ক্যালিফোর্নিয়া, 31 মে : NASA-র দুই বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্স রকেট । এই প্রথম কোনও বেসরকারি সংস্থা রকেট পাঠাল মহাকাশে ।
আজ ভারতীয় সময় ভোর 4টে নাগাদ স্পেস এক্স-এর ফ্যালকন রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে NASA-র ফ্যাবলড লঞ্চ প্যাচ 39A থেকে ছাড়ে । মহাকাশ যাত্রী হিসেবে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী রবার্ট বেনকেন ও ডগলাস হারলে । প্রথমে বুধবার রকেটটি ছাড়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ হওয়ায় উড়ানে সমস্যা দেখা যায় । পরে আবহাওয়ার পরিবর্তন হলে আজ এটি মহাকাশে পাড়ি দেয় ।
শুধুমাত্র এতদিন পর কোনও মহাকাশচারী নিয়ে যাত্রা নয়, কোরোনায় যেখানে অ্যামেরিকায় লাখ লাখ মানুষ আক্রান্ত সেখানে মহাকাশে রকেট পাঠিয়ে দৃষ্টান্ত তৈরি করল এই স্পেস এক্স ।মহাকাশচারী নিয়ে মহাকাশ যাত্রা অ্যামেরিকায় বন্ধ হয় 2011 সালে । দীর্ঘ 9 বছর পর এই প্রথম কোনও বেসরকারি সংস্থার হাত ধরে ফের দুই মহাকাশচারী মহাকাশে পাড়ি দিলেন । যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই সংস্থাটি । এখানকার এক বিজ্ঞানীর কথায়, "স্পেস এক্স-এর প্রত্যেক বিজ্ঞানীর কাছে এবং অবশ্যই আমার কাছেও এটা স্বপ্নের মতো ছিল । যা বাস্তবায়িত হয়েছে ।"