ETV Bharat / international

লাদেন পুত্র হামজ়ার মৃত্যুর খবর নিশ্চিত করলেন ট্রাম্প

ট্রাম্প জানান, আফগানিস্তান- পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ বিরোধী অভিযান চলাকালীন মারা যায় ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেন ।

লাদেন পুত্র হামজ়ার মৃত্যুর খবর নিশ্চিত করলেন ট্রাম্প
author img

By

Published : Sep 14, 2019, 8:05 PM IST

ওয়াশিংটন, 14 সেপ্টেম্বর : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্প জানান, আফগানিস্তান- পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ বিরোধী অভিযান চলাকালীন মারা যায় হামজ়া ।

ওসামা বিন লাদেনের 20 সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷ ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷

এর আগে অগাস্ট মাসে লাদেনের পুত্র হামজ়ার খতম হওয়ার খবর সামনে আসে । অ্যামেরিকার তিনজন প্রশাসনিক আধিকারিক হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ তবে জায়গা ও সময় সম্পর্কিত কোনও তথ্য তাঁরা দেননি ৷ যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

অ্যাবোটাবাদে ওসামা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখানেই প্রশিক্ষণ চলছিল হামজ়ার ৷ সেই বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল তা থেকেই এই তথ্য উঠে এসেছিল । এছাড়া ইরানে আল কায়দার একজন বর্ষীয়ান সদস্যের মেয়ের সঙ্গে তার বিয়ের ভিডিয়ো খুঁজে পায় অ্যামেরিকার সেনা ৷ প্রাথমিক সূত্রে খবর আসে, ইরানে গৃহবন্দী ছিল হামজ়া ৷ পরে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়ায় তার অবাধ বিচরণ ছিল ৷ 9/11-এর হামলার আগে আফগানিস্তানে বাবার পাশে থেকেই অস্ত্র পরিচালনা শিখেছিল হামজ়া ৷ সেইসময় প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে অ্যামেরিকা, ইহুদি, ক্রুসেডার-দের বিরুদ্ধে একাধিক ভিডিয়ো বার্তা দেওয়া শুরু করে ৷

2016 সালে আল কায়দা একটি ভিডিয়ো বার্তা দেয় ৷ যেখানে দেখা যায়, হামজ়া ISIS ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ৷ বলে, গোটা বিশ্ব এখন মুসলিম বিরোধিতায় সরব হয়েছে ৷ তাই সবাই একত্রিত হও ৷" এছাড়াও একাধিক ভিডিয়োতে সৌদি আরবের যুবকদের রাজশাসন উৎখাত করে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আল কায়দায় নাম লেখানোর বার্তা দেয় হামজ়া ৷

ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরির নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল ৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷ 2017 সালে তাকে কালো তালিকাভুক্ত করে অ্যামেরিকা ৷

ওয়াশিংটন, 14 সেপ্টেম্বর : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্প জানান, আফগানিস্তান- পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ বিরোধী অভিযান চলাকালীন মারা যায় হামজ়া ।

ওসামা বিন লাদেনের 20 সন্তানের মধ্যে 15 তম সন্তান ছিল বছর তিরিশের হামজ়া ৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিল সে ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে, অ্যামেরিকা ঘোষণা করে, হামজ়ার মাথার দাম 10 লাখ ডলার ৷ ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরি নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷

এর আগে অগাস্ট মাসে লাদেনের পুত্র হামজ়ার খতম হওয়ার খবর সামনে আসে । অ্যামেরিকার তিনজন প্রশাসনিক আধিকারিক হামজ়া বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ তবে জায়গা ও সময় সম্পর্কিত কোনও তথ্য তাঁরা দেননি ৷ যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

অ্যাবোটাবাদে ওসামা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখানেই প্রশিক্ষণ চলছিল হামজ়ার ৷ সেই বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল তা থেকেই এই তথ্য উঠে এসেছিল । এছাড়া ইরানে আল কায়দার একজন বর্ষীয়ান সদস্যের মেয়ের সঙ্গে তার বিয়ের ভিডিয়ো খুঁজে পায় অ্যামেরিকার সেনা ৷ প্রাথমিক সূত্রে খবর আসে, ইরানে গৃহবন্দী ছিল হামজ়া ৷ পরে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়ায় তার অবাধ বিচরণ ছিল ৷ 9/11-এর হামলার আগে আফগানিস্তানে বাবার পাশে থেকেই অস্ত্র পরিচালনা শিখেছিল হামজ়া ৷ সেইসময় প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে অ্যামেরিকা, ইহুদি, ক্রুসেডার-দের বিরুদ্ধে একাধিক ভিডিয়ো বার্তা দেওয়া শুরু করে ৷

2016 সালে আল কায়দা একটি ভিডিয়ো বার্তা দেয় ৷ যেখানে দেখা যায়, হামজ়া ISIS ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে ৷ বলে, গোটা বিশ্ব এখন মুসলিম বিরোধিতায় সরব হয়েছে ৷ তাই সবাই একত্রিত হও ৷" এছাড়াও একাধিক ভিডিয়োতে সৌদি আরবের যুবকদের রাজশাসন উৎখাত করে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আল কায়দায় নাম লেখানোর বার্তা দেয় হামজ়া ৷

ওসামা বিন লাদেনের পর তার ডেপুটি আয়মান আল জাওয়াহিরির নেতৃত্বে সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল ৷ হামজ়াকে তার উত্তরাধিকারী হিসেবেই মনে করা হচ্ছিল ৷ 2017 সালে তাকে কালো তালিকাভুক্ত করে অ্যামেরিকা ৷

Coimbatore (Tamil Nadu), Sep 14 (ANI): Age is just a number and 82-year-old 'Daadi' M Kamalathal is a perfect example for it. At this age, most people get retired and take rest at home. But this 'Daadi' is still working and earns money for her livelihood. She wakes up early and starts making idlis in order to fulfil her daily needs. Since, Kamalathal lives alone and does not have any family members, she sells around 400-500 idlis daily at Re 1 each. She resides in Coimbatore's Vadivelampalayam village. Kamalathal uses firewood stoves to cook idlis. A video of her went viral after which Government issued her an LPG connection.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.