ETV Bharat / international

বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল 9/11? - manhattan

হামলার তদন্তে নেমে CIA জানতে পেরেছিল অ্যামেরিকাকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়া এই হামলার অন্যতম লক্ষ্য ছিল । ওই হামলায় ক্ষতি হয় প্রায় 10 হাজার কোটি ডলার । 2001 সালের 11 সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর থেকে দেশটির ঋণের খাতায় যোগ হয়েছে প্রায় 400 কোটি ডলার ।

বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল 9/11?
author img

By

Published : Sep 11, 2019, 5:01 AM IST

ম্যানহাটন, 11 সেপ্টেম্বর : 2001 সালের 9/11 হামলার জেরে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিল । হামলার প্রভাব পড়েছিল অ্যামেরিকা ও বিশ্বের অর্থনীতিতে । হামলার তদন্তে নেমে CIA জানতে পেরেছিল অ্যামেরিকাকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়া এই হামলার অন্যতম লক্ষ্য ছিল । ওই হামলায় ক্ষতি হয় প্রায় 10 হাজার কোটি ডলার ।

এই একটি ঘটনা পালটে দেয় গোটা অ্যামেরিকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা । দীর্ঘদিন ধরে এ হামলার জের টানতে হয় অ্যামেরিকাকে । 2001 সালের 11 সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর থেকে দেশটির ঋণের খাতায় যোগ হয়েছে প্রায় 400 কোটি ডলার । যুদ্ধ ও জাতীয় নিরাপত্তার জন্য এই অর্থ ব্যয় করা হয়েছে । আফগানিস্তানে যুদ্ধের প্রথম বছর কংগ্রেস তহবিলে আলাদা করে রাখে 27 বিলিয়ন ডলার । ইরাক হামলার প্রথম বছরে কংগ্রেস জরুরি যুদ্ধ তহবিলে প্রায় 37 বিলিয়ন ডলার আলাদা করে রাখে ।

2001 সালের মার্চ থেকে এমনিতেই আর্থিক মন্দা চলছিল । তবে 9/11 হামলার পর মন্দা আরও খারাপের দিকে চলে যায় । 2001 সালে তৃতীয়বারের জন্য অ্যামেরিকার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 4 দিনের জন্য বন্ধ থাকে । চার দিন বন্ধের পর 2001 সালের 17 সেপ্টেম্বর শেয়ার মার্কেট চালু হয় । তৎক্ষণাৎ ডাও জোন্সে বড় 30টি কোম্পানির মার্কেট ইনডেক্স পড়ে যায় 7.13 শতাংশ । সেই সময় পর্যন্ত সেটাই ছিল একদিনে রেকর্ড পতন ।

আর্থিক মন্দা 2001 সালের নভেম্বরে কেটে যায় । তবে এরপর শুরু হয় যুদ্ধের হুমকি । যার জেরে আরও এক বছরের জন্যও ডাও জোন্স-এর পতন হতে থাকে । 2002 সালের অক্টোবরে পতন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় । মন্দা শুরু হওয়ার আগের প্রেক্ষিতে সেই পতন 37.8 শতাংশ ছিল । এদিকে হামলার পরবর্তী পরিস্থিতিতে শুধু নিউ ইয়র্ক রাজ্যেই 4 লাখ 30 হাজার লোকের চাকরি যায় । 18 হাজার ছোটো ব্যবসা বন্ধ হয়ে যায় ।

অ্যামেরিকান ডলারের পতনের জেরে পতন হয় বিশ্বের বিভিন্ন মুদ্রার । ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইয়েনের দাম কমতে থাকে । হামলার পরদিনই স্পেনের স্টক মার্কেটে 4.6 শতাংশ পতন হয় । জার্মানি ও লন্ডন স্টক মার্কেটে পতন হয় 8.5 ও 5.7 শতাংশ করে । প্রভাব পড়ে লাতিন অ্যামেরিকার দেশগুলিতেও । ব্রাজ়িল, আর্জেন্টিনা ও মেক্সিকোর স্টক মার্কেটেও ধস নামে ।

9/11 হামলার প্রভাব পরে সেই দেশের প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে । যা অ্যামেরিকাকে ঋণ সংকটের দিকে ঠেলে দিয়েছিল । সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য 2 ট্রিলিয়ন ডলার বেশি বেশি ঋণ নিয়েছিল অ্যামেরিকা । তবে শুধু অ্যামেরিকা নয় । সারা বিশ্বেই এরপর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়ে যায় ।

বিশ্বব্যপী বিমান পরিষেবা ও শিল্পের ক্ষেত্রেও 9/11 -র প্রভাব ছিল সুদূরপ্রসারী । সেই পরিস্থিতি থেকে বিমান সংস্থাগুলিকে সাহায্য করতে 10 বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল অ্যামেরিকা সরকার । এক সমীক্ষাতে দেখা যায় 9/11 পরবর্তী সময়ে 65 শতাংশ অ্যামেরিকান বিমানে চড়তে ভয় পাচ্ছিলেন । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিমান সংস্থাগুলি । অ্যামেরিকার পর্যটন ব্যবসাতেও প্রচুর লোক চাকরি হারায় ।

