ETV Bharat / international

ইরাকে অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা - US troops

অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা
অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা
author img

By

Published : Jan 12, 2020, 10:04 PM IST

Updated : Jan 13, 2020, 4:11 PM IST

22:01 January 12

সামারা (ইরাক), 12 জানুয়ারি : ইরাকে বাগদাদের উত্তর দিকে অবস্থিত অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা চালানো হয়েছে ৷ এই হামলায় ইরাকের বায়ুসেনার চার কর্মী জখম হয়েছেন ৷

বাগদাদের উত্তরে অবস্থিত আল-বালাদ ঘাঁটি থেকে অ্যামেরিকার বায়ুসেনা কর্মীদের অনেককেই ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছিল ৷ সেনা সূত্রে খবর, গত দু'সপ্তাহ ধরে অ্যামেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরেই এই সিদ্ধান্ত ৷

সম্প্রতি কয়েক মাসে বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ৷

22:01 January 12

সামারা (ইরাক), 12 জানুয়ারি : ইরাকে বাগদাদের উত্তর দিকে অবস্থিত অ্যামেরিকার বায়ুসেনা ঘাঁটিতে চারটি রকেট হামলা চালানো হয়েছে ৷ এই হামলায় ইরাকের বায়ুসেনার চার কর্মী জখম হয়েছেন ৷

বাগদাদের উত্তরে অবস্থিত আল-বালাদ ঘাঁটি থেকে অ্যামেরিকার বায়ুসেনা কর্মীদের অনেককেই ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছিল ৷ সেনা সূত্রে খবর, গত দু'সপ্তাহ ধরে অ্যামেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরেই এই সিদ্ধান্ত ৷

সম্প্রতি কয়েক মাসে বেশ কয়েকবার অ্যামেরিকার ঘাঁটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়েছে ৷ ঘটনাগুলিতে ইরাকের সেনাকর্মীরাই বেশি জখম হয়েছেন ৷ কিন্তু, গত মাসে এই হামলায় একজন অ্যামেরিকান ঠিকাকর্মী মারা যান ৷

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 13, 2020, 4:11 PM IST

For All Latest Updates

TAGGED:

IraqAmerica
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.