ওয়াশিংটন, 4 নভেম্বর : অ্যামেরিকার হাউসের সদস্য় হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে ডেমোক্র্য়াট দলের একাধিক ভারতীয় বংশোদ্ভুত ৷ সেই লড়াইয়ে টানা তৃতীয়বারের জন্য় অ্যামেরিকা সংসদের সদস্য় নির্বাচিত হয়েই গিয়েছেন বলে ধরা যায় ডেমোক্রেটিক দলের প্রার্থী রাজা কৃষ্ণমূর্তি ৷ বছর 47 এর কৃষ্ণমূর্তির জন্ম দিল্লিতে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, যত ভোট গণনা হয়েছে, তার মধ্য়ে প্রায় 71 শতাংশ ভোট পেয়েছেন কৃষ্ণমূর্তি ৷ ফলে রিপাবলিকান প্রার্থী পেরসটন নেলসনের বিরুদ্ধে লড়াইটা কার্যত এক পেশে ভাবে জিততে চলেছেন তিনি ৷
কৃষ্ণমূর্তির বাবা-মা তামিলনাড়ুর বাসিন্দা ৷ তিনি প্রথম 2016 সালে হাউস অফ রিপ্রেসেনটেটিভ নির্বাচিত হয়েছিলেন ৷ অন্য়দিকে, ডেমোক্র্য়াটিক কংগ্রেস দলের অ্য়ামি বেরা পঞ্চমবারের জন্য় এবং রো বেরা তৃতীয়বারের জন্য় হাউস অফ রিপ্রেসেনটেটিভ হিসেবে ক্য়ালিফোর্নিয়া থেকে জেতার চেষ্টায় রয়েছেন ৷ অন্য়দিকে, কংগ্রেসের প্রমিলা জয়াপালও তৃতীয়বারের জন্য় ওয়াশিংটন স্টেট থেকে নির্বাচিত হওয়ার আশায় রয়েছেন ৷ ক্য়ালিফোর্নিয়া ও ওয়াশিংটন স্টেটের ভোট গণনা চলছে ৷ খুব শীঘ্রই এই দুই কেন্দ্রের ফলাফল জানা যাবে ৷
অন্য়দিক, ডেমোক্র্য়াট প্রার্থী ড. হিরাল টিপিরনেনিও তৃতীয়বার অ্য়ারিজোনা থেকে মার্কিন হাউসে নির্বাচিত হওয়ার আশায় রয়েছেন ৷ এমনকী ডেমোক্র্য়াটদের গড় হিসেবে পরিচিত ভার্জিনিয়ায় রিপাবলিকান দলের মানগা আনানতাতমুলা প্রায় 15 শতাংশ ভোটে ডেমোক্র্য়াট প্রার্থী গ্য়ারি কনোলির থেকে পিছিয়ে রয়েছেন ৷