ETV Bharat / international

কোরোনা : ভারতের হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছাল অ্যামেরিকায় - COVID-19

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভারত 9 মেট্রিক টন ওষুধ প্রস্তুতির দ্রব্যসহ 3.58 মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট অ্যামেরিকায় পাঠায় ৷

India's hydroxychloroquine arrived in the United States
ভারতের হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছাল অ্যামেরিকায়
author img

By

Published : Apr 13, 2020, 4:51 PM IST

দিল্লি, 13 এপ্রিল : বিদেশে ম্যালেরিয়া প্রতিষেধক দ্রব্য রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ৷ এবার হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছাল অ্যামেরিকায় ৷ সম্প্রতি বিশ্বের অন্যতম কোরোনা হটস্পট অ্যামেরিকাসহ বিভিন্ন দেশের সাহায্যে এই নিষেধাজ্ঞা তোলা হয়েছে ৷

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 1.8 মিলিয়ন ও মৃতের সংখ্যা 1,14,257 ৷ অ্যামেরিকায় মৃতের সংখ্যা 20 হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা 5 লাখ 60 হাজারের কাছাকাছি ৷ কিছুদিন আগে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিলেন কোরোনায় ৷ এখন অ্যামেরিকায় মৃতের সংখ্যা 22,115 ৷ এটি ইতালিকে ছাড়িয়ে গেছে ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভারত 9 মেট্রিক টন ওষুধ প্রস্তুতির দ্রব্যসহ 3.58 মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট অ্যামেরিকায় পাঠায় ৷ ভারতের অ্যাম্বাসেডর তরণজিৎ সিং সন্ধু টুইট করে জানান, ‘‘ভারত থেকে পাঠানো হাইড্রক্সিক্লোরোকুইন আজ (শনিবার) নিউ ইয়র্ক বিমান বন্দরে এসে পৌঁছেছে ৷’’

বিশ্বের 70 শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন ভারতেই তৈরি হয় ৷ অ্যামেরিকা সাহায্য চাইলে 7 এপ্রিল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়ে কোরোনা মোকাবিলায় পাশে দাঁড়ায় ভারত ৷

এমন ব্যবহারে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে ভারত ৷ রিয়েল এস্টেট পরামর্শদাতা এক নিউ ইয়র্কনিবাসী বলেন, ‘‘ভারতের এই মানবিকতা অ্যামেরিকা কোনওদিন ভুলবে না ৷’’

দিল্লি, 13 এপ্রিল : বিদেশে ম্যালেরিয়া প্রতিষেধক দ্রব্য রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ৷ এবার হাইড্রক্সিক্লোরোকুইন পৌঁছাল অ্যামেরিকায় ৷ সম্প্রতি বিশ্বের অন্যতম কোরোনা হটস্পট অ্যামেরিকাসহ বিভিন্ন দেশের সাহায্যে এই নিষেধাজ্ঞা তোলা হয়েছে ৷

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 1.8 মিলিয়ন ও মৃতের সংখ্যা 1,14,257 ৷ অ্যামেরিকায় মৃতের সংখ্যা 20 হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা 5 লাখ 60 হাজারের কাছাকাছি ৷ কিছুদিন আগে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিলেন কোরোনায় ৷ এখন অ্যামেরিকায় মৃতের সংখ্যা 22,115 ৷ এটি ইতালিকে ছাড়িয়ে গেছে ৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ভারত 9 মেট্রিক টন ওষুধ প্রস্তুতির দ্রব্যসহ 3.58 মিলিয়ন হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট অ্যামেরিকায় পাঠায় ৷ ভারতের অ্যাম্বাসেডর তরণজিৎ সিং সন্ধু টুইট করে জানান, ‘‘ভারত থেকে পাঠানো হাইড্রক্সিক্লোরোকুইন আজ (শনিবার) নিউ ইয়র্ক বিমান বন্দরে এসে পৌঁছেছে ৷’’

বিশ্বের 70 শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন ভারতেই তৈরি হয় ৷ অ্যামেরিকা সাহায্য চাইলে 7 এপ্রিল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়ে কোরোনা মোকাবিলায় পাশে দাঁড়ায় ভারত ৷

এমন ব্যবহারে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে ভারত ৷ রিয়েল এস্টেট পরামর্শদাতা এক নিউ ইয়র্কনিবাসী বলেন, ‘‘ভারতের এই মানবিকতা অ্যামেরিকা কোনওদিন ভুলবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.