ETV Bharat / international

ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক : ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক।" একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : Feb 23, 2019, 4:17 AM IST

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি : "পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক।" একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউজ়ের ওভাল অফিসে তিনি আরও বলেন, "এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা রয়েছে।"

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান সেনা ভারতকে যে কোনও অভিযান নিয়ে সতর্ক করে বলেছে, তারা পালটা জবাব দিতে সক্ষম।

পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। বিবৃতিতে সমর্থন জানিয়েছে চিনও। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"

undefined

ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি : "পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি খুব বিপজ্জনক।" একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউজ়ের ওভাল অফিসে তিনি আরও বলেন, "এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক সমস্যা রয়েছে।"

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ। হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান সেনা ভারতকে যে কোনও অভিযান নিয়ে সতর্ক করে বলেছে, তারা পালটা জবাব দিতে সক্ষম।

পুলওয়ামায় জঙ্গি হানার পর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে দিল্লি। পাকিস্তানের থেকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাও প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এরপর জলবণ্টন নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত তিনটি নদীর জলবণ্টনের উপরেও নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম রয়েছে। বিবৃতিতে সমর্থন জানিয়েছে চিনও। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, "জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এই হামলায় ৪০ জনেরও বেশি ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।" উল্লেখযোগ্যভাবে বিবৃতিতে আরও বলা হয়েছে, "আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজ়লিউশনের অধীনে ভারত সরকারকে অবশ্যই সক্রিয়ভাবে সহযোগিতা করবে অন্য দেশগুলি। এই হামলার সংক্রান্ত অন্য বিষয়ে যুক্ত সংশ্লিষ্ট অন্য সকল কর্তৃপক্ষকেও সহযোগিতা করবে।"

undefined
AP Video Delivery Log - 2200 GMT News
Friday, 22 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2155: Venezuela Concert 3 AP Clients Only 4197510
Venezuelans try to catch glimpse of concert on TV
AP-APTN-2134: Colombia Venezuela Aid AP Clients Only 4197509
US envoy, Chile leader in Colombia on aid mission
AP-APTN-2129: US Pentagon Turkey AP Clients Only 4197508
US and Turkish defence officials discuss Syria
AP-APTN-2126: UN Venezuela Photo Op AP Clients Only 4197507
Venezuela FM Arreaza meets UN chief Guterres
AP-APTN-2121: Algeria Protests AP Clients Only 4197506
Teargas, clashes, as Algerians protest president
AP-APTN-2113: US Trump China AP Clients Only 4197505
Trump may delay China trade deadline to reach deal
AP-APTN-2059: US FL Prostitution Sting Kraft Must Credit WPBF, No Access West Palm Beach, No Use U.S. Broadcast Networks 4197491
Police: Patriots owner solicited prostitute
AP-APTN-2054: US IL R Kelly Briefing AP Clients Only 4197502
Prosecutor details R. Kelly sex abuse charges
AP-APTN-2045: US CA Virgin Galactic Launch Must credit Virgin Galactic 4197503
Virgin Galactic craft makes 2nd trip to space
AP-APTN-2043: Colombia Venezuela Aid Concert 4 AP Clients Only 4197501
Thousands cheer for aid to enter Venezuela
AP-APTN-2031: Archive Robert Kraft AP Clients Only 4197500
Police: Patriots owner solicited prostitute in US
AP-APTN-2023: Syria Evacuation 2 AP Clients Only 4197499
More evacuation trucks leave last IS held area in Syria
AP-APTN-2021: Venezuela Concert 2 AP Clients Only 4197498
Maduro's rival 'Hands Off Venezuela' show underway
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.