নিউ ইয়র্ক, 7 সেপ্টেম্বর : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ এদিকে সামনেই অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই ৷ গোটা দেশ মুখিয়ে আছে তার দিকে ৷ তবে, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে না জেতেন, ফের হতে পারে 9 / 11 - র মতো ঘটনা ৷ এমনই বলছেন ওসামা বিন লাদেনের ভাইঝি নুর বিন লাদেন। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি বলেছেন, নির্বাচনী লড়াইয়ে যদি ডোনাল্ড ট্রাম্প না জিতে জো বিডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে অ্যামেরিকায় আরও একটি 9/11 - র মতো ঘটনা ঘটবে ৷
পুলিশ সূত্রে খবর, নুর বিন লাদেন বর্তনামে সুইৎজ়ারল্যান্ডে রয়েছেন ৷ বলেন, ডোনাল্ড ট্রাম্প অ্যামেরিকাকে সুরক্ষা দিয়েছেন ৷ সন্ত্রাসকে মূল থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন ৷ সন্ত্রাসবাদীদের হামলার সুযোগ পাওয়ার আগেই তিনি হামলার পথ বন্ধ করে দেন ৷
নিউ ইয়র্ক পোস্টে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, তিনি তাঁর সম্পূর্ণ হৃদয় দিয়ে একজন অ্যামেরিকান ৷ তিনি আসন্ন নির্বাচনে অ্যামেরিকার প্রেসিডেন্টকেই সাহায্য করবেন ৷ কারণ তিনি মনে করেন, বর্তমান প্রজন্মের জন্য সেটিই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ তিনি নিজেকে ট্রাম্পের একজন সমর্থনকারী উল্লেখ করে বলেন, ট্রাম্পের পুনর্নির্বাচন হওয়া দরকার ৷ পাশ্চাত্য সভ্যতা ও অ্যামেরিকার ভবিষ্যতের জন্য তা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ আমি আন্তরিকভাবে মানুষের জন্য তাঁর কাজের প্রশংসা করি ৷
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে 2020 সালের নির্বাচন হতে চলেছে ৷ এই প্রথম অ্যামেরিকায় নির্বাচন হবে প্যানডেমিক পরিস্থিতিতে ৷