ETV Bharat / international

সৎ মেয়েকে গলা টিপে খুন, দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলা - Indian-origin woman

সৎ মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা । অ্যামেরিকার রিচমন্ড হিলের ঘটনা। এই অপরাধের জন্য দোষী মহিলার সর্বোচ্চ ২৫ বছরের কারাবাস হতে পারে।

চিত্র
author img

By

Published : May 14, 2019, 6:18 PM IST

.

নিউ ইয়র্ক , 14 মে : সৎ মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা । তার নাম শামদাই অর্জুন (55)। শামদাইকে কুইনস সুপ্রিম কোর্ট আজ দোষী সাব্যস্ত করে ।

9 বছরের আশাদীপ কউর ছিল শামদাইয়ের সৎ মেয়ে । স্বামী সুখজিন্দর সিংহের সঙ্গে রিচমন্ড হিলে থাকত সে । আশাদীপ ভারতে থাকত। ২016 সালের অগাস্ট মাসে সে তাঁর বাবার সঙ্গে দেখা করতে অ্যামেরিকার রিচমন্ড হিলে এসেছিল । সেখানে আসার তিন মাসের মধ্যেই সৎমায়ের হাতে সে খুন হয় ।

সুখজিন্দের এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছিলেন যে, বাড়ির শৌচাগারের আলো অনেকক্ষণ জ্বলছিল । এরপরই সুখজিন্দর সিংহকে ডাকা হয় এবং দরজা ভাঙা হয় । সুখজিন্দর বাড়িতে ফিরে দেখেন আশদীপ বাথটবে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে । তদন্তে প্রমাণিত হয়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল ওই নাবালিকাকে। তাঁর গায়ে কিছু আঘাতের চিহ্ন ছিল ।

শামদাইয়ের প্রথম স্বামী সুখজিন্দর সিংহের আত্মীয়রা বলেন, মেয়েটিকে মাঝেমধ্যেই শারীরিক নিগ্রহ করত শামদাই । খুনের ঘটনায় শামদাই ছাড়াও তার দ্বিতীয় স্বামী রেমন্ড নারায়ণের বিরুদ্ধে পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ।

শামদাইকে দোষী সাব্যস্ত করে বিচারপতি কেনেথ হোল্ডার বলেন, "এটি একটি নৃশংস ঘটনা । এজন্য শামদাইকে এই ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর কারাবাসের সাজা দেওয়া হতে পারে। এই অপরাধ ক্ষমার অযোগ্য "

.

নিউ ইয়র্ক , 14 মে : সৎ মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা । তার নাম শামদাই অর্জুন (55)। শামদাইকে কুইনস সুপ্রিম কোর্ট আজ দোষী সাব্যস্ত করে ।

9 বছরের আশাদীপ কউর ছিল শামদাইয়ের সৎ মেয়ে । স্বামী সুখজিন্দর সিংহের সঙ্গে রিচমন্ড হিলে থাকত সে । আশাদীপ ভারতে থাকত। ২016 সালের অগাস্ট মাসে সে তাঁর বাবার সঙ্গে দেখা করতে অ্যামেরিকার রিচমন্ড হিলে এসেছিল । সেখানে আসার তিন মাসের মধ্যেই সৎমায়ের হাতে সে খুন হয় ।

সুখজিন্দের এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছিলেন যে, বাড়ির শৌচাগারের আলো অনেকক্ষণ জ্বলছিল । এরপরই সুখজিন্দর সিংহকে ডাকা হয় এবং দরজা ভাঙা হয় । সুখজিন্দর বাড়িতে ফিরে দেখেন আশদীপ বাথটবে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে । তদন্তে প্রমাণিত হয়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল ওই নাবালিকাকে। তাঁর গায়ে কিছু আঘাতের চিহ্ন ছিল ।

শামদাইয়ের প্রথম স্বামী সুখজিন্দর সিংহের আত্মীয়রা বলেন, মেয়েটিকে মাঝেমধ্যেই শারীরিক নিগ্রহ করত শামদাই । খুনের ঘটনায় শামদাই ছাড়াও তার দ্বিতীয় স্বামী রেমন্ড নারায়ণের বিরুদ্ধে পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ।

শামদাইকে দোষী সাব্যস্ত করে বিচারপতি কেনেথ হোল্ডার বলেন, "এটি একটি নৃশংস ঘটনা । এজন্য শামদাইকে এই ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর কারাবাসের সাজা দেওয়া হতে পারে। এই অপরাধ ক্ষমার অযোগ্য "

Bengaluru, May 14 (ANI): Bannerghatta Biological Park in Bengaluru has made special arrangements to cool off animals from increased temperature. Spraying gun is being used to spray water inside the zoo. Zoo administration has used borewell and natural tanks to provide relief to animals and visitors. Carnivorous animals are also provided separate water tanks.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.