ETV Bharat / international

যেভাবে খতম হল IS প্রধান বাগদাদি - ডোনাল্ড ট্রাম্প

কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায় এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷

trump
author img

By

Published : Oct 29, 2019, 1:08 AM IST

ওয়াশিংটন, 28 অক্টোবর : রবিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প IS প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেন ৷ তিনি জানান, অ্যামেরিকার সেনার অভিযানের সময় আত্মঘাতী হয়েছে ইসলামিক স্টেটের প্রধান ৷ শনিবার ট্রাম্প টুইট করেছিলেন, "এখনই বড় কিছু ঘটেছে "৷ অ্যমেরিকার প্রেসিডেন্টের এই টুইটের পরই সারা বিশ্ব বড় কোনও ঘোষণার অপেক্ষায় ছিল ৷ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বত্রাস আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর আসে ৷

কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায়, এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷

প্রায় এক মাস আগে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থা আল বাগদাদির বাসভবনের হদিশ পায় ৷ ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় কুর্দদের সহযোগিতায় অ্যামেরিকার গোয়েন্দারা সিরিয়ার ইদলিব প্রদেশে বাগদাদির বাসভবন চিহ্নিত করেন ৷ তারপর তৈরি হয় IS প্রধানকে খতম করার মাস্টার প্ল্যান ৷ অপারেশনের তিন দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবিস্তারে জানান সেনা আধিকারিকরা ৷ তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই শুরু হয় অপারেশন ৷

পশ্চিম ইরাকের কোনও এক এয়ারবেস থেকে আটি হেলিকপ্টারে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয় অ্যামেরিকার সেনা ৷ এই নৈশ অভিযানের জন্য ইরাক, টার্কি ও রাশিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দরকার ছিল ৷ ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার কাছে অপারেশনের ধরন সম্পর্কে তাঁরা জানাননি ৷ তাঁরা শুধু বলেছিলেন এই অপারেশন রাশিয়া পছন্দ করবে ৷

শনিবার স্থানীয় সময় বিকেল 4.30 এ হোয়াইট হাউজ়ে চলে আসেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিকেল 5টা নাগাদ তিনি হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং গোয়েন্দা কর্তারা ৷ সেখানে তাঁরা পুরো অপারেশনের সরাসরি দেখেন ৷

ভাইস প্রেসিডেন্ট ও পদস্থ আধিকারিকদের সঙ্গে হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে একত্রিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন শুরু করার সঙ্কেত দেন৷ এরপর আটটি হেলিকপ্টার অ্যামেরিকান সেনা ও সেনা কুকুরদের নিয়ে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয়৷ এই অভিযানে অংশ নিয়েছিল অ্যামেরিকার ডেল্টা ফোর্স ৷ যারা সন্ত্রাস দমনের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত ৷ এদের কখনও কখনও হাই-ভ্যালু টার্গেট ক্যাপটার করার জন্য পাঠানো হয় ৷ এই অভিযানে বায়ুসেনা ও নৌবাহিনীও সহযোগিতা করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ৷ এই অভিযানে বিশেষভাবে তৈরি রোবোটও নিয়ে গেছিল ডেল্টা ফোর্স৷ অবশ্য অভিযানে রোবোট নামাতে হয়নি৷

US সেনার হেলিকপ্টারগুলি আল বাগদাদির বাসভবনে পৌঁছাতেই IS জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে ৷ সেই আক্রমণ ঠেকিয়ে সেনারা বাসভবনের সামনে নামতে সক্ষম হয় ৷ এরপর তারা দরজা দিয়ে প্রবেশ করেনি ৷ দরজায় ফাঁদ থাকতে পারে এই সন্দেহে , প্রাসাদের দেওয়াল উড়িয়ে তারা ভেতরে প্রবেশ করে ৷

ভেতরে ঢুকে কম্পাউন্ড পরিষ্কার করতে বেশি সময় নেয়নি অ্যামেরিকার সেনা জওয়ানরা ৷ বেশিরভাগ IS জঙ্গি সেনার গুলিতে মারা যায় ৷ বাকি কয়েকজন আত্মসমর্পণ করে ৷ সেখান থেকে 11 টি নাবালককে উদ্ধার করা হয় ৷ তাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অ্যামেরিকার সেনা জওয়ানরা এরপর বেশ কিছু উচ্চ পদস্থ IS জঙ্গিকে বন্দী করে ৷

এদিকে বাসভবনে সেনা অভিযানের পর বাগদাদি তার তিন সন্তানকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে ৷ সেনারা বাগদাদিকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানায়৷ কিন্তু বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তা প্রত্যাখান করে৷ এরপর সেনা কুকুর বাগদাদিকে তাড়া করে ৷ পালাতে গিয়ে সুড়ঙ্গের বন্ধপ্রান্তে আটকে যায় বাগদাদি ৷ এদিকে সেনা অন্যদিকে কুকুর ৷ বাগদাদি তখন নাকি চিৎকার করে ডোনাল্ড ট্রাম্পকে গালাগাল করতে থাকে ৷ এরপর কাঁদতে কাঁদতে তার সুইসাইড ভেস্ট অ্যাক্টিভেট করে দেয়৷ বিস্ফোরণে তিন সন্তান সহ বাগদাদির মৃত্যু হয়৷

