ETV Bharat / international

অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, পথচলা শুরু হ্যারিসের

ইতিহাস গড়ে শপথ নিলেন কমলা হ্যারিস ।

kamala harris became first lady vice president of america
kamala harris became first lady vice president of america
author img

By

Published : Jan 20, 2021, 10:23 PM IST

Updated : Jan 20, 2021, 10:44 PM IST

ওয়াশিংটন, 20 জানুয়ারি : অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস ৷ অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন তিনি ৷

কমলা হ্যারিস ৷ 56 বছরের মহিলা ৷ ক্যালিফোর্নিয়ার সেনেটর ৷ তাছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন ৷

হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন ৷ আর মা ছিলেন ভারতীয় ৷ তিনি একজন প্রোসিকিউটারও ৷ তিনি প্রচারের সময় যেভাবে ট্রাম্পের নিয়োগ নীতি ও আদালতে মনোনীত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা থেকেই তিনি ডেমোক্র্যাট তারকা হয়ে যান ৷ ডেমোক্র্যাটরা আশা করেছিলেন প্রার্থী হিসেবে তাঁর এই ঐতিহাসিক বিষয়টি আফ্রিকান অ্যামেরিকান ও তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে ৷ যা কাজে লাগবে, যেহেতু এই ভোটাররাই বাইডেনের প্রতি খানিক অনীহা প্রকাশ করেছিলেন ৷

ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যামেরিকান মানুষের কাছে যে বার্তা দিয়েছিলেন, এবং অন্যান্য বার্তাও প্রতিবারই খুব ব্যক্তিগত ছিল ৷ তিনি গোড়ার দিকে টুইটে লিখেছিলেন, "আমার মা শ্যামলা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, যদি কখনও কোনও সমস্যায় পড়, তাহলে কোনও অভিযোগ করবে না ৷ যা করার নিজেরা করবে ৷ তিনি ও তাঁর মতো লোকেদের জন্যই পরিবর্তন সম্ভব হয়, যখন কাজ করা হয় ৷"

পথচলা শুরু হ্যারিসের

আরও পড়ুন: "আমরা করে দেখিয়েছি জো", জয়ের পর বাইডেনকে ফোন কমলার

হ্যারিসের মায়ের নাম শ্যামলা গোপালন ৷ তিনি মাত্র 19 বছর বয়সে বার্কলেতে আসেন ৷ তখন নাগরিক অধিকার নিয়ে চূড়ান্ত আন্দোলন চলছে ৷ সেখানেই তাঁর সঙ্গে ডোনাল্ড হ্যারিসের সাক্ষাৎ হয় ৷ ডোনাল্ড জামাইকা থেকে আসা অর্থনীতির একজন ছাত্র ছিলেন সেই সময় ৷ তাঁরা বিয়ে করেন ৷ তাঁদের দু’টি মেয়ে কমলা ও মায়া ৷ হ্যারিস প্রতিবারই তাঁর প্রকাশ্যে আসার সময় নিজের মধ্যে "মাদার ইন্ডিয়া" মনোভাব বজায় রেখেছেন ৷

ওয়াশিংটন, 20 জানুয়ারি : অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস ৷ অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন তিনি ৷

কমলা হ্যারিস ৷ 56 বছরের মহিলা ৷ ক্যালিফোর্নিয়ার সেনেটর ৷ তাছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন ৷

হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন ৷ আর মা ছিলেন ভারতীয় ৷ তিনি একজন প্রোসিকিউটারও ৷ তিনি প্রচারের সময় যেভাবে ট্রাম্পের নিয়োগ নীতি ও আদালতে মনোনীত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা থেকেই তিনি ডেমোক্র্যাট তারকা হয়ে যান ৷ ডেমোক্র্যাটরা আশা করেছিলেন প্রার্থী হিসেবে তাঁর এই ঐতিহাসিক বিষয়টি আফ্রিকান অ্যামেরিকান ও তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে ৷ যা কাজে লাগবে, যেহেতু এই ভোটাররাই বাইডেনের প্রতি খানিক অনীহা প্রকাশ করেছিলেন ৷

ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যামেরিকান মানুষের কাছে যে বার্তা দিয়েছিলেন, এবং অন্যান্য বার্তাও প্রতিবারই খুব ব্যক্তিগত ছিল ৷ তিনি গোড়ার দিকে টুইটে লিখেছিলেন, "আমার মা শ্যামলা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, যদি কখনও কোনও সমস্যায় পড়, তাহলে কোনও অভিযোগ করবে না ৷ যা করার নিজেরা করবে ৷ তিনি ও তাঁর মতো লোকেদের জন্যই পরিবর্তন সম্ভব হয়, যখন কাজ করা হয় ৷"

পথচলা শুরু হ্যারিসের

আরও পড়ুন: "আমরা করে দেখিয়েছি জো", জয়ের পর বাইডেনকে ফোন কমলার

হ্যারিসের মায়ের নাম শ্যামলা গোপালন ৷ তিনি মাত্র 19 বছর বয়সে বার্কলেতে আসেন ৷ তখন নাগরিক অধিকার নিয়ে চূড়ান্ত আন্দোলন চলছে ৷ সেখানেই তাঁর সঙ্গে ডোনাল্ড হ্যারিসের সাক্ষাৎ হয় ৷ ডোনাল্ড জামাইকা থেকে আসা অর্থনীতির একজন ছাত্র ছিলেন সেই সময় ৷ তাঁরা বিয়ে করেন ৷ তাঁদের দু’টি মেয়ে কমলা ও মায়া ৷ হ্যারিস প্রতিবারই তাঁর প্রকাশ্যে আসার সময় নিজের মধ্যে "মাদার ইন্ডিয়া" মনোভাব বজায় রেখেছেন ৷

Last Updated : Jan 20, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.