ETV Bharat / international

আমি প্রেসিডেন্ট থাকতে ইরানকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেব না, মন্তব্য ট্রাম্পের - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটিতে ইরানের মিজ়াইল হামলার পর বক্তব্য রাখেন ট্রাম্প । তিনি সেখানে বলেন, "যতদিন অন্তত আমি প্রেসিডেন্ট রয়েছি, ততদিন ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না ।"

trump
trump
author img

By

Published : Jan 9, 2020, 8:36 AM IST

ওয়াশিংটন, 9 জানুয়ারি : ইরানকে কখনও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না, এমনই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পাশাপাশি তিনি একথাও বলেন, ইরানকে কোনওরকম আর্থিক সাহায্য করবে না অ্যামেরিকা ।

ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটিতে ইরানের মিজ়াইল হামলার পর দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প । তিনি সেখানে বলেন, "যতদিন অন্তত আমি প্রেসিডেন্ট রয়েছি, ততদিন ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না ।"

ট্রাম্প এদিন আরও বলেন, ইরানের এই আক্রমণাত্মক ব্যবহারের জবাব অ্যামেরিকা দেবে । আমরা এই ব্যবহার অব্যাহত রাখব । ইরানকে যে পরিমাণ অর্থ অ্যামেরিকা দেয় , তা আর দেওয়া হবে না । ততদিন পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে যতদিন না ইরান নিজের ব্যবহারে পরিবর্তন আনছে । তিনি এই বিষয়ে আরও বলেন, "ইরান একটি মহান দেশ হতে পারে । কিন্তু ইরান হিংসা, ঘৃণা তৈরি করার পর পশ্চিম এশিয়ায় শান্তি নষ্ট হয়েছে ।"

অ্যামেরিকার বিমান হানায় মৃত্যু হয় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির৷ এরপরই অ্যামেরিকা ও ইরানের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে । পাল্টা আঘাত আসে ইরানের পক্ষ থেকেও । বৃহস্পতিবার গভীর রাতেও ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ সুরক্ষিত এলাকা 'গ্রিন জ়োন' লক্ষ্য করে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিজ়াইল হামলা চালানোর 24 ঘণ্টার মধ্যে বাগদাদের 'গ্রিন জ়োন'-এ এই রকেট হামলা হয় ।

ওয়াশিংটন, 9 জানুয়ারি : ইরানকে কখনও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না, এমনই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পাশাপাশি তিনি একথাও বলেন, ইরানকে কোনওরকম আর্থিক সাহায্য করবে না অ্যামেরিকা ।

ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটিতে ইরানের মিজ়াইল হামলার পর দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প । তিনি সেখানে বলেন, "যতদিন অন্তত আমি প্রেসিডেন্ট রয়েছি, ততদিন ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না ।"

ট্রাম্প এদিন আরও বলেন, ইরানের এই আক্রমণাত্মক ব্যবহারের জবাব অ্যামেরিকা দেবে । আমরা এই ব্যবহার অব্যাহত রাখব । ইরানকে যে পরিমাণ অর্থ অ্যামেরিকা দেয় , তা আর দেওয়া হবে না । ততদিন পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে যতদিন না ইরান নিজের ব্যবহারে পরিবর্তন আনছে । তিনি এই বিষয়ে আরও বলেন, "ইরান একটি মহান দেশ হতে পারে । কিন্তু ইরান হিংসা, ঘৃণা তৈরি করার পর পশ্চিম এশিয়ায় শান্তি নষ্ট হয়েছে ।"

অ্যামেরিকার বিমান হানায় মৃত্যু হয় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্‌স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির৷ এরপরই অ্যামেরিকা ও ইরানের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে । পাল্টা আঘাত আসে ইরানের পক্ষ থেকেও । বৃহস্পতিবার গভীর রাতেও ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ সুরক্ষিত এলাকা 'গ্রিন জ়োন' লক্ষ্য করে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিজ়াইল হামলা চালানোর 24 ঘণ্টার মধ্যে বাগদাদের 'গ্রিন জ়োন'-এ এই রকেট হামলা হয় ।

Manali (HP), Jan 09 (ANI): Hidimba Devi Temple has now become one of the prime spots in tourist hill city of Manali after fresh snowfall. People are enjoying chilly weather with ski gears around the temple. Tourists captured the family moment by taking selfies, while children busy in playing with soft snow. Manali is covered with thick white blanket of snow after fresh spell.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.