ETV Bharat / international

cuban woman accuses maradona of rape : মৃত্যুর পরও বিতর্কে মারাদোনা, দু’দশক আগের ধর্ষণের অভিযোগে সরব যুবতী - আর্জেন্টিনা

কিউবার ওই মহিলার বয়স 37 ৷ তাঁর দাবি, তাঁর যখন বয়স 16 বছর, তখন তাঁকে ধর্ষণ করেন মারাদোনা (Maradona raped Mavys Álvarez when she was 16) ৷

cuban-woman-alleges-late-footballer-diego-maradona-raped-her-when-she-was-16
woman accuses maradona of rape : মৃত্যুর পরও বিতর্কে মারাদোনা, দু’দশক আগের ধর্ষণের অভিযোগে সরব যুবতী
author img

By

Published : Nov 23, 2021, 1:43 PM IST

Updated : Nov 23, 2021, 2:42 PM IST

বুয়েন্স আইরেস, 23 নভেম্বর : যখন জীবিত ছিলেন, তখন বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ মৃত্যুর পরও দেখা যাচ্ছে যে বিতর্ক পিছু ছাড়ছে না দিয়েগো মারাদোনার ৷ এবার কিউবার এক যুবতী মারাদোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন (Cuban woman alleges Diego Maradona raped he) ৷ ওই যুবতীর দাবি, বছর কুড়ি আগে তাঁকে ধর্ষণ করেছিলেন মারাদোনা (rape charges against late Diego Maradona) ৷

কিউবার ওই যুবতীর নাম মাভিস আলভারেজ ৷ তিনি সম্প্রতি আর্জেন্টিনার আদালতে মানব পাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই যুবতী সোমবার এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি প্রয়াত ফুটবলার মারাদোনা সম্পর্কে এই অভিযোগ আনেন ৷

আরও পড়ুন : Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

তাঁর দাবি, ঘটনাটি ঘটেছিল যখন, তখন তাঁর বয়স ছিল মাত্র 16 (Maradona raped Mavys Álvarez when she was 16) ৷ মারাদোনা তাঁকে শারীরিক হেনস্তাও করেন ৷ এমনকি, ড্রাগ নিতেও বাধ্য করেছিলেন ৷

সেই সময় ওই মহিলার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিল ফুটবলের রাজপুত্রর ৷ সেই প্রসঙ্গ তুলে মাভিসের দাবি, ফিদেল কাস্ত্রো সরকার ও মারাদোনার সহযোগীরা এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয় ৷

আরও পড়ুন : এক রাজপুত্রের 'কলঙ্কিত' কাহিনি

মারাদোনা এক সময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন ৷ সেই সময় তিনি চিকিৎসার জন্য কিউবাতে যান ৷ তখনই ওই ঘটনা ঘটে বলে দাবি বছর 37-এর মাভিসের ৷ গত সপ্তাহে আর্জেন্টিনায় আসেন মাভিস ৷ মানব পাচার সংক্রান্ত মামলার সাক্ষী দিতেই সেখানে আসেন তিনি ৷ তখনই তিনি এই বিস্ফোরণ ঘটান ৷

মাদক নেওয়া থেকে হাত দিয়ে গোল, ক্রীড়া-জীবনে একাধিক বিতর্কে জড়িয়েছেন মারাদোনা ৷ নারীঘটিত আরও একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ফুটবল ছাড়ার পরও সেই বিতর্ক বারবার তাঁকে বিব্রত করেছে ৷ এসবের মাঝে গত নভেম্বরে তিনি মারা যান ৷ কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না ৷

আরও পড়ুন : হ্যান্ড অফ গড

বুয়েন্স আইরেস, 23 নভেম্বর : যখন জীবিত ছিলেন, তখন বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ মৃত্যুর পরও দেখা যাচ্ছে যে বিতর্ক পিছু ছাড়ছে না দিয়েগো মারাদোনার ৷ এবার কিউবার এক যুবতী মারাদোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন (Cuban woman alleges Diego Maradona raped he) ৷ ওই যুবতীর দাবি, বছর কুড়ি আগে তাঁকে ধর্ষণ করেছিলেন মারাদোনা (rape charges against late Diego Maradona) ৷

কিউবার ওই যুবতীর নাম মাভিস আলভারেজ ৷ তিনি সম্প্রতি আর্জেন্টিনার আদালতে মানব পাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই যুবতী সোমবার এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি প্রয়াত ফুটবলার মারাদোনা সম্পর্কে এই অভিযোগ আনেন ৷

আরও পড়ুন : Julian Assange: জেলেই প্রেমিকাকে বিয়ের ছাড়পত্র পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

তাঁর দাবি, ঘটনাটি ঘটেছিল যখন, তখন তাঁর বয়স ছিল মাত্র 16 (Maradona raped Mavys Álvarez when she was 16) ৷ মারাদোনা তাঁকে শারীরিক হেনস্তাও করেন ৷ এমনকি, ড্রাগ নিতেও বাধ্য করেছিলেন ৷

সেই সময় ওই মহিলার সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিল ফুটবলের রাজপুত্রর ৷ সেই প্রসঙ্গ তুলে মাভিসের দাবি, ফিদেল কাস্ত্রো সরকার ও মারাদোনার সহযোগীরা এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয় ৷

আরও পড়ুন : এক রাজপুত্রের 'কলঙ্কিত' কাহিনি

মারাদোনা এক সময় মাদকাসক্ত হয়ে পড়েছিলেন ৷ সেই সময় তিনি চিকিৎসার জন্য কিউবাতে যান ৷ তখনই ওই ঘটনা ঘটে বলে দাবি বছর 37-এর মাভিসের ৷ গত সপ্তাহে আর্জেন্টিনায় আসেন মাভিস ৷ মানব পাচার সংক্রান্ত মামলার সাক্ষী দিতেই সেখানে আসেন তিনি ৷ তখনই তিনি এই বিস্ফোরণ ঘটান ৷

মাদক নেওয়া থেকে হাত দিয়ে গোল, ক্রীড়া-জীবনে একাধিক বিতর্কে জড়িয়েছেন মারাদোনা ৷ নারীঘটিত আরও একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ফুটবল ছাড়ার পরও সেই বিতর্ক বারবার তাঁকে বিব্রত করেছে ৷ এসবের মাঝে গত নভেম্বরে তিনি মারা যান ৷ কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না ৷

আরও পড়ুন : হ্যান্ড অফ গড

Last Updated : Nov 23, 2021, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.