ETV Bharat / international

পেনসিলভ্যানিয়ায় এগিয়ে বাইডেন, জিতলেই পৌঁছে যেতে পারেন হোয়াইট হাউজ়ে - ডোনাল্ড ট্রাম্প

এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারে পেনসিলভ্যানিয়া । এখানে 20 টি ইলেক্টোরাল ভোট রয়েছে । অর্থাৎ, পেনসিলভ্যানিয়া যদি বাইডেন জিতে যান, তাহলে 20 টি ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন তিনি । এই 20 টি ভোট জিতলে, বাইডেনের পক্ষে মোট ইলেক্টোরাল ভোট হবে 273, যা তাঁকে হোয়াইট হাউজ়ে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ।

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন
অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন
author img

By

Published : Nov 6, 2020, 11:03 PM IST

ওয়াশিংটন, 6 নভেম্বর : অ্যামেরিকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন । এখনও পর্যন্ত 253 টি ইলেক্টোরাল ভোট রয়েছে জো বাইডেনের পক্ষে । অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 214 টি ইলেক্টোরাল ভোট । সংখ্যাগরিষ্ঠতা পেতে পৌঁছাতে হবে 270 ভোটে । জয়ের জন্য এখনও বাইডেনের দরকার 17 টি ইলেক্টোরাল ভোট ।

পেনসিলভ্যানিয়ায় ভোটগণনা প্রক্রিয়া এখনও চলছে । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এগিয়ে রয়েছেন বাইডেন । বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারে পেনসিলভ্যানিয়া । এখানে 20 টি ইলেক্টোরাল ভোট রয়েছে । অর্থাৎ, পেনসিলভ্যানিয়া যদি বাইডেন জিতে যান, তাহলে 20 টি ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন তিনি । এই 20 টি ভোট জিতলে, বাইডেনের পক্ষে মোট ইলেক্টোরাল ভোট হবে 273, যা তাঁকে হোয়াইট হাউজ়ে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ।

প্রসঙ্গত, 2016 সালের নির্বাচনে পেনসিলভ্যানিয়া ছিল ট্রাম্পের দখলে । তবে এবার ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন বাইডেন । পেনসিলভ্যানিয়ায় শুরুর দিকে বাইডেন পিছিয়ে থাকলেও ভারতীয় সময় সন্ধে সাড়ে 7 টা নাগাদ ট্রাম্পকে টপকে যান বাইডেন । প্রায় সাড়ে 5 হাজার ভোটে ট্রাম্পকে পিছনে ফেলে দেন বাইডেন ।

এদিকে অ্যারিজ়োনা, জর্জিয়া, নেভাদাতেও এগিয়ে রয়েছেন বাইডেন । সাম্প্রতিক ট্রেন্ড হিসাব করে একাধিক সংবাদমাধ্যম অ্যারিজ়োনাকে ইতিমধ্যেই বাইডেনের ঝুলিতে দিয়ে দিয়েছে । তবে অ্যামেরিকার অন্য কয়েকটি সাংবাদমাধ্যম অবশ্য বলছে, এখনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করার সময় হয়নি ।

ওয়াশিংটন, 6 নভেম্বর : অ্যামেরিকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন । এখনও পর্যন্ত 253 টি ইলেক্টোরাল ভোট রয়েছে জো বাইডেনের পক্ষে । অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 214 টি ইলেক্টোরাল ভোট । সংখ্যাগরিষ্ঠতা পেতে পৌঁছাতে হবে 270 ভোটে । জয়ের জন্য এখনও বাইডেনের দরকার 17 টি ইলেক্টোরাল ভোট ।

পেনসিলভ্যানিয়ায় ভোটগণনা প্রক্রিয়া এখনও চলছে । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এগিয়ে রয়েছেন বাইডেন । বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারে পেনসিলভ্যানিয়া । এখানে 20 টি ইলেক্টোরাল ভোট রয়েছে । অর্থাৎ, পেনসিলভ্যানিয়া যদি বাইডেন জিতে যান, তাহলে 20 টি ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন তিনি । এই 20 টি ভোট জিতলে, বাইডেনের পক্ষে মোট ইলেক্টোরাল ভোট হবে 273, যা তাঁকে হোয়াইট হাউজ়ে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ।

প্রসঙ্গত, 2016 সালের নির্বাচনে পেনসিলভ্যানিয়া ছিল ট্রাম্পের দখলে । তবে এবার ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন বাইডেন । পেনসিলভ্যানিয়ায় শুরুর দিকে বাইডেন পিছিয়ে থাকলেও ভারতীয় সময় সন্ধে সাড়ে 7 টা নাগাদ ট্রাম্পকে টপকে যান বাইডেন । প্রায় সাড়ে 5 হাজার ভোটে ট্রাম্পকে পিছনে ফেলে দেন বাইডেন ।

এদিকে অ্যারিজ়োনা, জর্জিয়া, নেভাদাতেও এগিয়ে রয়েছেন বাইডেন । সাম্প্রতিক ট্রেন্ড হিসাব করে একাধিক সংবাদমাধ্যম অ্যারিজ়োনাকে ইতিমধ্যেই বাইডেনের ঝুলিতে দিয়ে দিয়েছে । তবে অ্যামেরিকার অন্য কয়েকটি সাংবাদমাধ্যম অবশ্য বলছে, এখনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করার সময় হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.