ETV Bharat / international

ব্যবসায় অগ্রগতি হলেও রাজস্ব ঘাটতি বাড়বে, বলছে মুডিজ় - Nirmala Sitharaman

দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট কর কমানোর ফলে ব্যবসার অগ্রগতি হবে বলে জানাল অ্যামেরিকার ক্রেডিট রেটিং সংস্থা ৷ তবে বাড়বে আর্থিক ঝুঁকির সম্ভাবনাও ৷

অর্থমন্ত্রী
author img

By

Published : Sep 21, 2019, 9:28 PM IST

নিউ ইয়র্ক, 21 সেপ্টেম্বর : গতকালই দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য অর্ডিন্যান্স জারি করে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই পদক্ষেপের ফলে কর্পোরেট ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসার অগ্রগতি হবে বলে মত অ্যামেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ়ের । তবে এর জেরে সরকারের আর্থিক ঝুঁকির সম্ভাবনা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে মুডিজ় । গতকাল অর্থমন্ত্রী জানান, কর্পোরেট কর 30 থেকে কমিয়ে 22 শতাংশ করা হবে । এই সিদ্ধান্ত চলতি আর্থিক বর্ষ থেকেই কার্যকরী হবে । দেশে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি আনতেই এই পদক্ষেপ বলে জানান তিনি ।

মুডিজ়ের রেটিংয়ে ভারত বর্তমানে Baa 2-তে রয়েছে । মুডিজ় জানাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে সংস্থাগুলির কর কম দিতে হবে, ফলে আয় বৃদ্ধি পাবে । তবে এর জেরে সরকারের রাজস্বে ঘাটতি বাড়বে । যদিও চলতি আর্থিক বর্ষে সরকার রিজ়ার্ভ ব্যাঙ্ক থেকে উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে 1.76 লাখ কোটি টাকা নিচ্ছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই সেই টাকা সরকারকে দিচ্ছে RBI । তবে কর্পোরেট কর কমানোর এই পদক্ষেপের জেরে কর্পোরেট ক্ষেত্রে ঋণের প্রবাহে ঘাটতি দেখা যাবে । পাশাপাশি গ্রামীণ আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করছে মুডিজ় । আর এ সবের প্রভাব GDP-তেও পড়তে পারে ।

এই সংক্রান্ত আরও খবর : অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ, দেশীয় কম্পানিকে কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী গতকাল জানিয়েছেন, দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির ক্ষেত্রে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত হয়েছে ৷ 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ও 2019 সালের ফিনান্স অ্যাক্ট সংশোধন করতে একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে ৷ বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে ইনকাম ট্যাক্স আইনে নতুন বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে যাতে কোনও দেশীয় সংস্থা 22 শতাংশ হারে (30 শতাংশ থেকে কমে) কর দিতে পারবে ৷ তবে সেই সংস্থাগুলি কোনও ক্ষেত্রে সরকার থেকে কোনও ছাড় যদি না পায় না, তবেই এই কর ছাড় প্রয়োজ্য হবে ৷ সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর মিনিমাম অলটারনেট ট্যাক্স (MAT) চাপানো হবে না ৷ সমস্ত সারচার্জ ও সেস সহ তাদের 25.19 শতাংশ হারে কর দিতে হবে ৷

এই ঘোষণার পরেই গতকাল 2,100 পয়েন্ট বাড়ে সেনসেক্স ৷ নিফটিও ছাড়িয়ে যায় 11 হাজার 250-র সূচক । তবে অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে 1.5 লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় হবে সরকারের । চলতি আর্থিক বছরের জন্য ঘোষণা করা জুলাইয়ের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কর্পোরেট কর বাবদ 7.7 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার । কিন্তু সেই পরিমাণ এবার দাঁড়াবে 6.2 লাখ কোটি টাকা । মুডিজ়ের এক কর্মকর্তা এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, "আর্থিক অগ্রগতির জন্য কর্পোরেট কর কমানো হলেও সরকারের রাজস্ব আদায় কমে যাবে এর জেরে ।"

নিউ ইয়র্ক, 21 সেপ্টেম্বর : গতকালই দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য অর্ডিন্যান্স জারি করে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই পদক্ষেপের ফলে কর্পোরেট ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসার অগ্রগতি হবে বলে মত অ্যামেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ়ের । তবে এর জেরে সরকারের আর্থিক ঝুঁকির সম্ভাবনা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে মুডিজ় । গতকাল অর্থমন্ত্রী জানান, কর্পোরেট কর 30 থেকে কমিয়ে 22 শতাংশ করা হবে । এই সিদ্ধান্ত চলতি আর্থিক বর্ষ থেকেই কার্যকরী হবে । দেশে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি আনতেই এই পদক্ষেপ বলে জানান তিনি ।

মুডিজ়ের রেটিংয়ে ভারত বর্তমানে Baa 2-তে রয়েছে । মুডিজ় জানাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে সংস্থাগুলির কর কম দিতে হবে, ফলে আয় বৃদ্ধি পাবে । তবে এর জেরে সরকারের রাজস্বে ঘাটতি বাড়বে । যদিও চলতি আর্থিক বর্ষে সরকার রিজ়ার্ভ ব্যাঙ্ক থেকে উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে 1.76 লাখ কোটি টাকা নিচ্ছে । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই সেই টাকা সরকারকে দিচ্ছে RBI । তবে কর্পোরেট কর কমানোর এই পদক্ষেপের জেরে কর্পোরেট ক্ষেত্রে ঋণের প্রবাহে ঘাটতি দেখা যাবে । পাশাপাশি গ্রামীণ আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করছে মুডিজ় । আর এ সবের প্রভাব GDP-তেও পড়তে পারে ।

এই সংক্রান্ত আরও খবর : অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ, দেশীয় কম্পানিকে কর ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী গতকাল জানিয়েছেন, দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির ক্ষেত্রে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত হয়েছে ৷ 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ও 2019 সালের ফিনান্স অ্যাক্ট সংশোধন করতে একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে ৷ বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে ইনকাম ট্যাক্স আইনে নতুন বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে যাতে কোনও দেশীয় সংস্থা 22 শতাংশ হারে (30 শতাংশ থেকে কমে) কর দিতে পারবে ৷ তবে সেই সংস্থাগুলি কোনও ক্ষেত্রে সরকার থেকে কোনও ছাড় যদি না পায় না, তবেই এই কর ছাড় প্রয়োজ্য হবে ৷ সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর মিনিমাম অলটারনেট ট্যাক্স (MAT) চাপানো হবে না ৷ সমস্ত সারচার্জ ও সেস সহ তাদের 25.19 শতাংশ হারে কর দিতে হবে ৷

এই ঘোষণার পরেই গতকাল 2,100 পয়েন্ট বাড়ে সেনসেক্স ৷ নিফটিও ছাড়িয়ে যায় 11 হাজার 250-র সূচক । তবে অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে 1.5 লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় হবে সরকারের । চলতি আর্থিক বছরের জন্য ঘোষণা করা জুলাইয়ের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কর্পোরেট কর বাবদ 7.7 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার । কিন্তু সেই পরিমাণ এবার দাঁড়াবে 6.2 লাখ কোটি টাকা । মুডিজ়ের এক কর্মকর্তা এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, "আর্থিক অগ্রগতির জন্য কর্পোরেট কর কমানো হলেও সরকারের রাজস্ব আদায় কমে যাবে এর জেরে ।"

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.