ETV Bharat / international

সম্পূর্ণ টিকা নিলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে, ঘোষণা বাইডেনের - কোভিড টিকা

টিকা নেওয়া সম্পূর্ণ হলে আমেরিকাবাসীকে আর মাস্ক পরতে হবে না ৷ জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ একে আমেরিকার দারুণ দিন বলে বর্ণনা করেছেন তিনি ৷

'Great day for America': Fully vaccinated people can largely ditch masks, announces Joe Biden
সম্পূর্ণ টিকা নিলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে, ঘোষণা বাইডেনের
author img

By

Published : May 14, 2021, 7:05 AM IST

ওয়াশিংটন, 14 মে: টিকা নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে ৷ বৃহস্পতিবার এ কথাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই দিনকে আমেরিকার জন্য দারুণ দিন বলে বর্ণনা করেছেন তিনি ৷ এ দিন তিনি যে অনুষ্ঠানে এই নয়া নির্দেশিকার কথা জানাচ্ছিলেন, সেখানে তিনি ও তাঁর কর্মীরা মাস্ক ছাড়াই গিয়েছিলেন ৷ যদিও আমেরিকার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা ৷

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কথা উল্লেখ করে বাইডেন টুইটে ঘোষণা করেন, "কোভিড 19-এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ে আজকের দিনটা আমেরিকার জন্য দারুণ দিন ৷ মাত্র কয়েক ঘণ্টা আগে সিডিসি ঘোষণা করেছে যে, সম্পূর্ণ টিকা নেওয়া মানুষদের আর মাস্ক পরে থাকার প্রয়োজন নেই বলে তাদের পরামর্শ ৷" বাইডেনের কথায়, "শেষ সীমারেখায় না-পৌঁছনো পর্যন্ত নিজেদের সুরক্ষিত রাখুন ৷ কারণ এই ঘোষণা যতটা সুন্দর একে আমরা নষ্ট হতে দিতে চাই না ৷ আমাদের জন্য এই ভাইরাস কতটা কঠিন ছিল, সেটা আমরা সবাই জানি ৷ দেশের জন্য যেটা সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, তা হল সবাইকে টিকা নিতে হবে ৷"

  • Today is a great day for America in our long battle with COVID-19.

    Just a few hours ago, the CDC announced they are no longer recommending that fully vaccinated people need to wear masks.

    — Joe Biden (@JoeBiden) May 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোস গার্ডেনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময়ে বাইডেনের মুখেও মাস্ক ছিল না ৷ এমনকী তার কয়েক ঘণ্টা আগে ওভাল অফিসে টিকা নেওয়া রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের সময়েও তিনি মাস্ক খুলে রাখার কথা বলেন সবাইকে ৷ আমেরিকানদের টিকা নেওয়ায় উত্সাহী করতে তিনি বলেন, "পুরোপুরি টিকা নেওয়া হয়ে গেলে মাস্ক পরার আর দরকার নেই ৷ হয় টিকা নিন, নয়তো মাস্ক পরে থাকুন ৷" বাইডেন জানিয়েছেন, 49 থেকে 50টি দেশে করোনার সংক্রমণ কমেছে, করোনায় মৃত্যু কমেছে 80 শতাংশ ৷

আরও পড়ুন: একুশের শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ় থাকবে ভাঁড়ারে, দাবি কেন্দ্রের

তবে ইনডোরে যেখানে লোকসমাগম বেশি থাকে, যেমন বিমান, হাসপাতাল, সংশোধনাগার, স্কুল, এ সব জায়গায় মাস্ক পরেই থাকতে বলা হয়েছে নয়া নির্দেশিকায় ৷

মাস্ক না-পরার নির্দেশিকা নিয়ে নতুন করে সংক্রমণের আশঙ্কা করছেন নেটিজেনরা ৷ অনেকেই বলছেন, টিকা না-নেওয়া কেউ মাস্ক না-পরে ঘুরে বেড়ালে, তাতে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

ওয়াশিংটন, 14 মে: টিকা নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীকে ৷ বৃহস্পতিবার এ কথাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এই দিনকে আমেরিকার জন্য দারুণ দিন বলে বর্ণনা করেছেন তিনি ৷ এ দিন তিনি যে অনুষ্ঠানে এই নয়া নির্দেশিকার কথা জানাচ্ছিলেন, সেখানে তিনি ও তাঁর কর্মীরা মাস্ক ছাড়াই গিয়েছিলেন ৷ যদিও আমেরিকার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা ৷

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কথা উল্লেখ করে বাইডেন টুইটে ঘোষণা করেন, "কোভিড 19-এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ে আজকের দিনটা আমেরিকার জন্য দারুণ দিন ৷ মাত্র কয়েক ঘণ্টা আগে সিডিসি ঘোষণা করেছে যে, সম্পূর্ণ টিকা নেওয়া মানুষদের আর মাস্ক পরে থাকার প্রয়োজন নেই বলে তাদের পরামর্শ ৷" বাইডেনের কথায়, "শেষ সীমারেখায় না-পৌঁছনো পর্যন্ত নিজেদের সুরক্ষিত রাখুন ৷ কারণ এই ঘোষণা যতটা সুন্দর একে আমরা নষ্ট হতে দিতে চাই না ৷ আমাদের জন্য এই ভাইরাস কতটা কঠিন ছিল, সেটা আমরা সবাই জানি ৷ দেশের জন্য যেটা সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, তা হল সবাইকে টিকা নিতে হবে ৷"

  • Today is a great day for America in our long battle with COVID-19.

    Just a few hours ago, the CDC announced they are no longer recommending that fully vaccinated people need to wear masks.

    — Joe Biden (@JoeBiden) May 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রোস গার্ডেনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময়ে বাইডেনের মুখেও মাস্ক ছিল না ৷ এমনকী তার কয়েক ঘণ্টা আগে ওভাল অফিসে টিকা নেওয়া রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের সময়েও তিনি মাস্ক খুলে রাখার কথা বলেন সবাইকে ৷ আমেরিকানদের টিকা নেওয়ায় উত্সাহী করতে তিনি বলেন, "পুরোপুরি টিকা নেওয়া হয়ে গেলে মাস্ক পরার আর দরকার নেই ৷ হয় টিকা নিন, নয়তো মাস্ক পরে থাকুন ৷" বাইডেন জানিয়েছেন, 49 থেকে 50টি দেশে করোনার সংক্রমণ কমেছে, করোনায় মৃত্যু কমেছে 80 শতাংশ ৷

আরও পড়ুন: একুশের শেষে ভ্যাকসিনের 200 কোটি ডোজ় থাকবে ভাঁড়ারে, দাবি কেন্দ্রের

তবে ইনডোরে যেখানে লোকসমাগম বেশি থাকে, যেমন বিমান, হাসপাতাল, সংশোধনাগার, স্কুল, এ সব জায়গায় মাস্ক পরেই থাকতে বলা হয়েছে নয়া নির্দেশিকায় ৷

মাস্ক না-পরার নির্দেশিকা নিয়ে নতুন করে সংক্রমণের আশঙ্কা করছেন নেটিজেনরা ৷ অনেকেই বলছেন, টিকা না-নেওয়া কেউ মাস্ক না-পরে ঘুরে বেড়ালে, তাতে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.