ETV Bharat / international

করোনার উৎস নিয়ে 90 দিনের মধ্যে গোয়েন্দাদের রিপোর্ট তলব বাইডেনের - করোনার উৎস

বাইডেনের কথায়, এজেন্সিগুলি এই মুহূর্তে কোভিড-19 ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত ৷ কারোর ধারণা এটি ছড়িয়েছে চিনের কোনও পশুর থেকে ৷ আবার কারোর মতে এটি চিনে ঘটা যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে ৷ গত এক বছরে এই ভাইরাস পৃথিবীর 34 লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ৷

করোনার উৎস অনুসন্ধান করে ইউ এস ইন্টেলিজেন্স সংস্থার কাছে রিপোর্ট তলব বাইডেনের
করোনার উৎস অনুসন্ধান করে ইউ এস ইন্টেলিজেন্স সংস্থার কাছে রিপোর্ট তলব বাইডেনের
author img

By

Published : May 27, 2021, 10:19 AM IST

ওয়াশিংটন, 27 মে : বুধবার ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিকে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কোভিড-19 ভাইরাস চিনের কোনও পশু থেকে ছড়িয়েছে নাকি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে তা তদন্ত করে সেই রিপোর্ট 3 মাসের মধ্যে তাঁকে জানানের নির্দেশ দিয়েছেন ৷

বাইডেনের কথায়, এজেন্সিগুলি এই মুহূর্তে কোভিড-19 ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত ৷ কারোর ধারণা এটি ছড়িয়েছে চিনের কোনও পশুর থেকে ৷ আবার কারোর মতে এটি চিনে ঘটা যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে ৷ গত এক বছরে এই ভাইরাস বিশ্বের 34 লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ৷

বাইডেনের এই নির্দেশের বিতর্ক আরও বাড়ার আশঙ্কা ৷ চিনের ইউহানের বাজারের কোনও প্রাণী থেকে ছড়িয়েছে নাকি ওই শহরেরই কোনও সুরক্ষিত গবেযণা কেন্দ্র থেকে করোনা ছড়িয়েছে সেটাই তদন্ত করে দেখবেন মার্কিন গোয়েন্দারা ৷

দুই ক্ষেত্রেই চিনের উপর বিস্তৃত প্রভাব পড়তে চলেছে ৷ তবে চিন দাবি করেছে এই মহামারির জন্য তারা কোনও ভাবেই দায়ি নয়৷ আর আমেরিকার রাজনৈতিক কারণে , রিপাবলিকানসরা (ট্রাম্প অনুগামী) বেজিংকে আক্রমণ করার উদ্দেশ্য এই তথ্য পেশ করেছে ৷

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত 8

বাইডেন বলেন, মার্চে তিনি ভাইরাসের উৎস জানতে চেয়ে একটি রিপোর্ট চেয়েছিলেন ৷ তিনি আরও বলেন, ইউএস ইন্টেলিজেন্স দুটি ধারণা নিয়ে দ্বন্দ্বে রয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ৷

ওয়াশিংটন, 27 মে : বুধবার ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিকে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কোভিড-19 ভাইরাস চিনের কোনও পশু থেকে ছড়িয়েছে নাকি ল্যাবরেটরির দুর্ঘটনা থেকে তা তদন্ত করে সেই রিপোর্ট 3 মাসের মধ্যে তাঁকে জানানের নির্দেশ দিয়েছেন ৷

বাইডেনের কথায়, এজেন্সিগুলি এই মুহূর্তে কোভিড-19 ছড়িয়ে পড়ার উৎস নিয়ে দুই মতে বিভক্ত ৷ কারোর ধারণা এটি ছড়িয়েছে চিনের কোনও পশুর থেকে ৷ আবার কারোর মতে এটি চিনে ঘটা যাওয়া ল্যাবরেটরি দুর্ঘটনার কারণে ছড়িয়েছে ৷ গত এক বছরে এই ভাইরাস বিশ্বের 34 লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ৷

বাইডেনের এই নির্দেশের বিতর্ক আরও বাড়ার আশঙ্কা ৷ চিনের ইউহানের বাজারের কোনও প্রাণী থেকে ছড়িয়েছে নাকি ওই শহরেরই কোনও সুরক্ষিত গবেযণা কেন্দ্র থেকে করোনা ছড়িয়েছে সেটাই তদন্ত করে দেখবেন মার্কিন গোয়েন্দারা ৷

দুই ক্ষেত্রেই চিনের উপর বিস্তৃত প্রভাব পড়তে চলেছে ৷ তবে চিন দাবি করেছে এই মহামারির জন্য তারা কোনও ভাবেই দায়ি নয়৷ আর আমেরিকার রাজনৈতিক কারণে , রিপাবলিকানসরা (ট্রাম্প অনুগামী) বেজিংকে আক্রমণ করার উদ্দেশ্য এই তথ্য পেশ করেছে ৷

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত 8

বাইডেন বলেন, মার্চে তিনি ভাইরাসের উৎস জানতে চেয়ে একটি রিপোর্ট চেয়েছিলেন ৷ তিনি আরও বলেন, ইউএস ইন্টেলিজেন্স দুটি ধারণা নিয়ে দ্বন্দ্বে রয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.