বিস্ফোরণের পর বাগদাদি ও তার তিন সন্তানের দেহাংশ ছড়িয়ে পড়েছিল৷ বাগদাদির মৃত্যু নিশ্চিত করতে সুড়ঙ্গের মধ্যেই DNA টেস্ট করে অ্যামেরিকার সেনারা ৷ 15 মিনিটের মধ্যে বাগদাদির পরিচয় নিশ্চিত হয় ৷ ট্রাম্প জানিয়েছেন, এরপর সেনা কমান্ডার তাঁকে বলেন " আমরা জ্যাকপট পেয়ে গেছি ৷"

অ্যামেরিকার সেনা জওয়ানরা বাগদাদির বাসভবন তল্লাশি করে ৷ সেখান থেকে বেশকিছু অত্যন্ত সংবেদনশীল নথি উদ্ধার করেছে ৷ এই নথিতে IS-এর উৎপত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে ৷ মাত্র দু ঘন্টার অপারেশর সাফল্যের সঙ্গে শেষ করে ফিরে যায় ডেল্টা ফোর্স ৷

অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান জানান, সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে বাগদাদির শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তিনি আরও জানান, 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান করে ওসামা বিন লাদেনকে নিকেশ করা হয় ৷ এরপর ইসলামিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন অ্যামেরিকার সেনা আধিকারিকরা ৷ লাদেনের দেহ সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে সমুদ্রে সলিল সমাধি দেওয়া হয়েছিল ৷ এভাবেই IS প্রধান আবু বকর আল বাগদাদির শেষকৃত্য সমপন্ন করা হবে ৷

ওয়াশিংটন, 28 অক্টোবর : রবিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প IS প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর ঘোষণা করেন ৷ তিনি জানান, অ্যামেরিকার সেনার অভিযানের সময় আত্মঘাতী হয়েছে ইসলামিক স্টেটের প্রধান ৷ শনিবার ট্রাম্প টুইট করেছিলেন, "এখনই বড় কিছু ঘটেছে "৷ অ্যমেরিকার প্রেসিডেন্টের এই টুইটের পরই সারা বিশ্ব বড় কোনও ঘোষণার অপেক্ষায় ছিল ৷ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বত্রাস আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর আসে ৷

কী ভাবে হল এই মিশন ? আল বাগদাদির হদিশ কী ভাবে পেল US সেনা ? রাতের অন্ধকারে IS প্রধানের ডেরায় হানা দেওয়া কতটা কঠিন ছিল ? শনিবার হোয়াইট হাউজ়ে বসে সেনার অপারেশনের লাইভ দেখছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ তাঁর ভাষায়, এই অপারেশন লাইভ তিনি সিনেমা দেখার মতো উপভোগ করেছেন ৷

প্রায় এক মাস আগে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থা আল বাগদাদির বাসভবনের হদিশ পায় ৷ ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, সপ্তাহ দুয়েক আগে স্থানীয় কুর্দদের সহযোগিতায় অ্যামেরিকার গোয়েন্দারা সিরিয়ার ইদলিব প্রদেশে বাগদাদির বাসভবন চিহ্নিত করেন ৷ তারপর তৈরি হয় IS প্রধানকে খতম করার মাস্টার প্ল্যান ৷ অপারেশনের তিন দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবিস্তারে জানান সেনা আধিকারিকরা ৷ তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই শুরু হয় অপারেশন ৷

পশ্চিম ইরাকের কোনও এক এয়ারবেস থেকে আটি হেলিকপ্টারে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয় অ্যামেরিকার সেনা ৷ এই নৈশ অভিযানের জন্য ইরাক, টার্কি ও রাশিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি দরকার ছিল ৷ ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়ার কাছে অপারেশনের ধরন সম্পর্কে তাঁরা জানাননি ৷ তাঁরা শুধু বলেছিলেন এই অপারেশন রাশিয়া পছন্দ করবে ৷

শনিবার স্থানীয় সময় বিকেল 4.30 এ হোয়াইট হাউজ়ে চলে আসেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিকেল 5টা নাগাদ তিনি হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে যান ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং গোয়েন্দা কর্তারা ৷ সেখানে তাঁরা পুরো অপারেশনের সরাসরি দেখেন ৷