ম্যানহাটন, 11 সেপ্টেম্বর : 2001 সালের 9/11 হামলার জেরে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিল । হামলার প্রভাব পড়েছিল অ্যামেরিকা ও বিশ্বের অর্থনীতিতে । হামলার তদন্তে নেমে CIA জানতে পেরেছিল অ্যামেরিকাকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়া এই হামলার অন্যতম লক্ষ্য ছিল । ওই হামলায় ক্ষতি হয় প্রায় 10 হাজার কোটি ডলার ।

এই একটি ঘটনা পালটে দেয় গোটা অ্যামেরিকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা । দীর্ঘদিন ধরে এ হামলার জের টানতে হয় অ্যামেরিকাকে । 2001 সালের 11 সেপ্টেম্বরের জঙ্গি হামলার পর থেকে দেশটির ঋণের খাতায় যোগ হয়েছে প্রায় 400 কোটি ডলার । যুদ্ধ ও জাতীয় নিরাপত্তার জন্য এই অর্থ ব্যয় করা হয়েছে । আফগানিস্তানে যুদ্ধের প্রথম বছর কংগ্রেস তহবিলে আলাদা করে রাখে 27 বিলিয়ন ডলার । ইরাক হামলার প্রথম বছরে কংগ্রেস জরুরি যুদ্ধ তহবিলে প্রায় 37 বিলিয়ন ডলার আলাদা করে রাখে ।

2001 সালের মার্চ থেকে এমনিতেই আর্থিক মন্দা চলছিল । তবে 9/11 হামলার পর মন্দা আরও খারাপের দিকে চলে যায় । 2001 সালে তৃতীয়বারের জন্য অ্যামেরিকার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 4 দিনের জন্য বন্ধ থাকে । চার দিন বন্ধের পর 2001 সালের 17 সেপ্টেম্বর শেয়ার মার্কেট চালু হয় । তৎক্ষণাৎ ডাও জোন্সে বড় 30টি কোম্পানির মার্কেট ইনডেক্স পড়ে যায় 7.13 শতাংশ । সেই সময় পর্যন্ত সেটাই ছিল একদিনে রেকর্ড পতন ।

আর্থিক মন্দা 2001 সালের নভেম্বরে কেটে যায় । তবে এরপর শুরু হয় যুদ্ধের হুমকি । যার জেরে আরও এক বছরের জন্যও ডাও জোন্স-এর পতন হতে থাকে । 2002 সালের অক্টোবরে পতন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় । মন্দা শুরু হওয়ার আগের প্রেক্ষিতে সেই পতন 37.8 শতাংশ ছিল । এদিকে হামলার পরবর্তী পরিস্থিতিতে শুধু নিউ ইয়র্ক রাজ্যেই 4 লাখ 30 হাজার লোকের চাকরি যায় । 18 হাজার ছোটো ব্যবসা বন্ধ হয়ে যায় ।

অ্যামেরিকান ডলারের পতনের জেরে পতন হয় বিশ্বের বিভিন্ন মুদ্রার । ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইয়েনের দাম কমতে থাকে । হামলার পরদিনই স্পেনের স্টক মার্কেটে 4.6 শতাংশ পতন হয় । জার্মানি ও লন্ডন স্টক মার্কেটে পতন হয় 8.5 ও 5.7 শতাংশ করে । প্রভাব পড়ে লাতিন অ্যামেরিকার দেশগুলিতেও । ব্রাজ়িল, আর্জেন্টিনা ও মেক্সিকোর স্টক মার্কেটেও ধস নামে ।

9/11 হামলার প্রভাব পরে সেই দেশের প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে । যা অ্যামেরিকাকে ঋণ সংকটের দিকে ঠেলে দিয়েছিল । সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য 2 ট্রিলিয়ন ডলার বেশি বেশি ঋণ নিয়েছিল অ্যামেরিকা । তবে শুধু অ্যামেরিকা নয় । সারা বিশ্বেই এরপর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বেড়ে যায় ।

বিশ্বব্যপী বিমান পরিষেবা ও শিল্পের ক্ষেত্রেও 9/11 -র প্রভাব ছিল সুদূরপ্রসারী । সেই পরিস্থিতি থেকে বিমান সংস্থাগুলিকে সাহায্য করতে 10 বিলিয়ন ডলার ঋণ দিয়েছিল অ্যামেরিকা সরকার । এক সমীক্ষাতে দেখা যায় 9/11 পরবর্তী সময়ে 65 শতাংশ অ্যামেরিকান বিমানে চড়তে ভয় পাচ্ছিলেন । যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিমান সংস্থাগুলি । অ্যামেরিকার পর্যটন ব্যবসাতেও প্রচুর লোক চাকরি হারায় ।

Kupwara (JandK), Sep 09 (ANI): The Indian Army foiled an infiltration attempt by a Pakistani BAT (Border Action Team) squad along the Line of Control (LoC) in Keran sector of Kupwara, Jammu and Kashmir. The action was performed by the Indian Army on the first week of August month. In the video taken by the Army's quadcopter, bodies of eliminated Pakistani Army regulars, terrorists along with equipment can be seen.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.