ETV Bharat / international

পুলিশের হেপাজতে বন্দীর মৃত্যু, প্রতিবাদে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ - Minneapolis

পুলিশ হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েডকে থার্ড ডিগ্রি প্রয়োগ করে হত্যার ঘটনার প্রতিবাদে প্রায় শতাধিক মানুষ হোয়াইট হাউজ়ের সামনের একটি পার্কে জমায়েত করে বিক্ষোভ দেখায় ।

ছবি
ছবি
author img

By

Published : May 30, 2020, 3:50 PM IST

Updated : May 30, 2020, 4:23 PM IST

ওয়াশিংটন, 30 মে : জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল প্রচুর মানুষ । গতকাল প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

10 ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ বিক্ষোভ শুরুর প্রাথমিক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদীদের তরফ থেকে জলের বোতল ছোড়া হয় । প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে । এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের তরফ থেকে জনগণের উদ্দেশে দুটি সতর্কবার্তা জারি করা হয় । লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলেও ঘোষণা করা হয় প্রসাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিকরেট সার্ভিসের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল ।

এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্ব । এই ঘটনার প্রতিবাদে হোয়াইট হাউজ়ের কাছে লাফায়েট পার্কে জমায়েত করে বিক্ষোভকারীরা । তঁদের স্লোগান ছিল "ন্যায় বিচার নেই, শাস্তি নেই । আমার দমবন্ধ হয়ে আসছে মিছিলের সঙ্গে সঙ্গে।"

ওয়াশিংটন, 30 মে : জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল প্রচুর মানুষ । গতকাল প্ল্যাকার্ড নিয়ে হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

10 ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা ৷ বিক্ষোভ শুরুর প্রাথমিক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদীদের তরফ থেকে জলের বোতল ছোড়া হয় । প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে । এরপর ভোর সাড়ে তিনটে নাগাদ পুলিশের তরফ থেকে জনগণের উদ্দেশে দুটি সতর্কবার্তা জারি করা হয় । লাফায়েট স্কয়্যার পার্কটি থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশে পার্কটি বন্ধ হয়ে গেছে বলেও ঘোষণা করা হয় প্রসাসনের তরফে ৷ ঘটনাস্থানে উপস্থিত ছিল US পার্ক পুলিশ, সিকরেট সার্ভিসের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করে । অভিযোগ, প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে । যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল ।

এক কৃষ্ণাঙ্গ মানুষের উপর অ্যামেরিকার পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যেই তোলপাড় গোটা বিশ্ব । এই ঘটনার প্রতিবাদে হোয়াইট হাউজ়ের কাছে লাফায়েট পার্কে জমায়েত করে বিক্ষোভকারীরা । তঁদের স্লোগান ছিল "ন্যায় বিচার নেই, শাস্তি নেই । আমার দমবন্ধ হয়ে আসছে মিছিলের সঙ্গে সঙ্গে।"

Last Updated : May 30, 2020, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.