টোরন্টো, 16 মে : কানাডার কয়েকজন গবেষকের একটি আন্তর্জাতিক দল কোরোনা ভাইরাসের মোকাবিলার জন্য বিভিন্ন ওষুধের উপর গবেষণা করেছেন । তাঁরা জানিয়েছে , একটি অ্যান্টিভাইরাল ড্রাগ কোরোনা আক্রান্তকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে । ইন্টারফেরন (IFN)-a2b ড্রাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন এই গবেষকরা । এই ওষুধ খুব দ্রুত কোরোনা রোগীকে সারিয়ে তুলতে পারবে বলে জানাচ্ছেন তাঁরা ।
ফ্রনটায়ারস ইন ইমিউনোলজি নামে একটি জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে । উল্লেখ করা হয়েছে, একটি গবেষণায় দেখা গিয়েছে ইন্টারফেরন (IFN)-a2b খুব দ্রুত রোগীকে ভাইরাস মু্ক্ত করে তুলতে পারে । এছাড়াও রোগীর শরীরে ইনফ্ল্যামাটরি প্রোটিনের মাত্রা কমাতে পারে ।
এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ড. এলানোর ফিশ । তিনি টরোন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । তিনি বলেন, “প্রত্যেক নতুন ভাইরাসের জন্য অ্যান্টি-ভাইরাল তৈরি না করে ইন্টারফেরনকে ‘প্রথম রেসপন্ডারস’ হিসেবে ব্যবহার করতে পারি । ” COVID-19-র চিকিৎসার জন্য IFN-a থেরাপি প্রয়োগ করা যেতে পারে বলে মনে করেন এই গবেষকরা । SARS মোকাবিলায় এই থেরাপি কাজ করেছিল বলে দেখান ।
দীর্ঘ সময় ধরে এই ওষুধ ব্যবহার করা হচ্ছে । আপার রেসপিরেটরি ট্র্যাকে ভাইরাস সংক্রমণ হলে, সেই সংক্রমণ সাতদিনের মধ্যে নিরাময় করতে পারে । COVID-19 রোগীদের ক্ষেত্রে ইন্টারলিউকিন (IL)-6 এবং C–রিঅ্যাক্টিভ (CRP) নামক দুই ইনফ্ল্যামেটরি প্রোটিন পাওয়া যাচ্ছে । যার পরিমাণ কমাতে পারে এই ওষুধ । এই ওষুধের কার্যকারিতা বোঝার জন্য কয়েকজন কোরোনা আক্রান্তের উপর প্রয়োগ করা হয়েছিল । ইউহানের 77 জন কোরোনা রোগীকে চিহ্নিত করে তাঁদের উপর প্রয়োগ করা হয় বলে জানিয়েছেন গবেষকরা ।