ওয়াশিংটন, 20 জানুয়ারি : ট্রাম্পের মুসলিম অভিবাসন নীতি খারিজের সিদ্ধান্ত নিলেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ট্রাম্পের নেওয়া মোট 17টি সিদ্ধান্তকে খারিজ করার কথা জানিয়েছে বাইডেনের দপ্তর থেকে ৷ এমনকি আমেরিকায় মুসলিম অনুপ্রবেশ রোধ করতে মেক্সিকোর সীমান্তে পাঁচিল তোলার কথা জানিয়েছিল ট্রাপ ৷ সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করার কথা জানিয়েছেন জো বাইডেন ৷ একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আমেরিকা ফিরবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাম্পের একাধিক পদক্ষেপকে বাতিল করবেন বলে জানালেন জো বাইডেন ৷ যেখানে উল্লেখযোগ্য় সিদ্ধান্ত হল মুসলিম দেশ থেকে অভিবাসীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে খারিজ করা ৷ মুসলিমদের আমেরিকায় প্রবেশ আটকাতে ডোনাল্ড ট্রাম্প নয়া অভিবাসন নীতি নিয়ে এসেছিলেন ৷ সেই নীতিকে বাতিল ঘোষণা করা হবে বলে জো বাইডেনের দপ্তরের তরফে জানানো হয়েছে ৷ এমনকি মেক্সিকো ও আমেরিকার সীমান্তে যে পাঁচিল তোলার কাজ শুরু করেছিল ট্রাম্প, তাতেও নিষেধাজ্ঞা জারি করা হবে ৷
তবে, শুধুই অভিবাসন নীতি খারিজ করা নয় ৷ বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় আবারও আমেরিকার সংযুক্তিকরণের আবেদন জানাবে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার ৷ গতবছর সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য় সংস্থা থেকে আমেরিকার নাম প্রত্য়াহার করে নিয়েছিলেন ৷ ট্রাম্পের সেই সিদ্ধান্তও আজ খারিজ করা হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে ৷ আমেরিকার নাম আবারও বিশ্ব স্বাস্থ্য় সংস্থায় নথিভুক্ত করতে আবেদন জানাবে আমেরিকা ৷
আরও পড়ুন : প্রথমবার সেনেটর থেকে হোয়াইট হাউজ়ে, বাইডেনের পথচলা...
আমেরিকায় কোরোনা সংক্রমণ রুখতে নয়া স্বাস্থ্য় নীতি আনার কথাও ঘোষণা করা হয়েছে ৷ সেই উদ্দ্শ্য়ে আমেরিকায় মাস্ক পড়া বাধ্য়তামূলক করা হবে ৷ প্রকৃতি সংরক্ষণ আইনও তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই প্রকৃতি সংরক্ষণ আইন আবারও ফিরিয়ে আনার কথা জানিয়েছেন জো বাইডেন ৷