ETV Bharat / international

ভারতের মতো আদর্শ বিনিয়োগের পরিবেশ কোথাও নেই, শিল্পপতিদের বার্তা অর্থমন্ত্রীর - অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতের তুলনায় বিনিয়োগের আদর্শ পরিবেশ বিশ্বের আর কোথাও নেই ৷ বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

অর্থমন্ত্রী
author img

By

Published : Oct 17, 2019, 12:34 PM IST

ওয়াশিংটন, 17 অক্টোবর : IMF-র মঞ্চে ভারতকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শিল্পপতিদের আহ্বান জানিয়ে বললেন, বিনিয়োগের জন্য ভারতের থেকে তাঁরা আর ভালো ও আদর্শ জায়গা পাবেন না ৷ দেশের গণতান্ত্রিক ও শিল্পের অনুকূল পরিবেশের কারণে বিনিয়োগকারীদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী ৷

গতকাল IMF-র সদর দপ্তরে ওয়াশিংটনে গেছিলেন অর্থমন্ত্রী ৷ ভারত-অ্যামেরিকা স্ট্র্যাটেজিক ও পার্টনারশিপ ফোরাম এবং FICCI-র অনুষ্ঠানে ভারত কেন বিনিয়োগের জন্য আদর্শ জায়গা সেই ব্যাখ্যাও দেন তিনি ৷ বলেন, "আজও বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতি হল ভারত ৷ এদেশে লোকবল সবচেয়ে দক্ষ ৷ আর রয়েছে এক সরকার যারা সব আইন ও গণতান্ত্রিক নিয়ম মেনে সংস্কারের নামে যা প্রয়োজন তাই করছে ৷ তাই আপনারা এর (ভারতের) থেকে ভালো কিছু পাবেন না ৷ ভারতে গণতান্ত্রিক প্রেমী ও পুঁজিবাদের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ (রয়েছে) ৷ "

ভারতের বিমা ক্ষেত্রে বিনিয়োগের জন্য এখনও কিছু নির্দিষ্ট শর্ত লাগু রয়েছে ৷ তা তুলে নেওয়ার আর্জি জানায় বিমা সংস্থাগুলি ৷ এর উত্তরে অর্থমন্ত্রী জানান, শর্ত অপসারণ ছাড়া বিমা ক্ষেত্রে কী কী প্রত্যাশা রয়েছে তা সরকারকে বুঝতে হবে ৷ তিনি সবরকম তথ্য দিতে প্রস্তুত হলেও এই মুহূর্তে কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না ৷ তিনি আরও জানান, কর্পোরেট সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের মধ্যে বিশ্বাস বা বোঝাপড়ায় কোনও ঘাটতি নেই ৷ তাদের যে কোনও প্রয়োজন, অনুযোগ শুনতে সরকার রাজি ৷

পাশাপাশি, ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতি নিয়েও অর্থমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয় ৷ যদিও তিনি আশ্বস্ত করেন, ধাক্কা খাওয়া বিভিন্ন ক্ষেত্রগুলিকে এরকম পরিস্থিতি থেকে বের করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে ৷ সরকারের একাধিক সংস্কারের সিদ্ধান্তের ফলে চলতি আর্থিক বছরের রাজস্ব ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ যদিও অর্থমন্ত্রীর আশ্বাস, চলতি বছরের আর্থিক বছরের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করতে বদ্ধপরিকর সরকার ৷

ওয়াশিংটন, 17 অক্টোবর : IMF-র মঞ্চে ভারতকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শিল্পপতিদের আহ্বান জানিয়ে বললেন, বিনিয়োগের জন্য ভারতের থেকে তাঁরা আর ভালো ও আদর্শ জায়গা পাবেন না ৷ দেশের গণতান্ত্রিক ও শিল্পের অনুকূল পরিবেশের কারণে বিনিয়োগকারীদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দেন অর্থমন্ত্রী ৷

গতকাল IMF-র সদর দপ্তরে ওয়াশিংটনে গেছিলেন অর্থমন্ত্রী ৷ ভারত-অ্যামেরিকা স্ট্র্যাটেজিক ও পার্টনারশিপ ফোরাম এবং FICCI-র অনুষ্ঠানে ভারত কেন বিনিয়োগের জন্য আদর্শ জায়গা সেই ব্যাখ্যাও দেন তিনি ৷ বলেন, "আজও বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতি হল ভারত ৷ এদেশে লোকবল সবচেয়ে দক্ষ ৷ আর রয়েছে এক সরকার যারা সব আইন ও গণতান্ত্রিক নিয়ম মেনে সংস্কারের নামে যা প্রয়োজন তাই করছে ৷ তাই আপনারা এর (ভারতের) থেকে ভালো কিছু পাবেন না ৷ ভারতে গণতান্ত্রিক প্রেমী ও পুঁজিবাদের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ (রয়েছে) ৷ "

ভারতের বিমা ক্ষেত্রে বিনিয়োগের জন্য এখনও কিছু নির্দিষ্ট শর্ত লাগু রয়েছে ৷ তা তুলে নেওয়ার আর্জি জানায় বিমা সংস্থাগুলি ৷ এর উত্তরে অর্থমন্ত্রী জানান, শর্ত অপসারণ ছাড়া বিমা ক্ষেত্রে কী কী প্রত্যাশা রয়েছে তা সরকারকে বুঝতে হবে ৷ তিনি সবরকম তথ্য দিতে প্রস্তুত হলেও এই মুহূর্তে কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না ৷ তিনি আরও জানান, কর্পোরেট সংস্থা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের মধ্যে বিশ্বাস বা বোঝাপড়ায় কোনও ঘাটতি নেই ৷ তাদের যে কোনও প্রয়োজন, অনুযোগ শুনতে সরকার রাজি ৷

পাশাপাশি, ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতি নিয়েও অর্থমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয় ৷ যদিও তিনি আশ্বস্ত করেন, ধাক্কা খাওয়া বিভিন্ন ক্ষেত্রগুলিকে এরকম পরিস্থিতি থেকে বের করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে ৷ সরকারের একাধিক সংস্কারের সিদ্ধান্তের ফলে চলতি আর্থিক বছরের রাজস্ব ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ যদিও অর্থমন্ত্রীর আশ্বাস, চলতি বছরের আর্থিক বছরের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণ করতে বদ্ধপরিকর সরকার ৷

New Delhi, Oct 16 (ANI): Sunni Waqf Board's advocate Zafaryab Jilani shared his views on reports that the board was withdrawing appeal in the Ayodhya case. He said that "no application has been filed" by the board to withdraw their appeal, but any such application, if decided to be filed, will be given to the court.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.