবার্তা জারি করা হয় । লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলেও ঘোষণা করা হয় প্রসাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিকরেট সার্ভিসের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল ।

এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্ব । এই ঘটনার প্রতিবাদে হোয়াইট হাউজ়ের কাছে লাফায়েট পার্কে জমায়েত করে বিক্ষোভকারীরা । তঁদের স্লোগান ছিল "ন্যায় বিচার নেই, শাস্তি নেই । আমার দমবন্ধ হয়ে আসছে মিছিলের সঙ্গে সঙ্গে।"

Last Updated : May 30, 2020, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.