.
নিউ ইয়র্ক , 14 মে : সৎ মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা । তার নাম শামদাই অর্জুন (55)। শামদাইকে কুইনস সুপ্রিম কোর্ট আজ দোষী সাব্যস্ত করে ।
9 বছরের আশাদীপ কউর ছিল শামদাইয়ের সৎ মেয়ে । স্বামী সুখজিন্দর সিংহের সঙ্গে রিচমন্ড হিলে থাকত সে । আশাদীপ ভারতে থাকত। ২016 সালের অগাস্ট মাসে সে তাঁর বাবার সঙ্গে দেখা করতে অ্যামেরিকার রিচমন্ড হিলে এসেছিল । সেখানে আসার তিন মাসের মধ্যেই সৎমায়ের হাতে সে খুন হয় ।
সুখজিন্দের এক প্রতিবেশী পুলিশকে জানিয়েছিলেন যে, বাড়ির শৌচাগারের আলো অনেকক্ষণ জ্বলছিল । এরপরই সুখজিন্দর সিংহকে ডাকা হয় এবং দরজা ভাঙা হয় । সুখজিন্দর বাড়িতে ফিরে দেখেন আশদীপ বাথটবে নগ্ন অবস্থায় পড়ে রয়েছে । তদন্তে প্রমাণিত হয়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল ওই নাবালিকাকে। তাঁর গায়ে কিছু আঘাতের চিহ্ন ছিল ।
শামদাইয়ের প্রথম স্বামী সুখজিন্দর সিংহের আত্মীয়রা বলেন, মেয়েটিকে মাঝেমধ্যেই শারীরিক নিগ্রহ করত শামদাই । খুনের ঘটনায় শামদাই ছাড়াও তার দ্বিতীয় স্বামী রেমন্ড নারায়ণের বিরুদ্ধে পুলিশি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ।
শামদাইকে দোষী সাব্যস্ত করে বিচারপতি কেনেথ হোল্ডার বলেন, "এটি একটি নৃশংস ঘটনা । এজন্য শামদাইকে এই ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর কারাবাসের সাজা দেওয়া হতে পারে। এই অপরাধ ক্ষমার অযোগ্য "