ভাইস প্রেসিডেন্ট ও পদস্থ আধিকারিকদের সঙ্গে হোয়াইট হাউজ়ের সিচুয়েশন রুমে একত্রিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন শুরু করার সঙ্কেত দেন৷ এরপর আটটি হেলিকপ্টার অ্যামেরিকান সেনা ও সেনা কুকুরদের নিয়ে বাগদাদির বাসভবনের উদ্দেশে রওনা দেয়৷ এই অভিযানে অংশ নিয়েছিল অ্যামেরিকার ডেল্টা ফোর্স ৷ যারা সন্ত্রাস দমনের জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত ৷ এদের কখনও কখনও হাই-ভ্যালু টার্গেট ক্যাপটার করার জন্য পাঠানো হয় ৷ এই অভিযানে বায়ুসেনা ও নৌবাহিনীও সহযোগিতা করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প ৷ এই অভিযানে বিশেষভাবে তৈরি রোবোটও নিয়ে গেছিল ডেল্টা ফোর্স৷ অবশ্য অভিযানে রোবোট নামাতে হয়নি৷

US সেনার হেলিকপ্টারগুলি আল বাগদাদির বাসভবনে পৌঁছাতেই IS জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে ৷ সেই আক্রমণ ঠেকিয়ে সেনারা বাসভবনের সামনে নামতে সক্ষম হয় ৷ এরপর তারা দরজা দিয়ে প্রবেশ করেনি ৷ দরজায় ফাঁদ থাকতে পারে এই সন্দেহে , প্রাসাদের দেওয়াল উড়িয়ে তারা ভেতরে প্রবেশ করে ৷

ভেতরে ঢুকে কম্পাউন্ড পরিষ্কার করতে বেশি সময় নেয়নি অ্যামেরিকার সেনা জওয়ানরা ৷ বেশিরভাগ IS জঙ্গি সেনার গুলিতে মারা যায় ৷ বাকি কয়েকজন আত্মসমর্পণ করে ৷ সেখান থেকে 11 টি নাবালককে উদ্ধার করা হয় ৷ তাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অ্যামেরিকার সেনা জওয়ানরা এরপর বেশ কিছু উচ্চ পদস্থ IS জঙ্গিকে বন্দী করে ৷

এদিকে বাসভবনে সেনা অভিযানের পর বাগদাদি তার তিন সন্তানকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে ৷ সেনারা বাগদাদিকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানায়৷ কিন্তু বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তা প্রত্যাখান করে৷ এরপর সেনা কুকুর বাগদাদিকে তাড়া করে ৷ পালাতে গিয়ে সুড়ঙ্গের বন্ধপ্রান্তে আটকে যায় বাগদাদি ৷ এদিকে সেনা অন্যদিকে কুকুর ৷ বাগদাদি তখন নাকি চিৎকার করে ডোনাল্ড ট্রাম্পকে গালাগাল করতে থাকে ৷ এরপর কাঁদতে কাঁদতে তার সুইসাইড ভেস্ট অ্যাক্টিভেট করে দেয়৷ বিস্ফোরণে তিন সন্তান সহ বাগদাদির মৃত্যু হয়৷

বিস্ফোরণের পর বাগদাদি ও তার তিন সন্তানের দেহাংশ ছড়িয়ে পড়েছিল৷ বাগদাদির মৃত্যু নিশ্চিত করতে সুড়ঙ্গের মধ্যেই DNA টেস্ট করে অ্যামেরিকার সেনারা ৷ 15 মিনিটের মধ্যে বাগদাদির পরিচয় নিশ্চিত হয় ৷ ট্রাম্প জানিয়েছেন, এরপর সেনা কমান্ডার তাঁকে বলেন " আমরা জ্যাকপট পেয়ে গেছি ৷"

অ্যামেরিকার সেনা জওয়ানরা বাগদাদির বাসভবন তল্লাশি করে ৷ সেখান থেকে বেশকিছু অত্যন্ত সংবেদনশীল নথি উদ্ধার করেছে ৷ এই নথিতে IS-এর উৎপত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে ৷ মাত্র দু ঘন্টার অপারেশর সাফল্যের সঙ্গে শেষ করে ফিরে যায় ডেল্টা ফোর্স ৷

অ্যামেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান জানান, সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে বাগদাদির শেষকৃত্য সম্পন্ন হবে ৷ তিনি আরও জানান, 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান করে ওসামা বিন লাদেনকে নিকেশ করা হয় ৷ এরপর ইসলামিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন অ্যামেরিকার সেনা আধিকারিকরা ৷ লাদেনের দেহ সম্পূর্ণ ইসলামিক রীতি মেনে সমুদ্রে সলিল সমাধি দেওয়া হয়েছিল ৷ এভাবেই IS প্রধান আবু বকর আল বাগদাদির শেষকৃত্য সমপন্ন করা হবে ৷

Fatehabad (Haryana), Oct 28 (ANI): Even after prohibition, farmers continued to burn stubble in Haryana's Fatehabad. Stubble burning in Punjab and Haryana has become a major cause of air pollution not only in the states but also in the national capital. Earlier, farmers who were identified for burning stubbles had been sent legal notice to stop the practice.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.