ওয়াশিংটন DC (অ্যামেরিকা), 3এপ্রিল : গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান এই নিয়ে তিনি দ্বিতীয়বার কোরোনা পরীক্ষা করালেন ৷ হোয়াইট হাউসেই পরীক্ষা করান তিনি ৷ এবারেও ফল নিগেটিভ ৷
সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘আজ সকালে পেলাম এটা ৷ এতে বলা আছে, প্রেসিডেন্টের COVID-19 পরীক্ষার ফল নেগেটিভ ৷’’
এটি ছিল তাঁর দ্বিতীয় পরীক্ষা ৷ এবার তিনি দ্রুত পদ্ধতি ব্যবহার করতে বলেছিলেন যাতে 15 মিনিটের মধ্যে ফল বের হয় ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি দেখতে চেয়েছিলাম কত দ্রুত এটা কাজ করে ৷ দুধরনের পরীক্ষা করে দেখলাম, এটি আগের থেকে অনেকটাই সহজ ও উপযোগী ৷’’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের মাঝামাঝি প্রথম কোরোনা পরীক্ষা করান ৷ সেটি ছিল কঠিন ও দীর্ঘকালীন পক্রিয়া ৷ শুরুতে তিনি কোরোনা পরীক্ষায় আপত্তি জানিয়েছিলেন ৷ কোরোনা সাধারণ সর্দি-কাশির থেকে বড় কিছু নয় ৷ তার জন্যে অর্থনীতি শাটডাউনের প্রয়োজন নেই ৷ এমনই মত ছিল তাঁর ৷ কিন্তু পরে ট্রাম্প নিজেকে "যুদ্ধকালীন রাষ্ট্রপতি" আখ্যা দিয়ে এবং কোরোনা মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলেই জানান ৷