ETV Bharat / international

বিমানে মৃত্যু কোরোনা আক্রান্ত মহিলার - স্পিরিট এয়ারলাইন্স

আলবুকার্ক এয়ারপোর্টের এক মুখপাত্র জানান, ওই মহিলাকে যখন বিমান থেকে নামানো হয়, তার আগেই তিনি মারা গিয়েছিলেন ৷ পুলিশ রিপোর্ট অনুযায়ী, বছর 38-র ওই মহিলার বিমানে ওঠার পর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল ৷

lady_die_on_flight_deu_to_covid19_infection
কোভিড আক্রান্ত মহিলা, বিমানেই মৃত্যু
author img

By

Published : Oct 22, 2020, 1:23 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্র, 22 অক্টোবর : স্পিরিট এয়ারলাইন্সের বিমানে মৃত্যু হল এক কোরোনা আক্রান্ত মহিলার ৷ 24 জুলাই সন্ধেয় লা ভেগাস থেকে বাড়ি ফেরার জন্য ডালাস এয়ারপোর্ট থেকে বিমানে ওঠেন তিনি ৷ বিমান ওড়ার পরেই অসুস্থ বোধ করেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান ৷ বিমানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন বিমান সেবিকারা ৷ তবুও তাঁর জ্ঞান ফেরেনি ৷

এরপর আলবুকার্কে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ৷ আলবুকার্ক বিমানবন্দরের মুখপাত্র জানান, ওই মহিলাকে যখন বিমান থেকে নামানো হয়, তার আগেই তিনি মারা গিয়েছিলেন ৷ পুলিশ রিপোর্ট অনুযায়ী, বছর 38-র ওই মহিলার বিমানে ওঠার পর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল ৷ সেই সময় বিমানকর্মীরা তাঁকে মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন ৷ পরবর্তী সময়ে তাঁর মেডিকেল পরীক্ষা করা হলে রিপোর্টে কোভিড পজ়িটিভ আসে ৷

ডালাস কাউন্টি জজের অফিস থেকে বিষয়টি প্রথম জানানো হয় ৷ জানা যায়, ওই মহিলার চিকিৎসা চলছিল ৷ নিউ মেক্সিকোর তরফে তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, তিনি কোরোনা সংক্রমণের কারণে মারা গিয়েছেন ৷ তবে, কীভাবে কোভিড টেস্ট না করিয়ে কাউকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মার্কিন যুক্তরাষ্ট্র, 22 অক্টোবর : স্পিরিট এয়ারলাইন্সের বিমানে মৃত্যু হল এক কোরোনা আক্রান্ত মহিলার ৷ 24 জুলাই সন্ধেয় লা ভেগাস থেকে বাড়ি ফেরার জন্য ডালাস এয়ারপোর্ট থেকে বিমানে ওঠেন তিনি ৷ বিমান ওড়ার পরেই অসুস্থ বোধ করেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান ৷ বিমানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন বিমান সেবিকারা ৷ তবুও তাঁর জ্ঞান ফেরেনি ৷

এরপর আলবুকার্কে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ৷ আলবুকার্ক বিমানবন্দরের মুখপাত্র জানান, ওই মহিলাকে যখন বিমান থেকে নামানো হয়, তার আগেই তিনি মারা গিয়েছিলেন ৷ পুলিশ রিপোর্ট অনুযায়ী, বছর 38-র ওই মহিলার বিমানে ওঠার পর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল ৷ সেই সময় বিমানকর্মীরা তাঁকে মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন ৷ পরবর্তী সময়ে তাঁর মেডিকেল পরীক্ষা করা হলে রিপোর্টে কোভিড পজ়িটিভ আসে ৷

ডালাস কাউন্টি জজের অফিস থেকে বিষয়টি প্রথম জানানো হয় ৷ জানা যায়, ওই মহিলার চিকিৎসা চলছিল ৷ নিউ মেক্সিকোর তরফে তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, তিনি কোরোনা সংক্রমণের কারণে মারা গিয়েছেন ৷ তবে, কীভাবে কোভিড টেস্ট না করিয়ে কাউকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.