ETV Bharat / international

"ভুল করে" টিকটক ডিলিটের নির্দেশ অ্যামাজ়নের কর্মীদের

author img

By

Published : Jul 11, 2020, 5:56 AM IST

মোবাইল থেকে অ্যামাজ়নের ই-মেইল ব্যবহার করতে হলে 10 জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট করতে হবে ৷ কর্মীদের ই-মেইল মারফত জানিয়েছিল অ্যামাজ়ন ৷ কিন্ত আজ ফের এক বিবৃতিতে অ্যামাজ়নের মুখপাত্র জানিয়ে দেন ওই ই-মেইলটি "ভুল করে" চলে গেছিল ৷

TIktok
প্রতীকি ছবি

সান ফ্রান্সিসকো, 11 জুলাই : তথ্যের নিরাপত্তাজনিত কারণে কর্মীদের মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট করার জন্য বলেছে অ্যামাজ়ন ৷ গতকাল এই খবর সামনে আসে ৷ মোবাইল থেকে টিকটক ডিলিট করার জন্য কর্মীদের একটি ই-মেইলও পাঠায় অ্যামাজন ৷ কিন্তু, ঘণ্টাখানেক যেতে না যেতেই ভোলবদল অ্যামাজ়নের ৷ অ্যামাজ়নের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়ে দেন, ওই ই-মেইলটি "ভুল করে" কর্মীদের কাছে চলে গেছিল ৷

সংস্থার মুখপাত্র আরও জানিয়েছেন, "এখনও পর্যন্ত টিকটকের ব্যবহারের বিষয়ে আমাদের পলিসিগত কোনও পরিবর্তন আসেনি ৷"

গতকাল অ্যামাজ়নের তরফে করা এক ই-মেইলে কর্মীদের বলা হয়, "অ্যামাজ়নের ই-মেইলের ব্যবহার করা হয়, এমন সমস্ত মোবাইল থেকে নিরাপত্তাজনিত কারণে টিকটকের ব্যবহার করা যাবে না ৷ মোবাইল থেকে অ্যামাজ়নের ই-মেইল ব্যবহার করতে হলে আপনাদের 10 জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট করতে হবে ৷"

অ্যামাজ়নের কর্মীদের এই মেইল পাঠানোর কথা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া আসতে শুরু করে । টিকটকের তরফে এক বিবৃতিতে বলা হয়, "যেহেতু অ্যামাজ়ন ই-মেইলটি পাঠানোর আগে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি, তাই তাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না ৷ আমরা চাই আলোচনা করে যদি কোনও সমস্যা থাকে, তা দূর করে তাদের কর্মীদের আমাদের কমিউনিটির সঙ্গে জুড়ে রাখতে ৷"

প্রসঙ্গত, চিনা সংস্থার তৈরি টিকটক অ্যাপটি এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতিতে বেড়ে ওঠা ডিজিটাল প্লাটফর্মগুলির মধ্যে একটি ৷ কিন্তু, টিকটক নিরাপদ নয় । ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই অ্যাপকে বিশ্বাস করা যায় না । বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন । গতমাসেই টিকটক-সহ মোট 59 টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করা হয় ৷

সম্প্রতি অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও অ্যামেরিকাতেও টিকটক নিষিদ্ধ করার সম্ভাবনার কথা বলেছেন । বিদেশি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অ্যামেরিকানদের এই অ্যাপ ব্যবহার করা উচিত কি না সে-বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি আপনি চান, আপনার ব্যক্তিগত তথ্য চিনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দিতে, তবে অবশ্যই ব্যবহার করতে পারেন ৷"

সান ফ্রান্সিসকো, 11 জুলাই : তথ্যের নিরাপত্তাজনিত কারণে কর্মীদের মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট করার জন্য বলেছে অ্যামাজ়ন ৷ গতকাল এই খবর সামনে আসে ৷ মোবাইল থেকে টিকটক ডিলিট করার জন্য কর্মীদের একটি ই-মেইলও পাঠায় অ্যামাজন ৷ কিন্তু, ঘণ্টাখানেক যেতে না যেতেই ভোলবদল অ্যামাজ়নের ৷ অ্যামাজ়নের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়ে দেন, ওই ই-মেইলটি "ভুল করে" কর্মীদের কাছে চলে গেছিল ৷

সংস্থার মুখপাত্র আরও জানিয়েছেন, "এখনও পর্যন্ত টিকটকের ব্যবহারের বিষয়ে আমাদের পলিসিগত কোনও পরিবর্তন আসেনি ৷"

গতকাল অ্যামাজ়নের তরফে করা এক ই-মেইলে কর্মীদের বলা হয়, "অ্যামাজ়নের ই-মেইলের ব্যবহার করা হয়, এমন সমস্ত মোবাইল থেকে নিরাপত্তাজনিত কারণে টিকটকের ব্যবহার করা যাবে না ৷ মোবাইল থেকে অ্যামাজ়নের ই-মেইল ব্যবহার করতে হলে আপনাদের 10 জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট করতে হবে ৷"

অ্যামাজ়নের কর্মীদের এই মেইল পাঠানোর কথা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া আসতে শুরু করে । টিকটকের তরফে এক বিবৃতিতে বলা হয়, "যেহেতু অ্যামাজ়ন ই-মেইলটি পাঠানোর আগে আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি, তাই তাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না ৷ আমরা চাই আলোচনা করে যদি কোনও সমস্যা থাকে, তা দূর করে তাদের কর্মীদের আমাদের কমিউনিটির সঙ্গে জুড়ে রাখতে ৷"

প্রসঙ্গত, চিনা সংস্থার তৈরি টিকটক অ্যাপটি এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতিতে বেড়ে ওঠা ডিজিটাল প্লাটফর্মগুলির মধ্যে একটি ৷ কিন্তু, টিকটক নিরাপদ নয় । ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই অ্যাপকে বিশ্বাস করা যায় না । বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন । গতমাসেই টিকটক-সহ মোট 59 টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করা হয় ৷

সম্প্রতি অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও অ্যামেরিকাতেও টিকটক নিষিদ্ধ করার সম্ভাবনার কথা বলেছেন । বিদেশি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অ্যামেরিকানদের এই অ্যাপ ব্যবহার করা উচিত কি না সে-বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যদি আপনি চান, আপনার ব্যক্তিগত তথ্য চিনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দিতে, তবে অবশ্যই ব্যবহার করতে পারেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.