ওয়াশিংটন, 19 জুন : গত বছরের তুলনায় এবার অন্যরকম হবে আসন্ন গ্রীষ্মকাল, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুক্রবার তিনি ঘোষণা করেন তাঁর প্রেসিডেন্ট হওয়ার 150 দিনের মধ্যে 30 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে আমেরিকাবাসীকে ৷
আরও পড়ুন : অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ? কতটা সুরক্ষিত শিশুরা...
তবে এই বিশাল সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজের কৃতিত্ব তিনি ভাগ করে নিয়েছেন দেশের বিজ্ঞানী, কোম্পানি, তাঁর সরকারি আধিরকারিক আর আমেরিকাবাসীর সঙ্গে ৷ আমেরিকায় এবারের গ্রীষ্মকালটা স্বাভাবিক হবে, ব্যবসায় লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে নতুন চাকরির সম্ভাবনাও তৈরি হয়েছে বলে আশাবাদী তিনি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "একটা উজ্জ্বল গ্রীষ্ম ৷ প্রার্থনা করি, যেন গ্রীষ্মটা আনন্দের হোক ৷"
যদিও 4 জুলাইয়ের মধ্যে 70 শতাংশ সাবালক আমেরিকাবাসীকে অন্ততপক্ষে একটি ডোজ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হবে বাইডেনকে, হাতে মাত্র দু'সপ্তাহ বাকি ৷ সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত 18 বছরের ঊর্ধ্বে 65.1 শতাংশ আমেরিকাবাসীকে ভ্যাকসিনের একটি করে ডোজ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ দু'মাস আগেও প্রতিদিন 20 লক্ষ মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হত, সেই গতি কমে গিয়েছে সম্প্রতি ৷