ওয়াশিংটন, 14 ফেব্রুয়ারি: অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকসুর খালাস করল মার্কিন সেনেট। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঐতিহাসিক দ্বিতীয় ইমপিচমেন্ট শুনানিতে তাঁর পক্ষেই রায় দিল সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সেনেট।
পাঁচদিন ধরে চলা শুনানিতে নাটকীয় সওয়াল-জবাব চলে । তুলে ধরা হয় 6 জানুয়ারির ঘটনার বেশকিছু ভিডিয়ো। তবে শুনানি শেষে প্রত্যাশিতভাবেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্পের কোনও দোষ খুঁজে পাননি । 74 বছরের বিলিয়নেয়ারকে শাস্তি দিতে হলে সেনেটের দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন ছিল । এই অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে ভোট পড়ে 43টি আর পক্ষে পড়ে 57টি । তবে এই ভোটাভুটিতে 7 জন রিপাবলিকানের ডেমোক্র্যাটদের দলে যোগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়াটা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেনেটের এই রায়কে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । তাঁর কথায়, ''এই ট্রায়াল দেশের ইতিহাসে বৃহত্তম উইচ-হান্টিং-এর অপর এক অধ্যায় ।'' তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ''অ্যামেরিকাকে আবার মহান হিসেবে গড়ে তোলার আমাদের ঐতিহাসিক, স্বদেশপ্রেমী ও সুন্দর পদক্ষেপ ফের শুরু হল । আমাদের সামনে অনেক কাজ । দ্রুত আমরা অ্যামেরিকার উজ্জ্বল ও সীমাহীন ভবিষ্যত্ গড়ার দিকে এগোচ্ছি ।''
আরও পড়ুন: ট্রাম্পের জন্য দরজা বন্ধ করল টুইটার
গত 13 জানুয়ারি ট্রাম্পকে ইমপিচ করেছিল হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ ।