ওয়াশিংটন, 9 জানুয়ারি : ইরানকে কখনও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না, এমনই মন্তব্য করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পাশাপাশি তিনি একথাও বলেন, ইরানকে কোনওরকম আর্থিক সাহায্য করবে না অ্যামেরিকা ।
ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটিতে ইরানের মিজ়াইল হামলার পর দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প । তিনি সেখানে বলেন, "যতদিন অন্তত আমি প্রেসিডেন্ট রয়েছি, ততদিন ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না ।"
ট্রাম্প এদিন আরও বলেন, ইরানের এই আক্রমণাত্মক ব্যবহারের জবাব অ্যামেরিকা দেবে । আমরা এই ব্যবহার অব্যাহত রাখব । ইরানকে যে পরিমাণ অর্থ অ্যামেরিকা দেয় , তা আর দেওয়া হবে না । ততদিন পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে যতদিন না ইরান নিজের ব্যবহারে পরিবর্তন আনছে । তিনি এই বিষয়ে আরও বলেন, "ইরান একটি মহান দেশ হতে পারে । কিন্তু ইরান হিংসা, ঘৃণা তৈরি করার পর পশ্চিম এশিয়ায় শান্তি নষ্ট হয়েছে ।"
অ্যামেরিকার বিমান হানায় মৃত্যু হয় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্স ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির৷ এরপরই অ্যামেরিকা ও ইরানের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে । পাল্টা আঘাত আসে ইরানের পক্ষ থেকেও । বৃহস্পতিবার গভীর রাতেও ইরাকের রাজধানী বাগদাদের বিশেষ সুরক্ষিত এলাকা 'গ্রিন জ়োন' লক্ষ্য করে রকেট হামলা হয় । হামলায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । ইরাকে অ্যামেরিকার সেনা ঘাঁটি লক্ষ্য করে ইরান মিজ়াইল হামলা চালানোর 24 ঘণ্টার মধ্যে বাগদাদের 'গ্রিন জ়োন'-এ এই রকেট হামলা হয় ।